জলপাইগুড়ি, 25 মে : আজ এক মহিলার শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । নিশ্চিত হতে ফের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে । গতকালই নাগরাকাটার দুই পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা সংক্রমণের খোঁজ মেলে । ফের আজ আরও একজনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর মেলে জলপাইগুড়িতে । ওই আক্রান্ত মহিলার বাড়ি ধুপগুড়ি ব্লকের শেষ প্রান্তে ।
জানা গিয়েছে, 22 মে উত্তরপ্রদেশ থেকে বাসে করে তিনি ফিরেছিলেন । ফেরার পর তাঁর শরীরে কোনও কোরোনা সংক্রমণের উপসর্গ পাওয়া যায়নি । তবে, ভিনরাজ্য থেকে ফেরায় তাঁকে ধুপগুড়ির কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল । 23 মে তাঁকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের SARI হাসপাতালে ভরতি করা হয় ।
গতকালই তাঁর সোয়াবের পরীক্ষা করা হয়েছে । আজ ফের পরীক্ষার জন্য তাঁর সোয়াবের নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । তারপরই জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত । জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক ডঃ রমেন্দ্রনাথ প্রামাণিক বলেন, "ওই মহিলা কোরোনা আক্রান্ত হয়েছে আমরা নিশ্চিত । একবার পজ়িটিভ এসেছে । তাও আমরা আবার পরীক্ষা করাচ্ছি । তিনি বর্তমানে জলপাইগুড়ির কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন ।"