ETV Bharat / state

Accident at Lataguri: লাটাগুড়ির জঙ্গলে দু'টি গাড়ির সংঘর্ষে মৃত 1 পর্যটক, আহত 7 - লাটাগুড়িতে মৃত পর্যটক

জঙ্গল সাফারি করে ফেরার পথে লাটাগুড়ির জঙ্গলে দুর্ঘটনা ৷ জিপসির সঙ্গে সংঘর্ষ অপর গাড়ির ৷ মৃত 1 পর্যটক ৷

ETV Bharat
দুর্ঘটনায় আহত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 8:46 PM IST

Updated : Oct 1, 2023, 9:06 PM IST

জলপাইগুড়ি, 1 অক্টোবর: পর্যটকদের গাড়ির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ । মৃত এক পর্যটক । দুর্ঘটনায় আহত পর্যটক-সহ আরও 7 জন । রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির লাটাগুড়ির জঙ্গলে। লাটাগুড়ি থেকে মালবাজারগামী লাটাগুড়ির জঙ্গলের রাস্তায় বৃষ্টির মধ্যেই এই ঘটনাটি ঘটে। একটি জিপসি গাড়িতে থাকা 5 জন পর্যটক গুরুতর আহত হন এই ঘটনায় । এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক পর্যটককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মৃত পর্যটকের নাম প্রতিমা দে (61), তাঁর বাড়ি কলকাতার কসবায় ।

ঘটনায় আহত 4 জনকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ও 4 জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর ময়নাগুড়ি থেকে 3 জনকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়, এদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করেন গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা । জানা গিয়েছে, রবিবার বিকেলে লাটাগুড়ির এক রিসর্ট থেকে পর্যটকদের পাঁচ জনের একটি দল গরুমারার জঙ্গলে জিপসি সাফারি করতে যায় । জিপসি সাফারি করে ফেরার পথে দ্রুত গতিতে আসা একটি বড় গাড়ির সঙ্গে জিপসি গাড়িটির সংঘর্ষ হয় ।

জিপসির পাঁচ জন পর্যটককেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জিপসির ড্রাইভারও গুরুতর আহত হন এই দুর্ঘটনায় । ওই পর্যটকদের উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রতিমা দে'কে মৃত বলে ঘোষণা করেন । আহত বাকি পর্যটকদের প্রাথমিক চিকিৎসা করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই পর্যটকরা হলেন মাধুরী মল্লিক, বয়স 73 বছর, বাড়ি মধ্যমগ্রামে ৷ অপর আহতের নাম সুমিতা দত্ত, বয়স 70 বছর, বাড়ি যাদবপুরে, 66 বছর বয়সি মীরা মল্লিকের বাড়ি মধ্যমগ্রামে ।

আরও পড়ুন: দিল্লি যাওয়ার পথে ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের বাস

এছাড়াও জিপসির ড্রাইভার, একজন পর্যটক ও বড় গাড়ির সওয়ারি দুই আহতদেরও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসা চলছে ৷ ক্রান্তি পুলিশ জানিয়েছে, জিপসিতে ড্রাইভার সমেত 6 জন ছিলেন, এর মধ্যে 1 পর্যটকের মৃত্যু হয়েছে ৷ বড় গাড়িটিরও 2 সওয়ারি আহত হয়েছেন ৷ লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব জানান, মর্মান্তিক দুর্ঘটনায় একজন পর্যটকের মৃত্যু হয়েছে । চিকিৎসার জন্য আহতদের জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি, 1 অক্টোবর: পর্যটকদের গাড়ির সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ । মৃত এক পর্যটক । দুর্ঘটনায় আহত পর্যটক-সহ আরও 7 জন । রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির লাটাগুড়ির জঙ্গলে। লাটাগুড়ি থেকে মালবাজারগামী লাটাগুড়ির জঙ্গলের রাস্তায় বৃষ্টির মধ্যেই এই ঘটনাটি ঘটে। একটি জিপসি গাড়িতে থাকা 5 জন পর্যটক গুরুতর আহত হন এই ঘটনায় । এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক পর্যটককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মৃত পর্যটকের নাম প্রতিমা দে (61), তাঁর বাড়ি কলকাতার কসবায় ।

ঘটনায় আহত 4 জনকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ও 4 জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর ময়নাগুড়ি থেকে 3 জনকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়, এদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করেন গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা । জানা গিয়েছে, রবিবার বিকেলে লাটাগুড়ির এক রিসর্ট থেকে পর্যটকদের পাঁচ জনের একটি দল গরুমারার জঙ্গলে জিপসি সাফারি করতে যায় । জিপসি সাফারি করে ফেরার পথে দ্রুত গতিতে আসা একটি বড় গাড়ির সঙ্গে জিপসি গাড়িটির সংঘর্ষ হয় ।

জিপসির পাঁচ জন পর্যটককেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জিপসির ড্রাইভারও গুরুতর আহত হন এই দুর্ঘটনায় । ওই পর্যটকদের উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রতিমা দে'কে মৃত বলে ঘোষণা করেন । আহত বাকি পর্যটকদের প্রাথমিক চিকিৎসা করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই পর্যটকরা হলেন মাধুরী মল্লিক, বয়স 73 বছর, বাড়ি মধ্যমগ্রামে ৷ অপর আহতের নাম সুমিতা দত্ত, বয়স 70 বছর, বাড়ি যাদবপুরে, 66 বছর বয়সি মীরা মল্লিকের বাড়ি মধ্যমগ্রামে ।

আরও পড়ুন: দিল্লি যাওয়ার পথে ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের বাস

এছাড়াও জিপসির ড্রাইভার, একজন পর্যটক ও বড় গাড়ির সওয়ারি দুই আহতদেরও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসা চলছে ৷ ক্রান্তি পুলিশ জানিয়েছে, জিপসিতে ড্রাইভার সমেত 6 জন ছিলেন, এর মধ্যে 1 পর্যটকের মৃত্যু হয়েছে ৷ বড় গাড়িটিরও 2 সওয়ারি আহত হয়েছেন ৷ লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব জানান, মর্মান্তিক দুর্ঘটনায় একজন পর্যটকের মৃত্যু হয়েছে । চিকিৎসার জন্য আহতদের জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

Last Updated : Oct 1, 2023, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.