ETV Bharat / state

BSF এর গুলিতে নিহত এক গরু পাচারকারীর - Jalpaiguri BSF

ভারত - বাংলাদেশ সীমান্তের ভোজালি পাড়ার BOP এর অন্তর্গত এলাকায় গরু পাচারের চেষ্টা করে বেশ কিছু যুবক ৷ কাঁটাতারের বেরা কেটে তারা গরু পাচারের চেষ্টা করে ৷

Jalpaiguri
জলপাইগুড়ি
author img

By

Published : Nov 19, 2020, 9:24 PM IST

জলপাইগুড়ি, 19 নভেম্বর : সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত এক গরু পাচারকারী । জলপাইগুড়ির ভারত - বাংলাদেশ সীমান্তের ভোজালি পাড়ার BOPএর অন্তর্গত এলাকার ঘটনা ৷ পুলিশ সূত্রের খবর, মৃতের নাম সামসের প্রামাণিক ( 19 ) ৷ বাড়ি মেখলিগঞ্জ এলাকায় ৷

ভারত - বাংলাদেশ সীমান্তের ভোজালি পাড়ার BOP এর অন্তর্গত এলাকায় গরু পাচারের চেষ্টা করে বেশ কিছু যুবক ৷ কাঁটাতারের বেরা কেটে তারা গরু পাচারের চেষ্টা করে ৷ বিষয়টি নজরে আসতেই 143 নম্বর ব্যাটেলিয়ানের BSF জওয়ানরা এগিয়ে যায় ৷ সূত্রের খবর, তাঁদের দেখেই গরু পাচারকারীরা অস্ত্র হাতে হামলা চালায় ৷ BSF জওয়ানদের দাবি, প্রাণে বাঁচতেই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় এক পাচারকারীর ৷ নিহত ওই যুবকের দেহ নিয়ে যাওয়া হয় হলদিবাড়ি থানায় ৷ পুলিশ সূত্রের খবর, মৃতের নাম সামসের প্রামাণিক (19) ৷ বাড়ি মেখলিগঞ্জ এলাকায় ৷ ঘটনায়ও আরও জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

জলপাইগুড়ি, 19 নভেম্বর : সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত এক গরু পাচারকারী । জলপাইগুড়ির ভারত - বাংলাদেশ সীমান্তের ভোজালি পাড়ার BOPএর অন্তর্গত এলাকার ঘটনা ৷ পুলিশ সূত্রের খবর, মৃতের নাম সামসের প্রামাণিক ( 19 ) ৷ বাড়ি মেখলিগঞ্জ এলাকায় ৷

ভারত - বাংলাদেশ সীমান্তের ভোজালি পাড়ার BOP এর অন্তর্গত এলাকায় গরু পাচারের চেষ্টা করে বেশ কিছু যুবক ৷ কাঁটাতারের বেরা কেটে তারা গরু পাচারের চেষ্টা করে ৷ বিষয়টি নজরে আসতেই 143 নম্বর ব্যাটেলিয়ানের BSF জওয়ানরা এগিয়ে যায় ৷ সূত্রের খবর, তাঁদের দেখেই গরু পাচারকারীরা অস্ত্র হাতে হামলা চালায় ৷ BSF জওয়ানদের দাবি, প্রাণে বাঁচতেই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় এক পাচারকারীর ৷ নিহত ওই যুবকের দেহ নিয়ে যাওয়া হয় হলদিবাড়ি থানায় ৷ পুলিশ সূত্রের খবর, মৃতের নাম সামসের প্রামাণিক (19) ৷ বাড়ি মেখলিগঞ্জ এলাকায় ৷ ঘটনায়ও আরও জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.