ETV Bharat / state

Vaccine Jalpaiguri: একই সিরিঞ্জে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনিতে একটি সিরিঞ্জ দিয়ে একাধিক জনকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনায় 4 জন স্বাস্থ্যকর্মীকে শো-কজ করা হয়েছে ৷

Vaccine Jalpaiguri
একই সিরিঞ্জে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন জলপাইগুড়িতে
author img

By

Published : Nov 3, 2021, 8:32 PM IST

জলপাইগুড়ি, 3 নভেম্বর: একই সিরিঞ্জে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগের ঘটনায় একটি ভ্যাকসিনেশন ক্যাম্পের 4 জন স্বাস্থ্যকর্মীকে শো-কজ করার ঘটনা ঘটল জলপাইগুড়িতে। যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাদেরকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনিতে ৷ কেন এমন ঘটনা ঘটল, তার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বুধবার জলপাইগুড়ির ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস একথাই জানান সংবাদ মাধ্যমের সামনে।

সোমবার এক সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ওঠে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনিতে। অভিযোগ ওঠে ঐ ক্যাম্পে ভ্যাকসিনেশন চলাকালীন একই সিরিঞ্জ দিয়ে পরপর বেশ কয়েকজনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হতেই কড়া ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর।

একই সিরিঞ্জে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন জলপাইগুড়িতে

আরও পড়ুন: সুশান্ত রায়ের বিরুদ্ধে তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সমাজকর্মী

পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত বলেন, "একটা ঘটনা ঘটেছে। আমিও ভিডিওটি দেখেছি। আমি স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলেছি। একটি সিরিঞ্জে একজনকেই ভ্যাকসিন দেওয়ার নিয়ম থাকলেও একাধিক ব্যক্তিকে একই সিরিঞ্জে টিকা দেওয়া হয়েছে।" জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও জানিয়েছেন, আপাতত শো-কজ করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের ৷ ব্লক স্বাস্থ্য আধিকারিককে সর্তক করা হয়েছে। তবে সিরিঞ্জ হয়তো একাধিকবার ব্যবহার হয়নি, টেবিলে রাখা হয়েছিল। ঘটনার তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

জলপাইগুড়ি, 3 নভেম্বর: একই সিরিঞ্জে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগের ঘটনায় একটি ভ্যাকসিনেশন ক্যাম্পের 4 জন স্বাস্থ্যকর্মীকে শো-কজ করার ঘটনা ঘটল জলপাইগুড়িতে। যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাদেরকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনিতে ৷ কেন এমন ঘটনা ঘটল, তার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বুধবার জলপাইগুড়ির ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস একথাই জানান সংবাদ মাধ্যমের সামনে।

সোমবার এক সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ওঠে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনিতে। অভিযোগ ওঠে ঐ ক্যাম্পে ভ্যাকসিনেশন চলাকালীন একই সিরিঞ্জ দিয়ে পরপর বেশ কয়েকজনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হতেই কড়া ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর।

একই সিরিঞ্জে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন জলপাইগুড়িতে

আরও পড়ুন: সুশান্ত রায়ের বিরুদ্ধে তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সমাজকর্মী

পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত বলেন, "একটা ঘটনা ঘটেছে। আমিও ভিডিওটি দেখেছি। আমি স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলেছি। একটি সিরিঞ্জে একজনকেই ভ্যাকসিন দেওয়ার নিয়ম থাকলেও একাধিক ব্যক্তিকে একই সিরিঞ্জে টিকা দেওয়া হয়েছে।" জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও জানিয়েছেন, আপাতত শো-কজ করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের ৷ ব্লক স্বাস্থ্য আধিকারিককে সর্তক করা হয়েছে। তবে সিরিঞ্জ হয়তো একাধিকবার ব্যবহার হয়নি, টেবিলে রাখা হয়েছিল। ঘটনার তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.