জলপাইগুড়ি, 12 মে : ভুট্টার বস্তার আড়ালে রেশনের সামগ্রী পাচার । উদ্ধার 20 বস্তা রেশনের গম । লকডাউনের মাঝেই রেশনের খাদ্যসামগ্রী পাচার করতে গিয়ে ধৃত আলিপুরদুয়ারের জটেশ্বরের এক ব্যবসায়ী । ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলে কোতয়ালি থানার পুলিশ । ধৃত ব্যবসায়ীর নাম হিরেন ঘোষ ।
জানা গেছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জটেশ্বরের এক ব্যবসায়ী ভুট্টার বস্তা পাচার করছিল । জটেশ্বর থেকে একটি পিক আপ ভ্যানে করে প্রচুর ভুট্টার বস্তা শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল । জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী 27 নং জাতীয় সড়কের গোশালা মোড়ে নাকা চেকিং-এর এই ভুট্টা বোঝাই গাড়িটিকে আটকায় পুলিশ । দেখা যায় ভুট্টার বস্তার আড়ালে 20 বস্তা গম রয়েছে । ওই পিক আপ ভ্যানের গায়ে শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জারি করা ছাড়পত্র লাগানো ছিল ৷ সেই গাড়িতেই পাচার করা হচ্ছিল গমের বস্তাগুলি ।
জলপাইগুড়ি কোতয়ালি থানা সুত্রে খবর, গতকাল রাতে নাকা চেকিং-এর সময় পিক আপ ভ্যানটিকে আটকানো হয় । তাতে ভুট্টার বস্তার আড়ালে রেশনের গম পাচার করা হচ্ছিল । পুলিশ এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠিয়েছে । পুলিশ তদন্ত করে দেখছে এই রেশনের সামগ্রী কোনও রেশনের ডিলারের কাছ থেকে নেওয়া হয়েছিল ৷ শিলিগুড়ির কোথায় যাচ্ছিল ওই ভ্যানটি তাও খতিয়ে দেখছে পুলিশ । শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে গৌরি শঙ্কর গোয়েল বলেন, আমাদের এখান থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য বিভিন্ন গাড়িকে টোকেন জারি করেছিলাম । কিন্তু সে অবৈধভাবে কোনও রেশনের সামগ্রী নিয়ে আসবে তার জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি ।