ETV Bharat / state

Jalpaiguri Forest Department: জলপাইগুড়িতেই থাকছে মুখ্য বনপালের দফতর, জানালেন বনমন্ত্রী

author img

By

Published : Jul 30, 2022, 9:09 PM IST

জলপাইগুড়িতেই থাকছে মুখ্য বনপালের দফতর (Office of Chief Forest Officer Not Move from Jalpaiguri Says Minister Jyotipriya Mallick) ৷ শিলিগুড়িতে ওই দফতর সরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, স্থানীয় তৃণমূল নেতৃত্বের আপত্তিতেই এই সিদ্ধান্ত প্রত্যাহার বলে মনে করা হচ্ছে ৷

Office of Chief Forest Officer Not Move from Jalpaiguri Says Minister Jyotipriya Mallick
Office of Chief Forest Officer Not Move from Jalpaiguri Says Minister Jyotipriya Mallick

জলপাইগুড়ি, 30 জুলাই: মুখ্য বনপালের অফিস জলপাইগুড়ি থেকে সরছে না ৷ এমনটাই জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বরং উত্তরবঙ্গের জন্য দু’টি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানালেন তিনি (Office of Chief Forest Officer Not Move from Jalpaiguri Says Minister Jyotipriya Mallick) ৷ জলপাইগুড়ি থেকে মুখ্য বনপাল (বন্যপ্রাণী) অফিসকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হচ্ছে , এই খবর চাউর হতেই জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্ব ও সরকারি কর্মচারী ফেডারেশনের নেতারা বনমন্ত্রীকে বিষয়টি নিয়ে আপত্তি জানান ৷ কোনও অবস্থাতেই যাতে ওই দফতর জলপাইগুড়ি থেকে স্থানান্তরিত করা না, সেই অনুরোধ করা হয় ৷ এর পরেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁদের আশ্বস্ত করেন ৷

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেই সবচেয়ে বেশি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য রয়েছে ৷ এখানেই বন বিভাগের সদর দফতর ৷ কিন্তু, হঠাৎ করে মুখ্য বনপালের অফিস শিলিগুড়িতে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে শাসকদলের স্থানীয় নেতৃত্ব ৷ তার পরেই মন্ত্রী জানান, পুরনো দফতর থেকেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কাজ পরিচালনা করবেন মুখ্য বনপাল ৷

জলপাইগুড়িতেই থাকছে মুখ্য বনপালের দফতর

বনমন্ত্রী বলেন, ‘‘আমরা উত্তরবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সকে শক্তিশালী করছি ৷ তাদের গাড়ি দেওয়া হচ্ছে ৷ অত্যাধুনিক হাতিয়ার-সহ অনান্য উপকরণ দেওয়া হচ্ছে ৷ যাতে তারা রাতেও ভালো করে কাজ করতে পারেন ৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য এই স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে ৷’’

আরও পড়ুন: মাওবাদী আতঙ্কে বন্ধ পুরুলিয়া বন দফতরের অফিস, আজ থেকে ফের কাজ শুরু

মন্ত্রী আরও জানান, শিলিগুড়িতে বন দফতরের একটা হেডকোয়ার্টার করা হচ্ছে ৷ বন দফতরের যে সব অফিস শিলিগুড়িতে ভাড়া বাড়িতে চলছে, সেগুলিকে একটি নির্দিষ্ট নিজস্ব ভবনে নিয়ে আসা হচ্ছে ৷ কারণ, প্রত্যেক বছরেই বাড়ি ভাড়া বেড়েই চলেছে ৷ সেই টাকা বাঁচাতেই বন দফতরের নিজস্ব ভবন তৈরির কথা জানিয়েছেন তিনি ৷

জলপাইগুড়ি, 30 জুলাই: মুখ্য বনপালের অফিস জলপাইগুড়ি থেকে সরছে না ৷ এমনটাই জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বরং উত্তরবঙ্গের জন্য দু’টি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানালেন তিনি (Office of Chief Forest Officer Not Move from Jalpaiguri Says Minister Jyotipriya Mallick) ৷ জলপাইগুড়ি থেকে মুখ্য বনপাল (বন্যপ্রাণী) অফিসকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হচ্ছে , এই খবর চাউর হতেই জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্ব ও সরকারি কর্মচারী ফেডারেশনের নেতারা বনমন্ত্রীকে বিষয়টি নিয়ে আপত্তি জানান ৷ কোনও অবস্থাতেই যাতে ওই দফতর জলপাইগুড়ি থেকে স্থানান্তরিত করা না, সেই অনুরোধ করা হয় ৷ এর পরেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁদের আশ্বস্ত করেন ৷

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেই সবচেয়ে বেশি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য রয়েছে ৷ এখানেই বন বিভাগের সদর দফতর ৷ কিন্তু, হঠাৎ করে মুখ্য বনপালের অফিস শিলিগুড়িতে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে শাসকদলের স্থানীয় নেতৃত্ব ৷ তার পরেই মন্ত্রী জানান, পুরনো দফতর থেকেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কাজ পরিচালনা করবেন মুখ্য বনপাল ৷

জলপাইগুড়িতেই থাকছে মুখ্য বনপালের দফতর

বনমন্ত্রী বলেন, ‘‘আমরা উত্তরবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সকে শক্তিশালী করছি ৷ তাদের গাড়ি দেওয়া হচ্ছে ৷ অত্যাধুনিক হাতিয়ার-সহ অনান্য উপকরণ দেওয়া হচ্ছে ৷ যাতে তারা রাতেও ভালো করে কাজ করতে পারেন ৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য এই স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে ৷’’

আরও পড়ুন: মাওবাদী আতঙ্কে বন্ধ পুরুলিয়া বন দফতরের অফিস, আজ থেকে ফের কাজ শুরু

মন্ত্রী আরও জানান, শিলিগুড়িতে বন দফতরের একটা হেডকোয়ার্টার করা হচ্ছে ৷ বন দফতরের যে সব অফিস শিলিগুড়িতে ভাড়া বাড়িতে চলছে, সেগুলিকে একটি নির্দিষ্ট নিজস্ব ভবনে নিয়ে আসা হচ্ছে ৷ কারণ, প্রত্যেক বছরেই বাড়ি ভাড়া বেড়েই চলেছে ৷ সেই টাকা বাঁচাতেই বন দফতরের নিজস্ব ভবন তৈরির কথা জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.