ETV Bharat / state

NRC আতঙ্ক থেকে মুক্তি দিক মুখ্যমন্ত্রী, দাবি নস্যশেখ সম্প্রদায়ের - mamata banerjee

NRC আতঙ্কে জলপাইগুড়ির নস্যশেখ সম্প্রদায়, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ৷

NRC আতঙ্কে জলপাইগুড়ির নস্যশেখ সম্প্রদায়, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ৷
author img

By

Published : Oct 22, 2019, 4:50 AM IST

জলপাইগুড়ি, 22 অক্টোবর : NRC এর আতঙ্কের রাতে ঘুম নেই । সারাদিন আতঙ্ক ৷ এই আতঙ্ক থেকে মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করল নস্যশেখ সম্প্রদায় । মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই নস্যশেখদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানাল তারা ৷ গতকাল নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির নেতৃত্বে জেলাশাসকের দপ্তর কয়েক হাজার নস্যশেখ উন্নয়ন পরিষদের সদস্যরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন৷ সাম্প্রতিক কালে এত বড় জমায়েত জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে হয়নি বলে দাবি পুলিশের ।

নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান বলেন, ''আমরা চারটি দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে এসেছি । নস্যশেখ উন্নয়ন পরিষদের নামে সবাইকে একজোট হবার আহ্বান করেছি ।এখন আমরা NRC এর আতঙ্কে ভুগছি । অনুন্নয়ন রয়েছে । NRC থেকে সুরক্ষার জন্য সরকার জাতে উদ্যোগী হয় সেই দাবি আমরা রাখছি । বিভিন্ন জনজাতির জন্য রাজ্য সরকার উন্নয়ন পর্ষদ গঠন করেছে । নস্যশেখরা অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত তাই আমাদের নস্যশেখ উন্নয়ন পর্ষদের দাবি করছি ।''

image
নস্যশেখদের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গের সফরের মাঝে দেখা করার দাবি করা হয় । যাঁদের জমির কাগজে সমস্যা রয়েছে, তাঁরা সেই কাগজপত্রের কারণে অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ করা হয় ।

নস্যশেখদের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গের সফরের মাঝে দেখা করার দাবি করা হয় । যাঁদের জমির কাগজে সমস্যা রয়েছে, তাঁরা সেই কাগজপত্রের কারণে অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ করা হয় । রাজ্য সরকারের আর্কাইভের যে সমস্ত নথি আছে তা ব্লক ও অঞ্চলে দেওয়ার দাবি করা হয় গতকাল । রহমান বলেন, '' আমরা কামতাপুরি ভাষায় কথা বলি । আমাদের ভাষা অ্যাকাডেমি হয়েছে । আমরা চাই আগামী 2020 সালের শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু হোক ।'' তবে সবার আগে NRC ইশুতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন তাঁরা ৷

গতকাল জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া থেকে জমায়েত হয়ে নস্যশেখ উন্নয়ন সমিতির সদস্যরা গৌড়ীয় মঠ হয়ে ডিবিসি রোড, থানা মোড় হয়ে জেলাশাসকের দপ্তরে কয়েক হাজার সমর্থকদের মিছিল নিয়ে জেলাশাসকের দপ্তরে পৌঁছান ।

জলপাইগুড়ি, 22 অক্টোবর : NRC এর আতঙ্কের রাতে ঘুম নেই । সারাদিন আতঙ্ক ৷ এই আতঙ্ক থেকে মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করল নস্যশেখ সম্প্রদায় । মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই নস্যশেখদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানাল তারা ৷ গতকাল নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির নেতৃত্বে জেলাশাসকের দপ্তর কয়েক হাজার নস্যশেখ উন্নয়ন পরিষদের সদস্যরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন৷ সাম্প্রতিক কালে এত বড় জমায়েত জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে হয়নি বলে দাবি পুলিশের ।

নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান বলেন, ''আমরা চারটি দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে এসেছি । নস্যশেখ উন্নয়ন পরিষদের নামে সবাইকে একজোট হবার আহ্বান করেছি ।এখন আমরা NRC এর আতঙ্কে ভুগছি । অনুন্নয়ন রয়েছে । NRC থেকে সুরক্ষার জন্য সরকার জাতে উদ্যোগী হয় সেই দাবি আমরা রাখছি । বিভিন্ন জনজাতির জন্য রাজ্য সরকার উন্নয়ন পর্ষদ গঠন করেছে । নস্যশেখরা অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত তাই আমাদের নস্যশেখ উন্নয়ন পর্ষদের দাবি করছি ।''

image
নস্যশেখদের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গের সফরের মাঝে দেখা করার দাবি করা হয় । যাঁদের জমির কাগজে সমস্যা রয়েছে, তাঁরা সেই কাগজপত্রের কারণে অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ করা হয় ।

নস্যশেখদের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গের সফরের মাঝে দেখা করার দাবি করা হয় । যাঁদের জমির কাগজে সমস্যা রয়েছে, তাঁরা সেই কাগজপত্রের কারণে অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ করা হয় । রাজ্য সরকারের আর্কাইভের যে সমস্ত নথি আছে তা ব্লক ও অঞ্চলে দেওয়ার দাবি করা হয় গতকাল । রহমান বলেন, '' আমরা কামতাপুরি ভাষায় কথা বলি । আমাদের ভাষা অ্যাকাডেমি হয়েছে । আমরা চাই আগামী 2020 সালের শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু হোক ।'' তবে সবার আগে NRC ইশুতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন তাঁরা ৷

গতকাল জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া থেকে জমায়েত হয়ে নস্যশেখ উন্নয়ন সমিতির সদস্যরা গৌড়ীয় মঠ হয়ে ডিবিসি রোড, থানা মোড় হয়ে জেলাশাসকের দপ্তরে কয়েক হাজার সমর্থকদের মিছিল নিয়ে জেলাশাসকের দপ্তরে পৌঁছান ।

Intro:জলপাইগুড়িঃঃ NRC এর আতঙ্কের রাতে ঘুমোতে পারছে না।NRC এর আতঙ্ক থেকে মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি উঠল। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই নস্যশেখ জনজাতির জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানাল।

NRC এর আতঙ্কে ভুগছে এদিন নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির নেতৃত্বে জেলাশাসকের দপ্তর কয়েক হাজার নস্যশেখ উন্নয়ন পরিষদের সদস্যরা জমায়েত হয়ে দাবি দাবা নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন৷ সাম্প্রতিক কালে এত বড় জমায়েত জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে হয়নি বলে দাবি পুলিশের।
Body:এদিন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান জানান আমরা চারটি দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে এসেছি।আমরা নস্যশেখ উন্নয়ন পরিষদের নামে আমরা সবাইকে একজোট হবার আহ্বান করেছি।এখন আমরা NRC এর আতঙজে ভুগছি।অনুন্নয়ন রয়েছে।NRC থেকে সুরক্ষার জন্য সরকার জাতে উদ্যোগী হয় সেই দাবি আমরা রাখছি। বিভিন্ন জনজাতির জন্য রাজ্য সরকার উন্নয়ন পর্ষদ গঠন করেছে। নস্যশেখরা ওবিসি তালিকা ভুক্ত তাই আমাদের নস্যশেখ উন্নয়ন পর্ষদের দাবি করছি।মুখ্যমন্ত্রীর সাথে যাতে আমরা উত্তরবঙ্গের সফরের মাঝে দেখা করতে পারি তার দাবি করেছি। আমাদের যাদের জমির কাগজপত্রের গোলমাল আছে সেই কাগজপত্রের জন্য অনেকে রাতে ঘুমোতে পারছে না।রাজ্য সরকারের আর্কাইভের যে সমস্ত নথি আছে তা ব্লক ও অঞ্চলে দেওয়া হয় তার দাবি আমরা করছি। তাতে এই মানুষগুলো শান্তিতে ঘুমোতে পারবে।আমরা কামতাপুরি ভাষায় কথা বলি।আমাদের ভাষা অ্যাকাডেমি হয়েছে।আমরা চাই আগামি ২০২০ সালের শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে কামতাপুরি ভাষায় পঠন পাঠনের দাবি আমরা করছি।
Conclusion:এদিন জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া থেকে জমায়েত হয়ে নস্যশেখ উন্নয়ন সমিতির সদস্যরা গৌড়ীয় মঠ হয়েছে ডিবিসি রোড, থানা মোড় হয়ে জেলাশাসকের দপ্তরে কয়েক হাজার সমর্থকদের নিয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরে আসেন।এদিন সমাবেশে যত মানুষ এসেছিল সেই তুলনায় পুলিশ কর্মির সংখ্যা তেমন চীখে পরেনি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.