জলপাইগুড়ি, 22 অক্টোবর : NRC এর আতঙ্কের রাতে ঘুম নেই । সারাদিন আতঙ্ক ৷ এই আতঙ্ক থেকে মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করল নস্যশেখ সম্প্রদায় । মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই নস্যশেখদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানাল তারা ৷ গতকাল নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির নেতৃত্বে জেলাশাসকের দপ্তর কয়েক হাজার নস্যশেখ উন্নয়ন পরিষদের সদস্যরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন৷ সাম্প্রতিক কালে এত বড় জমায়েত জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে হয়নি বলে দাবি পুলিশের ।
নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান বলেন, ''আমরা চারটি দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে এসেছি । নস্যশেখ উন্নয়ন পরিষদের নামে সবাইকে একজোট হবার আহ্বান করেছি ।এখন আমরা NRC এর আতঙ্কে ভুগছি । অনুন্নয়ন রয়েছে । NRC থেকে সুরক্ষার জন্য সরকার জাতে উদ্যোগী হয় সেই দাবি আমরা রাখছি । বিভিন্ন জনজাতির জন্য রাজ্য সরকার উন্নয়ন পর্ষদ গঠন করেছে । নস্যশেখরা অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত তাই আমাদের নস্যশেখ উন্নয়ন পর্ষদের দাবি করছি ।''
নস্যশেখদের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গের সফরের মাঝে দেখা করার দাবি করা হয় । যাঁদের জমির কাগজে সমস্যা রয়েছে, তাঁরা সেই কাগজপত্রের কারণে অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ করা হয় । রাজ্য সরকারের আর্কাইভের যে সমস্ত নথি আছে তা ব্লক ও অঞ্চলে দেওয়ার দাবি করা হয় গতকাল । রহমান বলেন, '' আমরা কামতাপুরি ভাষায় কথা বলি । আমাদের ভাষা অ্যাকাডেমি হয়েছে । আমরা চাই আগামী 2020 সালের শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু হোক ।'' তবে সবার আগে NRC ইশুতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন তাঁরা ৷
গতকাল জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া থেকে জমায়েত হয়ে নস্যশেখ উন্নয়ন সমিতির সদস্যরা গৌড়ীয় মঠ হয়ে ডিবিসি রোড, থানা মোড় হয়ে জেলাশাসকের দপ্তরে কয়েক হাজার সমর্থকদের মিছিল নিয়ে জেলাশাসকের দপ্তরে পৌঁছান ।