ETV Bharat / state

বাড়ি ফিরে নস্ট্যালজিক মিমি, চড়লেন রিকশায়; বললেন "জিতবই" - election

আজ বাড়ি ফিরলেন জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী। তাই তাঁকে নিয়ে একটি র‍্যালির আয়োজন করে মিমি ফ্যানস ক্লাব।বাড়ি থেকে মিমি রিক্সায় চেপে খড়িয়া গ্রামপঞ্চায়েতের পাণ্ডাপাড়ায় কালিবাড়িতে পুজো দিতে যান।

মিমি চক্রবর্তী
author img

By

Published : Apr 15, 2019, 10:32 PM IST

Updated : Apr 15, 2019, 11:21 PM IST

জলপাইগুড়ি, 15 এপ্রিল : "আমি বলে দলে কিছু হয় না। আমরা-তে সংগঠন। আমরা-তে তৃণমূল। আমরা-তে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। আর তার নামই তৃণমূল কংগ্রেস।" আজ জলপাইগুড়িতে এসে একথা বললেন যাদবপুরের প্রার্থী মিমি চক্রবর্তী।

ভিডিয়োয় শুনুন মিমির বক্তব্য

আজ বাড়ি ফিরলেন জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী। তাই তাঁকে নিয়ে একটি র‍্যালির আয়োজন করে মিমি ফ্যানস ক্লাব। বাড়ি থেকে মিমি রিকশায় চেপে খড়িয়া গ্রামপঞ্চায়েতের পাণ্ডাপাড়ায় কালীবাড়িতে পুজো দিতে যান। ছোটোবেলায় মিমি সঞ্জয় পাসওয়ান নামে এক ব্যক্তির রিকশায় চেপে স্কুলে যেতেন। আজও তাঁরই রিকশায় কালীবাড়ি যান। পুজোর পর মিমি নবীন সংঘ ও পাঠাগারে যান। সেখানে মিমি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

সঞ্জয় বলেন, "ছোটোবেলা থেকে মিমিকে আমি ম্যাডাম বলেই ডাকি। ম্যাডামকে নিয়ে আমি স্কুল যেতাম রিকশা করে। দু'দিন আগে মিমির মাসি শিউলি চক্রবর্তী আমাকে জানান মিমি আসবে। তোমার রিকশাটা নিয়ে এসো। এতদিন পরে ম্যাডাম আমার রিকশায় চড়বেন। এটা শুনেই আমি অবাক হয়ে যাই।"

আজ জলপাইগুড়িতে এক নির্বাচনী প্রচার সভায় যোগ দিয়ে মিমি বলেন, "আপনারা আশীর্বাদ করলে আমি নেত্রী হয়ে নয়, কর্মী হয়ে এগিয়ে যেতে চাই। অনেকে বলেছেন মিমির অভিজ্ঞতা নেই। কিন্তু, আমি বিশ্বাস করি, মানুষের বাড়িতে শান্তি এনে দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য অভিজ্ঞতার দরকার হয় না। আমি নির্বাচনী সভা করার সময় যখন মানুষ আমার জিপের সামনে আসে তখন তাদের মুখে আমি বিশ্বাস দেখতে পাই। সেই বিশ্বাস থেকে বলছি আমি পারব। আমি জিতব। তাই চুপচাপ জোড়াফুলে ছাপ।"

জলপাইগুড়ি, 15 এপ্রিল : "আমি বলে দলে কিছু হয় না। আমরা-তে সংগঠন। আমরা-তে তৃণমূল। আমরা-তে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। আর তার নামই তৃণমূল কংগ্রেস।" আজ জলপাইগুড়িতে এসে একথা বললেন যাদবপুরের প্রার্থী মিমি চক্রবর্তী।

ভিডিয়োয় শুনুন মিমির বক্তব্য

আজ বাড়ি ফিরলেন জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী। তাই তাঁকে নিয়ে একটি র‍্যালির আয়োজন করে মিমি ফ্যানস ক্লাব। বাড়ি থেকে মিমি রিকশায় চেপে খড়িয়া গ্রামপঞ্চায়েতের পাণ্ডাপাড়ায় কালীবাড়িতে পুজো দিতে যান। ছোটোবেলায় মিমি সঞ্জয় পাসওয়ান নামে এক ব্যক্তির রিকশায় চেপে স্কুলে যেতেন। আজও তাঁরই রিকশায় কালীবাড়ি যান। পুজোর পর মিমি নবীন সংঘ ও পাঠাগারে যান। সেখানে মিমি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

সঞ্জয় বলেন, "ছোটোবেলা থেকে মিমিকে আমি ম্যাডাম বলেই ডাকি। ম্যাডামকে নিয়ে আমি স্কুল যেতাম রিকশা করে। দু'দিন আগে মিমির মাসি শিউলি চক্রবর্তী আমাকে জানান মিমি আসবে। তোমার রিকশাটা নিয়ে এসো। এতদিন পরে ম্যাডাম আমার রিকশায় চড়বেন। এটা শুনেই আমি অবাক হয়ে যাই।"

আজ জলপাইগুড়িতে এক নির্বাচনী প্রচার সভায় যোগ দিয়ে মিমি বলেন, "আপনারা আশীর্বাদ করলে আমি নেত্রী হয়ে নয়, কর্মী হয়ে এগিয়ে যেতে চাই। অনেকে বলেছেন মিমির অভিজ্ঞতা নেই। কিন্তু, আমি বিশ্বাস করি, মানুষের বাড়িতে শান্তি এনে দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য অভিজ্ঞতার দরকার হয় না। আমি নির্বাচনী সভা করার সময় যখন মানুষ আমার জিপের সামনে আসে তখন তাদের মুখে আমি বিশ্বাস দেখতে পাই। সেই বিশ্বাস থেকে বলছি আমি পারব। আমি জিতব। তাই চুপচাপ জোড়াফুলে ছাপ।"

Last Updated : Apr 15, 2019, 11:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.