ETV Bharat / state

Jalpaiguri Central Correctional Home : বন্দিদের আত্মীয়দের বসার জায়গা নেই জলপাইগুড়ি সংশোধনাগারে, ব্যবস্থার আশ্বাস পুলিশ কর্তার - Jalpaiguri Central Correctional Home

1883 সালে তৈরি হওয়া জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে এখন প্রায় 1300 বন্দি রয়েছে ৷ কিন্তু তাদের সঙ্গে দেখা করতে আত্মীয়দের বসার জায়গা নেই বলে অভিযোগ (No Visiting Room for Prisoners Relatives at Jalpaiguri Central Correctional Home) ৷ শনিবার ওই সংশোধনাগার পরিদর্শন করতে যান পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (কারা) পীযূষ পান্ডে ৷ তিনি একমাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ৷

no visiting room for prisoners relatives at jalpaiguri central correctional home
Jalpaiguri Central Correctional Home : আবাসিকদের আত্মীয়দের বসার জায়গা নেই জলপাইগুড়ি সংশোধনাগারে, সমস্যা সমাধানের আশ্বাস পুলিশ কর্তার
author img

By

Published : Mar 5, 2022, 5:49 PM IST

জলপাইগুড়ি, 5 মার্চ : জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের আত্মীয়দের বসার কোনও জায়গা নেই (No Visiting Room for Prisoners Relatives at Jalpaiguri Central Correctional Home) । সংশোধনাগারে বন্দি আবাসিকদের সঙ্গে পরিজনরা দেখা করতে এলে তাঁরা বসার জায়গা পান না ৷ অথচ বসার জায়গা থাকলেও তা চালু হয়নি বলে অভিযোগ ৷ এছাড়া ওই সংশোধনাগারে বন্দিদের জন্য অন্য পরিষেবার হালও ভাল নয় বলে অভিযোগ ৷

শনিবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার (Jalpaiguri Central Correctional Home) পরিদর্শন করতে এসে এই অভিযোগের মুখোমুখি হতে হল পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (কারা) পীযূষ পান্ডেকে ৷ তিনি একমাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারটি তৈরি হয়েছিল 1883 সালে । এখন সেখানে প্রায় 1300 বন্দি রয়েছে । তাদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে এলে বসার জায়গা পান না । গাছতলায় বা সংশোধনাগারের কোনও একটা জায়গায় আশ্রয় নিতে হয় তাঁদের ।

আবাসিকদের আত্মীয়দের বসার জায়গা নেই জলপাইগুড়ি সংশোধনাগারে, সমস্যা সমাধানের আশ্বাস পুলিশ কর্তার

যেখানে বন্দিদের বসার জায়গা রয়েছে সেটার অবস্থাও খুব খারাপ ৷ ঘরের ভেতরে শিকড় হয়ে গিয়েছে । 2019 সালে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের নতুন জেল গেট ও ইন্টারভিউ রুমের উদ্বোধন হয়েছিল । এছাড়া 1 কোটি 30 লক্ষ টাকা ব্যয়ে জেল গেট, জেল সুপারের অফিস-সহ আরও সুপার ও জেলারদের আবাসন তৈরি করা হয়েছে । কিন্তু নতুন গেট ও আবাসিকদের ভিজিটিং রুম চালু না হওয়ার ফলে বিপাকে বন্দিদের পরিবার । কোভিডের কারণে তা চালু করা যায়নি বলে জানানো হয়েছে সংশোধানাগারের তরফে ।

এদিকে শনিবার এডিজি কারা পীযূষ পান্ডে বলেন, ‘‘জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের যে গেট ও বন্দিদের সঙ্গে দেখা করার জন্য যে ভিজিটিং রুম বানানো হয়েছিল, তা আগামী এক মাসের মধ্যে চালু করা হবে । আমরা জানি আবাসিকদের বসার কোনও ব্যবস্থা সেই অর্থে নেই । তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি ।’’

আরও পড়ুন : Maid alleges assault: চোর সন্দেহে পরিচারিকাকে বেঁধে মারধরের অভিযোগ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, 5 মার্চ : জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের আত্মীয়দের বসার কোনও জায়গা নেই (No Visiting Room for Prisoners Relatives at Jalpaiguri Central Correctional Home) । সংশোধনাগারে বন্দি আবাসিকদের সঙ্গে পরিজনরা দেখা করতে এলে তাঁরা বসার জায়গা পান না ৷ অথচ বসার জায়গা থাকলেও তা চালু হয়নি বলে অভিযোগ ৷ এছাড়া ওই সংশোধনাগারে বন্দিদের জন্য অন্য পরিষেবার হালও ভাল নয় বলে অভিযোগ ৷

শনিবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার (Jalpaiguri Central Correctional Home) পরিদর্শন করতে এসে এই অভিযোগের মুখোমুখি হতে হল পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (কারা) পীযূষ পান্ডেকে ৷ তিনি একমাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারটি তৈরি হয়েছিল 1883 সালে । এখন সেখানে প্রায় 1300 বন্দি রয়েছে । তাদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করতে এলে বসার জায়গা পান না । গাছতলায় বা সংশোধনাগারের কোনও একটা জায়গায় আশ্রয় নিতে হয় তাঁদের ।

আবাসিকদের আত্মীয়দের বসার জায়গা নেই জলপাইগুড়ি সংশোধনাগারে, সমস্যা সমাধানের আশ্বাস পুলিশ কর্তার

যেখানে বন্দিদের বসার জায়গা রয়েছে সেটার অবস্থাও খুব খারাপ ৷ ঘরের ভেতরে শিকড় হয়ে গিয়েছে । 2019 সালে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের নতুন জেল গেট ও ইন্টারভিউ রুমের উদ্বোধন হয়েছিল । এছাড়া 1 কোটি 30 লক্ষ টাকা ব্যয়ে জেল গেট, জেল সুপারের অফিস-সহ আরও সুপার ও জেলারদের আবাসন তৈরি করা হয়েছে । কিন্তু নতুন গেট ও আবাসিকদের ভিজিটিং রুম চালু না হওয়ার ফলে বিপাকে বন্দিদের পরিবার । কোভিডের কারণে তা চালু করা যায়নি বলে জানানো হয়েছে সংশোধানাগারের তরফে ।

এদিকে শনিবার এডিজি কারা পীযূষ পান্ডে বলেন, ‘‘জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের যে গেট ও বন্দিদের সঙ্গে দেখা করার জন্য যে ভিজিটিং রুম বানানো হয়েছিল, তা আগামী এক মাসের মধ্যে চালু করা হবে । আমরা জানি আবাসিকদের বসার কোনও ব্যবস্থা সেই অর্থে নেই । তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি ।’’

আরও পড়ুন : Maid alleges assault: চোর সন্দেহে পরিচারিকাকে বেঁধে মারধরের অভিযোগ জলপাইগুড়িতে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.