ETV Bharat / state

No Threat from KLO : বিষহীন কেএলও থেকে কোনও ক্ষতির আশঙ্কা নেই ; জানালেন সেনা আধিকারিক - No Threat from KLO

কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের তরফ থেকে কোনও ক্ষতির আশঙ্কা নেই (No Threat from KLO) বলে জানালেন 33 ত্রিশক্তি কোরের কমান্ডিং অফিসার তপনকুমার আইচ (No Threat from KLO Says 33 Trishakti Core GoC) ৷ কেএলও নাগরিকদের ভয় দেখানো ও নিজেদের প্রচারে রাখার চেষ্টা করছে বলে জানান তিনি ৷

no-threat-from-klo-says-33-trishakti-core-goc
no-threat-from-klo-says-33-trishakti-core-goc
author img

By

Published : Apr 11, 2022, 3:29 PM IST

Updated : Apr 11, 2022, 7:50 PM IST

জলপাইগুড়ি, 11 এপ্রিল : উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠন কেএলও-র কোনও কার্যকলাপ নেই বলে জানালেন ভারতীয় সেনার 33 ত্রিশক্তি কোরের জিওসি তরুণ কুমার আইচ (No Threat from KLO Says 33 Trishakti Core GoC) ৷ তিনি জানিয়েছেন, কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের নামে কেবলই প্রচার করা হচ্ছে ৷ এই জঙ্গি সংগঠন থেকে কোনও আঘাত আসার সম্ভাবনা নেই ৷ ভারত-চিন সীমান্তের সিকিম ও উত্তরবঙ্গ সম্পূর্ণ নিরাপদ ৷ এমনটাই জানালেন উত্তরবঙ্গ ও সিকিমের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর 33 ত্রিশক্তি কোরের এই সেনা আধিকারিক ৷

ওই সেনা আধিকারিক জানিয়েছেন, মাঝে মধ্যেই শোনা যায় কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং ভিডিয়ো বার্তা দেয় ৷ তাদের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করা হয় ৷ কিন্তু, সেই ভিডিয়ো বার্তাকে গুরুত্ব দিতে নারাজ তিনি ৷ কারণ, স্থানীয় পুলিশ প্রশাসনও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না ৷ মনে করা হচ্ছে, নিজেদের অস্তিত্বের কথা জানিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে ৷ কিন্তু, কেএলও’র কোনও শক্তি নেই যে, তারা কোনও হামলা বা নাশকতা করবে ৷

আরও পড়ুন : KLO Militant Mrinal Barman Arrest : ফের শিলিগুড়িতে গ্রেফতার কেএলও জঙ্গি, এবারও জীবন সিংহের সঙ্গী যোশী

বাহিনীর 33 ত্রিশক্তি কোরের জেনারেল অফিসার অফ কমান্ডিং তরুণ কুমার আইচ বলেন, ‘‘উত্তরবঙ্গ ও সিকিমের নিরাপত্তার জন্য আমরা তৈরি আছি ৷ কোনওরকম থ্রেট আমাদের কাছে নেই (No Threat from KLO) । আমরা সম্পূর্ণ নিরাপদ আছি ৷ আমাদের সঙ্গে আধাসামরিক বাহিনী-সহ জেলা প্রশাসন আছে ৷ আমাদের যৌথ কমিটিও রয়েছে ৷ ভারত-চিন সীমান্তের পূর্ব সিকিম, উত্তর সিকিমে বর্ডারে সেনাবাহিনীর যাতায়াতের জন্য রাস্তা আরও ভাল করা হচ্ছে ৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও’র কোনও অস্তিত্ব নেই ৷ এই জঙ্গি সংগঠনের কোনও কার্যকলাপ নেই ৷ কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের নামে প্রচার করা হচ্ছে ৷ এই জঙ্গি গোষ্ঠীর থেকে কোনও আঘাত আসার সম্ভাবনা নেই ৷’’

জলপাইগুড়ি, 11 এপ্রিল : উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠন কেএলও-র কোনও কার্যকলাপ নেই বলে জানালেন ভারতীয় সেনার 33 ত্রিশক্তি কোরের জিওসি তরুণ কুমার আইচ (No Threat from KLO Says 33 Trishakti Core GoC) ৷ তিনি জানিয়েছেন, কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের নামে কেবলই প্রচার করা হচ্ছে ৷ এই জঙ্গি সংগঠন থেকে কোনও আঘাত আসার সম্ভাবনা নেই ৷ ভারত-চিন সীমান্তের সিকিম ও উত্তরবঙ্গ সম্পূর্ণ নিরাপদ ৷ এমনটাই জানালেন উত্তরবঙ্গ ও সিকিমের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর 33 ত্রিশক্তি কোরের এই সেনা আধিকারিক ৷

ওই সেনা আধিকারিক জানিয়েছেন, মাঝে মধ্যেই শোনা যায় কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং ভিডিয়ো বার্তা দেয় ৷ তাদের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করা হয় ৷ কিন্তু, সেই ভিডিয়ো বার্তাকে গুরুত্ব দিতে নারাজ তিনি ৷ কারণ, স্থানীয় পুলিশ প্রশাসনও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না ৷ মনে করা হচ্ছে, নিজেদের অস্তিত্বের কথা জানিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে ৷ কিন্তু, কেএলও’র কোনও শক্তি নেই যে, তারা কোনও হামলা বা নাশকতা করবে ৷

আরও পড়ুন : KLO Militant Mrinal Barman Arrest : ফের শিলিগুড়িতে গ্রেফতার কেএলও জঙ্গি, এবারও জীবন সিংহের সঙ্গী যোশী

বাহিনীর 33 ত্রিশক্তি কোরের জেনারেল অফিসার অফ কমান্ডিং তরুণ কুমার আইচ বলেন, ‘‘উত্তরবঙ্গ ও সিকিমের নিরাপত্তার জন্য আমরা তৈরি আছি ৷ কোনওরকম থ্রেট আমাদের কাছে নেই (No Threat from KLO) । আমরা সম্পূর্ণ নিরাপদ আছি ৷ আমাদের সঙ্গে আধাসামরিক বাহিনী-সহ জেলা প্রশাসন আছে ৷ আমাদের যৌথ কমিটিও রয়েছে ৷ ভারত-চিন সীমান্তের পূর্ব সিকিম, উত্তর সিকিমে বর্ডারে সেনাবাহিনীর যাতায়াতের জন্য রাস্তা আরও ভাল করা হচ্ছে ৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও’র কোনও অস্তিত্ব নেই ৷ এই জঙ্গি সংগঠনের কোনও কার্যকলাপ নেই ৷ কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের নামে প্রচার করা হচ্ছে ৷ এই জঙ্গি গোষ্ঠীর থেকে কোনও আঘাত আসার সম্ভাবনা নেই ৷’’

Last Updated : Apr 11, 2022, 7:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.