জলপাইগুড়ি, 11 এপ্রিল : উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠন কেএলও-র কোনও কার্যকলাপ নেই বলে জানালেন ভারতীয় সেনার 33 ত্রিশক্তি কোরের জিওসি তরুণ কুমার আইচ (No Threat from KLO Says 33 Trishakti Core GoC) ৷ তিনি জানিয়েছেন, কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের নামে কেবলই প্রচার করা হচ্ছে ৷ এই জঙ্গি সংগঠন থেকে কোনও আঘাত আসার সম্ভাবনা নেই ৷ ভারত-চিন সীমান্তের সিকিম ও উত্তরবঙ্গ সম্পূর্ণ নিরাপদ ৷ এমনটাই জানালেন উত্তরবঙ্গ ও সিকিমের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর 33 ত্রিশক্তি কোরের এই সেনা আধিকারিক ৷
ওই সেনা আধিকারিক জানিয়েছেন, মাঝে মধ্যেই শোনা যায় কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং ভিডিয়ো বার্তা দেয় ৷ তাদের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করা হয় ৷ কিন্তু, সেই ভিডিয়ো বার্তাকে গুরুত্ব দিতে নারাজ তিনি ৷ কারণ, স্থানীয় পুলিশ প্রশাসনও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না ৷ মনে করা হচ্ছে, নিজেদের অস্তিত্বের কথা জানিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে ৷ কিন্তু, কেএলও’র কোনও শক্তি নেই যে, তারা কোনও হামলা বা নাশকতা করবে ৷
আরও পড়ুন : KLO Militant Mrinal Barman Arrest : ফের শিলিগুড়িতে গ্রেফতার কেএলও জঙ্গি, এবারও জীবন সিংহের সঙ্গী যোশী
বাহিনীর 33 ত্রিশক্তি কোরের জেনারেল অফিসার অফ কমান্ডিং তরুণ কুমার আইচ বলেন, ‘‘উত্তরবঙ্গ ও সিকিমের নিরাপত্তার জন্য আমরা তৈরি আছি ৷ কোনওরকম থ্রেট আমাদের কাছে নেই (No Threat from KLO) । আমরা সম্পূর্ণ নিরাপদ আছি ৷ আমাদের সঙ্গে আধাসামরিক বাহিনী-সহ জেলা প্রশাসন আছে ৷ আমাদের যৌথ কমিটিও রয়েছে ৷ ভারত-চিন সীমান্তের পূর্ব সিকিম, উত্তর সিকিমে বর্ডারে সেনাবাহিনীর যাতায়াতের জন্য রাস্তা আরও ভাল করা হচ্ছে ৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও’র কোনও অস্তিত্ব নেই ৷ এই জঙ্গি সংগঠনের কোনও কার্যকলাপ নেই ৷ কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের নামে প্রচার করা হচ্ছে ৷ এই জঙ্গি গোষ্ঠীর থেকে কোনও আঘাত আসার সম্ভাবনা নেই ৷’’