ETV Bharat / state

দুস্থদের 20 কুইন্টাল সবজি বিলি জলপাইগুড়ির এক সংগঠনের

সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা গরিবদের হাতে চাল, ডাল তুলে দিচ্ছে । কিন্তু, তাদের সবজিরও প্রয়োজন । তাই আজ প্রায় 20 কুইন্টাল সবজি বিলি করল জলপাইগুড়ির এক সংগঠন ।

দুস্থদের 20 কুইন্টাল সবজি বিলি জলপাইগুড়ির এক সংগঠনের
দুস্থদের 20 কুইন্টাল সবজি বিলি জলপাইগুড়ির এক সংগঠনের
author img

By

Published : May 3, 2020, 8:43 PM IST

জলপাইগুড়ি, 3 মে : চাল, ডালের পাশাপাশি গরিব-দুস্থদের 20 কুইন্টাল সবজি বিলি করল জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন । লকডাউনের মধ্যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন চাল, ডাল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ত্রাণ সামগ্রী বিলি করছে । সবাই চাল দিলেও সবজির ব্যবস্থা কেউ করেনি । এদিকে বাজারে গিয়ে সবজি কিনতেও লাগবে টাকা । দিন আনা দিন খাওয়া পরিবারগুলির জন্য সবজি কিনে খাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল । তাই এলাকার গরিব-দুস্থদের মাঝে কয়েক কুইন্টাল সবজি বিতরণ করল জলপাইগুড়ি এক স্বেচ্ছাসেবী সংগঠন ।

জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাশে সুকান্ত নগর কলোনিতে কয়েক কুইন্টাল কাঁচা সবজি বিলি করল তারা । ওই সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস বলেন, "গরিব মানুষকে অনেকেই চাল, ডাল দিচ্ছে, কিন্তু খাবে কী । প্রতিদিন শুধু ডাল ভাত তো খাওয়া যায় না । সবজিরও দরকার । তাই আমরা সবজি কিনে আজ সাধারণ মানুষের মধ্যে বিলি করলাম ।"

300জনের প্রত্যেককে সাত কেজি করে সবজি দেয় এই সংগঠন
300জনের প্রত্যেককে সাত কেজি করে সবজি দেয় এই সংগঠন

জলপাইগুড়ির সেন পাড়া, সুকান্ত নগর কলোনিতে প্রায় 300জনের প্রত্যেককে সাতকেজি করে সবজি দেওয়া হয় । তার মধ্যে ছিল উচ্ছে, কুমড়ো, বাধাকপি, ফুলকপি, গাজর, স্কোয়াশ, লঙ্কা, টমেটো, শশা ।

জলপাইগুড়ি, 3 মে : চাল, ডালের পাশাপাশি গরিব-দুস্থদের 20 কুইন্টাল সবজি বিলি করল জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন । লকডাউনের মধ্যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন চাল, ডাল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ত্রাণ সামগ্রী বিলি করছে । সবাই চাল দিলেও সবজির ব্যবস্থা কেউ করেনি । এদিকে বাজারে গিয়ে সবজি কিনতেও লাগবে টাকা । দিন আনা দিন খাওয়া পরিবারগুলির জন্য সবজি কিনে খাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল । তাই এলাকার গরিব-দুস্থদের মাঝে কয়েক কুইন্টাল সবজি বিতরণ করল জলপাইগুড়ি এক স্বেচ্ছাসেবী সংগঠন ।

জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাশে সুকান্ত নগর কলোনিতে কয়েক কুইন্টাল কাঁচা সবজি বিলি করল তারা । ওই সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস বলেন, "গরিব মানুষকে অনেকেই চাল, ডাল দিচ্ছে, কিন্তু খাবে কী । প্রতিদিন শুধু ডাল ভাত তো খাওয়া যায় না । সবজিরও দরকার । তাই আমরা সবজি কিনে আজ সাধারণ মানুষের মধ্যে বিলি করলাম ।"

300জনের প্রত্যেককে সাত কেজি করে সবজি দেয় এই সংগঠন
300জনের প্রত্যেককে সাত কেজি করে সবজি দেয় এই সংগঠন

জলপাইগুড়ির সেন পাড়া, সুকান্ত নগর কলোনিতে প্রায় 300জনের প্রত্যেককে সাতকেজি করে সবজি দেওয়া হয় । তার মধ্যে ছিল উচ্ছে, কুমড়ো, বাধাকপি, ফুলকপি, গাজর, স্কোয়াশ, লঙ্কা, টমেটো, শশা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.