জলপাইগুড়ি, 3 মে : চাল, ডালের পাশাপাশি গরিব-দুস্থদের 20 কুইন্টাল সবজি বিলি করল জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন । লকডাউনের মধ্যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন চাল, ডাল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ত্রাণ সামগ্রী বিলি করছে । সবাই চাল দিলেও সবজির ব্যবস্থা কেউ করেনি । এদিকে বাজারে গিয়ে সবজি কিনতেও লাগবে টাকা । দিন আনা দিন খাওয়া পরিবারগুলির জন্য সবজি কিনে খাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল । তাই এলাকার গরিব-দুস্থদের মাঝে কয়েক কুইন্টাল সবজি বিতরণ করল জলপাইগুড়ি এক স্বেচ্ছাসেবী সংগঠন ।
জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাশে সুকান্ত নগর কলোনিতে কয়েক কুইন্টাল কাঁচা সবজি বিলি করল তারা । ওই সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস বলেন, "গরিব মানুষকে অনেকেই চাল, ডাল দিচ্ছে, কিন্তু খাবে কী । প্রতিদিন শুধু ডাল ভাত তো খাওয়া যায় না । সবজিরও দরকার । তাই আমরা সবজি কিনে আজ সাধারণ মানুষের মধ্যে বিলি করলাম ।"
জলপাইগুড়ির সেন পাড়া, সুকান্ত নগর কলোনিতে প্রায় 300জনের প্রত্যেককে সাতকেজি করে সবজি দেওয়া হয় । তার মধ্যে ছিল উচ্ছে, কুমড়ো, বাধাকপি, ফুলকপি, গাজর, স্কোয়াশ, লঙ্কা, টমেটো, শশা ।