ETV Bharat / state

Guwahati-Bikaner Express derail : মমতার কাছে রেল দুর্ঘটনার খবর নিলেন মোদি, টুইটে যথাযথ চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee tweets on Maynaguri Train Accident

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গৌহাটি এক্সপ্রেস (Guwahati-Bikaner Express derail) ৷ রেল দুর্ঘটনার খবর কানে যেতেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi seeks information on train accident from Mamata Banerjee) ৷

narendra modi seeks information on train accident from mamata banerjee
Bikaner Express Accident : মমতার কাছে রেল দুর্ঘটনার খবর নিলেন মোদি
author img

By

Published : Jan 13, 2022, 6:59 PM IST

Updated : Jan 13, 2022, 8:54 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড সংক্রান্ত ভার্চুয়াল বৈঠকের মাঝেই রেল দুর্ঘটনার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গৌহাটি এক্সপ্রেস Guwahati-Bikaner Express derail ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের ৷

আরও পড়ুন : Train Accident at North Bengal : ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত 12টি বগি

  • Spoke to Railways Minister Shri @AshwiniVaishnaw and took stock of the situation in the wake of the train accident in West Bengal. My thoughts are with the bereaved families. May the injured recover quickly.

    — Narendra Modi (@narendramodi) January 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, রেল দুর্ঘটনার খবর কানে যেতেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi seeks information on train accident from Mamata Banerjee) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, আপ 15633 গৌহাটি-বিকানের এক্সপ্রেসের 12টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে ৷ প্রধানমন্ত্রীকে সেই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আরও পড়ুন : Guwahati-Bikaner Express derail : নিহত পাঁচ, আহত শতাধিক; দোমোহানির ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের

দুর্ঘটনার পর টুইটারে নিজের উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee tweets on Maynaguri Train Accident) ৷ পরপর দু’টি টুইটে তিনি জানান, রাজ্য প্রশাসনের সদর দফতর অর্থাৎ নবান্ন থেকেই গোটা ঘটনায় নজর রাখা হচ্ছে ৷ সংশ্লিষ্ট জেলাশাসক, পুলিশ সুপার এবং উত্তরবঙ্গের আইজি সরাসরি বিষয়টির তদারকি করছেন ৷ যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের যাতে চিকিৎসার কোনও সমস্যা না হয়, তা দেখা হচ্ছে ৷ যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ৷

কলকাতা, 13 জানুয়ারি : প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড সংক্রান্ত ভার্চুয়াল বৈঠকের মাঝেই রেল দুর্ঘটনার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গৌহাটি এক্সপ্রেস Guwahati-Bikaner Express derail ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের ৷

আরও পড়ুন : Train Accident at North Bengal : ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত 12টি বগি

  • Spoke to Railways Minister Shri @AshwiniVaishnaw and took stock of the situation in the wake of the train accident in West Bengal. My thoughts are with the bereaved families. May the injured recover quickly.

    — Narendra Modi (@narendramodi) January 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, রেল দুর্ঘটনার খবর কানে যেতেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi seeks information on train accident from Mamata Banerjee) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, আপ 15633 গৌহাটি-বিকানের এক্সপ্রেসের 12টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে ৷ প্রধানমন্ত্রীকে সেই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

আরও পড়ুন : Guwahati-Bikaner Express derail : নিহত পাঁচ, আহত শতাধিক; দোমোহানির ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের

দুর্ঘটনার পর টুইটারে নিজের উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee tweets on Maynaguri Train Accident) ৷ পরপর দু’টি টুইটে তিনি জানান, রাজ্য প্রশাসনের সদর দফতর অর্থাৎ নবান্ন থেকেই গোটা ঘটনায় নজর রাখা হচ্ছে ৷ সংশ্লিষ্ট জেলাশাসক, পুলিশ সুপার এবং উত্তরবঙ্গের আইজি সরাসরি বিষয়টির তদারকি করছেন ৷ যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের যাতে চিকিৎসার কোনও সমস্যা না হয়, তা দেখা হচ্ছে ৷ যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ৷

Last Updated : Jan 13, 2022, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.