ETV Bharat / state

ডুয়ার্সের চা বাগানে যুবতির নগ্ন দেহ উদ্ধার, ধর্ষণের পর খুনের অভিযোগ - woman's body found in dooars tea garden

আজ সকালে নিউ ডুয়ার্স চা বাগানের 4 নম্বর সেকশনে কাজ করতে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান কয়েকজন শ্রমিক ৷

ডুয়ার্সের চা বাগানে যুবতির নগ্ন দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ
ডুয়ার্সের চা বাগানে যুবতির নগ্ন দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ
author img

By

Published : Sep 2, 2020, 1:18 PM IST

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর : ডুয়ার্সের চা বাগানে নগ্ন অবস্থায় এক যুবতির মৃতদেহ উদ্ধার হল ৷ অভিযোগ, ওই যুবতিকে ধর্ষণের পর খুন করে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে ৷ বানারহাট থানার নিউ ডুয়ার্স চা বাগানের ঘটনা ৷

আজ সকালে নিউ ডুয়ার্স চা বাগানের 4 নম্বর সেকশনে কাজ করতে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান কয়েকজন শ্রমিক ৷ শ্রমিকরা প্রথমে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান ৷ পরে বানারহাট থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে দেহটি ৷

স্থানীয় বাসিন্দা বিধান সরকার বলেন, "নিউ ডুয়ার্স চা বাগানের 4 নম্বর সেকশনে এক যুবতির নগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে । মেয়েটির শরীরে সুতো পর্যন্ত ছিল না । আমাদের অনুমান, ধর্ষণের পর খুন করে তাকে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে । আমাদের দাবি, যে এই কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন তাকে শনাক্ত করে দোষীদের শাস্তি দিক পুলিশ । এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তা দেখার আবেদনও জানাচ্ছি ৷"

পুলিশ জানিয়েছে, "যুবতির শরীরে কোনও কাপড় ছিল না । মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সত্যিটা জানা যাবে ৷"

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর : ডুয়ার্সের চা বাগানে নগ্ন অবস্থায় এক যুবতির মৃতদেহ উদ্ধার হল ৷ অভিযোগ, ওই যুবতিকে ধর্ষণের পর খুন করে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে ৷ বানারহাট থানার নিউ ডুয়ার্স চা বাগানের ঘটনা ৷

আজ সকালে নিউ ডুয়ার্স চা বাগানের 4 নম্বর সেকশনে কাজ করতে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান কয়েকজন শ্রমিক ৷ শ্রমিকরা প্রথমে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান ৷ পরে বানারহাট থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে দেহটি ৷

স্থানীয় বাসিন্দা বিধান সরকার বলেন, "নিউ ডুয়ার্স চা বাগানের 4 নম্বর সেকশনে এক যুবতির নগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে । মেয়েটির শরীরে সুতো পর্যন্ত ছিল না । আমাদের অনুমান, ধর্ষণের পর খুন করে তাকে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে । আমাদের দাবি, যে এই কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন তাকে শনাক্ত করে দোষীদের শাস্তি দিক পুলিশ । এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তা দেখার আবেদনও জানাচ্ছি ৷"

পুলিশ জানিয়েছে, "যুবতির শরীরে কোনও কাপড় ছিল না । মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সত্যিটা জানা যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.