ETV Bharat / state

সার্কিট বেঞ্চ উদ্বোধনের আগে উচ্ছেদ অভিযান পৌরসভার - undefined

সার্কিট বেঞ্চ উদ্বোধনের আগে উচ্ছেদ অভিযান পৌরসভার

উচ্ছেদ অভিযান
author img

By

Published : Mar 6, 2019, 6:49 PM IST

জলপাইগুড়ি, ৬ মার্চ : জলপাইগুড়িতে ৯ মার্চ উদ্বোধন সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। তার আগে আজ সকালে পৌরসভার তরফে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের সামনের রাস্তায় জবরদখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে পুলিশ ছিল। উচ্ছেদ অভিযানে পৌরসভাকে কোনও বাধার মুখে পড়তে হয়নি।


স্থানীয় ব্যবসায়ী রাজীব রামের দোকান উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, "আমাদের যদি আগে জানানো হত তাহলে আমরা নিজেরাই দোকান সরিয়ে দিতাম। সার্কিট বেঞ্চ হোক আমরাও চাই। কিন্তু আমরা দিন আনি দিন খাই। এখন কী করব বুঝতে পারছি না।"

স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক জোগিন্দর দাস বলেন, "যাদের দোকান ঘর ভাঙা গেল তাদের বাজারের ভেতরে দোকানঘর তৈরির জন্য জায়গা দেওয়া হবে।"

জলপাইগুড়ি, ৬ মার্চ : জলপাইগুড়িতে ৯ মার্চ উদ্বোধন সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। তার আগে আজ সকালে পৌরসভার তরফে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের সামনের রাস্তায় জবরদখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে পুলিশ ছিল। উচ্ছেদ অভিযানে পৌরসভাকে কোনও বাধার মুখে পড়তে হয়নি।


স্থানীয় ব্যবসায়ী রাজীব রামের দোকান উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, "আমাদের যদি আগে জানানো হত তাহলে আমরা নিজেরাই দোকান সরিয়ে দিতাম। সার্কিট বেঞ্চ হোক আমরাও চাই। কিন্তু আমরা দিন আনি দিন খাই। এখন কী করব বুঝতে পারছি না।"

স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক জোগিন্দর দাস বলেন, "যাদের দোকান ঘর ভাঙা গেল তাদের বাজারের ভেতরে দোকানঘর তৈরির জন্য জায়গা দেওয়া হবে।"

Intro:জলপাইগুড়িঃ দির্ঘদিনের দাবি মিটতে চলেছে।উদ্বোধন হতে চলেছে সার্কিট বেঞ্চের।সার্কিট বেঞ্চের জন্য দোকান উচ্ছেদ হবে।তাই কেউ বাঁধাই দিল না।সার্কিট বেঞ্চের সামনে অবৈধভাবে থাকা দোকান উচ্ছেদ করল জলপাইগুড়ি পুরসভা।দোকান উচ্ছেদে কোন বাঁধা দিল না কেউই।


এদিকে সকালে জলপাইগুড়ি পুরসভা পুলিশকে সাথে নিয়ে সার্কিট বেঞ্চের সামনে অবৈধ ভাবে থাকা দোকান গুলোকে উচ্ছেদ করতে যায়।তার আগেই দোকানিরা তাদের দোকান পাট নিজেরাই ভেঙে ফেলার উদ্যোগ নেন। 


জলপাইগুড়ির দির্ঘদিনের দাবি পুরন হতে চলেছে। আগামি ৯ মার্চ জলপাইগুড়ি স্টেশন রোডে জিলাপরিষদের ডাকবাংলোতে অস্থায়ীভাবে কোলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে চলেছে।তার আগে সার্কিট বেঞ্চের সামনে থেকে অবৈধভাবে থাকা দোকান পাট সরিয়ে জায়গাটা পরিস্কার করা হচ্ছে। 


দোকানি রাজীব রাম জানান,আমাদের যদি আগে জানানো হত আমরা আগেই দোকান ভেঙে সরিয়ে দিতাম।আমাওর দিন আনি দিন খাই কিন্তু এখন কি করব বুঝত্র পারছি না।সার্কিট বেঞ্চ হোক আমরাও চাই কিন্তু আগে জানালে আমরাই সরিয়ে দিতাম।


এদিকে স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক জোগিন্দর দাস বলেন আমরা সার্কিট বেঞ্চের পক্ষে তাই আমাদের ব্যবসায়ী ক্ষতি হলেও আমরা সেই ক্ষতি বহন করতে রাজি। আমাদের যাদের আজ দোকান ঘর ভাঙা গেল তাদের আমরা ভেতরে ফাকা জায়গায় ব্যবস্থা করে দেব  তবে জলপাইগুড়িবাসীর দির্ঘদিনের দাবি সার্কিট বেঞ্চ এখন শুরু হতে যাচ্ছে।তার আগে কোন সমস্যা হোক আমরা চাই না।





Body:WB_JAL_06DEC_UCHED_ABHIJIT_7203427


Conclusion:WB_JAL_06DEC_UCHED_ABHIJIT_7203427

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.