জলপাইগুড়ি, ৬ মার্চ : জলপাইগুড়িতে ৯ মার্চ উদ্বোধন সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। তার আগে আজ সকালে পৌরসভার তরফে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের সামনের রাস্তায় জবরদখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে পুলিশ ছিল। উচ্ছেদ অভিযানে পৌরসভাকে কোনও বাধার মুখে পড়তে হয়নি।
স্থানীয় ব্যবসায়ী রাজীব রামের দোকান উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, "আমাদের যদি আগে জানানো হত তাহলে আমরা নিজেরাই দোকান সরিয়ে দিতাম। সার্কিট বেঞ্চ হোক আমরাও চাই। কিন্তু আমরা দিন আনি দিন খাই। এখন কী করব বুঝতে পারছি না।"
স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক জোগিন্দর দাস বলেন, "যাদের দোকান ঘর ভাঙা গেল তাদের বাজারের ভেতরে দোকানঘর তৈরির জন্য জায়গা দেওয়া হবে।"