জলপাইগুড়ি, 15 এপ্রিল : "পশ্চিমবঙ্গে BJP ভালো ফল করবে। তৃণমূলের আসন ২০-র নিচে নেমে যাবে।" আজ ETV ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বললেন BJP নেতা মুকুল রায়।
আজ জলপাইগুড়ি সার্কিট সাউজ়ে আসেন মুকুল রায়। সেখানে তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জেনেরাল অবজ়ারভার দিলীপকুমার টপ্পোর সঙ্গে দেখা করে প্রতিটি বুথে আধাসামরিক বাহিনী মোতায়েন করার দাবি জানান। মুকুল রায় বলেন, "গত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের জন্য অধিকাংশ আসনে জলপাইগুড়ির প্রার্থীরা মনোনয়নপত্রই জমা দিতে পারেননি। ভোট দেওয়া তো দূরের কথা।"
মুকুলবাবু আরও বলেন, "অবজ়ারভারকে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে কী রকম সন্ত্রাস হয়েছিল তা জানিয়ে গেলাম। কেন্দ্রীয় নির্বাচন কমিশন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। আশা করব, এই নির্বাচনে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। মানুষ অবাধ ও শান্তিপূর্ণ ভোট দিতে পারবে।"
অভিষক ব্যানার্জি বলেছিলেন, দু'টোর বেশি আসন বাড়বে না BJP-র। পশ্চিমবঙ্গে BJP যদি ২০টির বেশি আসন পায় তাহলে তিনি সাধারণ মানুষের সামনে ক্যামেরায় কানধরে ওঠ-বোস করবেন। এপ্রসঙ্গে মুকুল বলেন, "অভিষেক বাচ্ছা ছেলে। ও স্বীকার করছে পশ্চিমবাংলায় BJP-র আসন বাড়বে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে সব পোলিং স্টেশনে বাহিনী থাকবে এবং আমরা বিপুল ব্যবধানে জিতবে।"