জলপাইগুড়ি, 7 জানুয়ারি: "রাজ্য সরকারের প্রশ্রয়েই এই ধরনের ঘটনা ঘটছে !" জলপাইগুড়ির কাঁধে করে মৃতদেহ বহনের ঘটনায় (Jalpaiguri Dead Body Carry Controversy) ঠিক এই ভাষাতেই রাজ্য়ের সরকারকে কাঠগড়ায় তুললেন স্থানীয় সাংসদ তথা বিজেপি নেতা ডা. জয়ন্তকুমার রায় (Jayanta Kumar Roy) ৷ শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়ন্ত বলেন, "হাসপাতালে যা ঘটেছে, তার নিন্দার ভাষা নেই ৷ মানুষের মানবিকতা যখন তলানিতে গিয়ে ঠেকে, তখনই এমন ঘটনা ঘটে ! রাজ্য সরকারের প্রশ্রয়েই এমন সব ঘটনা ঘটছে ৷" যদিও এই ঘটনায় পালটা চক্রান্তের গন্ধ পাচ্ছেন জলপাইগুড়ি সদর বিধানসভা এলাকার বিধায়ক (তৃণমূল) তথা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ডা. প্রদীপকুমার বর্মা ৷
প্রসঙ্গত, জলপাইগুড়ির ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠেছে ৷ তার মধ্য়ে প্রথম প্রশ্নই হল, ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কেন সাহায্য করতেন এগিয়ে এল না ? হাসপাতালের এত কর্মীর সামনে দিয়ে মৃতদেহ কাঁধে তুলে বেরোলেন কীভাবে পরিবারের সদস্যরা ? প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের সামনে অ্য়াম্বুল্যান্সচালকদের গা-জোয়ারি নিয়েও ৷ কার মদতে তাঁরা এমনটা করার সাহস পাচ্ছেন, সেই প্রশ্ন উঠছে নানা মহলে ৷ ঘটনার পর প্রশাসনের টনক নড়লেও, কেন এই ঘটনা ঘটতে দেওয়া হল, সেই প্রশ্নের জবাব মিলছে না ৷ তাছাড়া, সংবাদমাধ্যমের হাতে এই ঘটনার ছবি কীভাবে গেল, তা নিয়েও জলঘোলা শুরু হয়েছে ৷ আর এইসব কারণেই এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিধায়ক ৷
আরও পড়ুন: রোগীর পরিবারকে হেনস্থা করলেই কড়া ব্যবস্থা, অ্যাম্বুল্যান্স চালকদের বার্তা সংগঠনের
অন্যদিকে, জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের (এর অধীনেই রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল) এমএসভিপি ডা. কল্য়াণ খাঁ এই ঘটনার প্রেক্ষিতে জানিয়েছেন, "ঘটনার সময় হাসপাতাল থেকে মৃতদেহ কীভাবে নামানো হয়েছিল, তা জানতে আমরা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছি ৷ মৃতার পরিবার সিকিউরিটি গার্ড বা ওয়ার্ড মাস্টারের কাছে কোনও লিখিত বা মৌখিক সহযোগিতা চেয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ সিকিউরিটি গার্ডরা কী করছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ এবার থেকে মৃতদেহ হাসপাতালের বাইরে বের করার আগে শববাহী গাড়ি বা অ্যাম্বুল্য়ান্স তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ঠিক করা হয়েছে, ওয়ার্ড থেকে নিরাপত্তারক্ষীরাই মৃতদেহ নামিয়ে, তা তুলে দেবেন পরিবারের সদস্যদের হাতে ৷ সম্মানজনকভাবে মৃতদেহ নিয়ে যেতে হবে ৷"