জলপাইগুড়ি, 3 ফেব্রুয়ারি: আসন্ন পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস (corporation election)। ফেলে আসা কাজগুলি সম্পন্ন করতে হবে । তাই আসন্ন পুরভোটে লড়তে চান তিনি (mohon bose want to fight ) । তবে নির্বাচনী ফলাফল নেতৃত্বের উপর নির্ভর করবে বলেই তিনি জানান ।
আরও পড়ুন: BJP Lost Gram Panchayat : জলপাইগুড়িতে পঞ্চায়েত হাতছাড়া বিজেপির
প্রসঙ্গত, ২০১৫ সালে মোহন বোসের নেতৃত্বেই জলপাইগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেসের হাতে আসে । তবে ২০১৯ সালে মোহন বোস অসুস্থ হওয়ায় পরিস্থিত বদলে যায় । জলপাইগুড়ি পুরসভা মানেই যেখানে মোহন বোস (jalpaiguri corporation election) , অথচ সেই পুরসভার প্রশাসক মণ্ডলীতে থেকে বাদ পড়েন তিনি । যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির পুরসভার অন্দরে । বিশেষজ্ঞ মহলের মতে প্রাক্তন জেলা সভাপতি কিষান কল্যানীর সঙ্গে মতবিরোধের ফলে মোহন বোসকে সরে যেতে হয় । কিষান কল্যানীর জেলা সভাপতির পর মহুয়া গোপ জলপাইগুড়ি জেলার সভাপতির দায়িত্ব পান। তারপরেই মোহন বোসকে ফের শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয় ।
আরও পড়ুন: পরিষেবা না পাওয়ার অভিযোগে জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ
জলপাইগুড়ি পুরসভার ১৭ বছরের চেয়ারম্যান ও ২৩ বছর ধরে পুরসভার কাউন্সিলর ছিলেন মোহন বোস । তাকে ফিরিয়ে আনতে আসরে নামেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, অরূপ বিশ্বাস । সেইসঙ্গে পুর ভোটে সকলকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন কিষান কল্যানীর জেলা সভাপতির পর মহুয়া গোপ । মনে করা হয় তারপরেই মোহন বোসের মান ভঞ্জন হয় । তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে চান ।