জলপাইগুড়ি, 14 মে : জলপাইগুড়ি কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ এক করোনা রোগী । স্বাস্থ্য দফতর ও কোতয়ালী থানায় দারস্থ নিখোঁজ রোগীর পরিবার । নিখোঁজ রোগীর নাম নুকুরু রায়(62)। করোনা রোগীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
নুকুরুর ভাই দিনেশ্বর রায় জানান, জলপাইগুড়ি জেলার চালসার পুর্ব বাতাবাড়ি এলাকার বাসিন্দা নুকুরু রায়ের গত 11 মে করোনা রিপোর্ট পজিটিভ আসে । সেদিনই তাঁকে জলপাইগুড়ির বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি করা হয় । আজ সকাল থেকে পরিবারের সদস্যরা নুকুরুবাবুকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি । তাঁরা সময় নষ্ট না করে হাসপাতালে চলে আসেন । হাসপাতালের ভেতরে গিয়ে দেখেন নুকুরুবাবু বেডে নেই । শুধু মাত্র তাঁর মোবাইল ফোনটি রয়েছে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে । নিরাপত্তা কর্মী থাকার পরেও কীভাবে বেরিয়ে গেলেন তিনি, উঠছে প্রশ্ন ।
আরও পড়ুন : করোনায় সামান্য স্বস্তি ; দেশে দৈনিক সংক্রমণ কমে 3.43 লাখ, মৃত 4000
খোঁজ পেতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দেন নিখোঁজ রোগীর পরিবার । পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চেয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন তাঁরা ৷ জলপাইগুড়ি সদর হাসপাতাল সুপার গয়ারাম নস্কর জানিয়েছেন, আজ সকালে হাসপাতালের কর্মীরা লক্ষ করেন, বেডে নুকুরুবাবু নেই । খোঁজাখুঁজি করার পর তাঁকে পাওয়া না গেলে হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে ৷