ETV Bharat / state

Tree Falls into Market : ভরা বাজারে ভেঙে পড়ল গাছ, প্রাণ গেল নাবালকের

মৃত নাবালকের নাম আয়ুস সাহা ৷ মায়ের সবজির দোকানে বসেছিল সে ৷ সেই সময় ভেঙে পড়ে গাছটি (tree falls into market at Maynaguri) ৷

accident at maynaguri
ভরা বাজারে ভেঙে পড়ল গাছ, প্রাণ গেল নাবালকের
author img

By

Published : Mar 29, 2022, 6:09 PM IST

জলপাইগুড়ি, 29 মার্চ : ভরা বাজারের মধ্যে হঠাৎই ভেঙে পড়ল একটি বিশালাকার গাছ (tree falls into market at Maynaguri) ৷ দুর্ঘটনায় জেরে প্রাণ হারল এক নাবালক (minor dies in maynaguri) ৷ মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়িতে ময়নাগুড়ি থেকে মালবাজারগামী ৩১ নং জাতীয় সড়কের পাশে ৷ মৃত নাবালকের নাম আয়ুস সাহা (8), বাড়ি ময়নাগুড়ির দক্ষিণ মাটিয়ালি গ্রামে । ঘটনার পর খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে ৷ গাছের তলা থেকে আয়ুসের দেহ বের করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷

জানা গিয়েছে, মঙ্গলবার করে হাট বসে বৌলবাড়িতে ৷ ওই হাটে আয়ুসের মায়ের সবজির দোকান আছে ৷ এদিন মায়ের সঙ্গে দোকানে বসেছিল আয়ুসও ৷ তাকে সেখানে বসিয়ে রেখে কিছুক্ষণের জন্য মাছ কিনতে গিয়েছিলেন মহিলা ৷ সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা ৷ ভেঙে পড়ে গাছটি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ৷ আয়ুসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

আরও পড়ুন : পুরুলিয়ায় ডাইনি অপবাদে প্রাণে মারার হুমকি, গ্রেফতার 1

স্থানীয়রা জানিয়েছেন, বিশাল আকৃতির ওই গাছটি দুর্বল অবস্থাতেই দাঁড়িয়েছিল জাতীয় সড়কের পাশে ৷ এদিন হঠাৎ সেটি ভেঙে পড়ে বাজারের মাঝে ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ বিশাল ওই গাছটিকে সরিয়ে আহতদের উদ্ধার করতে ও রাস্তা পরিষ্কার করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ এই ঘটনায় ক্ষোভেরও সৃষ্টি হয়েছে এলাকায় ৷ এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা ৷

জলপাইগুড়ি, 29 মার্চ : ভরা বাজারের মধ্যে হঠাৎই ভেঙে পড়ল একটি বিশালাকার গাছ (tree falls into market at Maynaguri) ৷ দুর্ঘটনায় জেরে প্রাণ হারল এক নাবালক (minor dies in maynaguri) ৷ মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়িতে ময়নাগুড়ি থেকে মালবাজারগামী ৩১ নং জাতীয় সড়কের পাশে ৷ মৃত নাবালকের নাম আয়ুস সাহা (8), বাড়ি ময়নাগুড়ির দক্ষিণ মাটিয়ালি গ্রামে । ঘটনার পর খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে ৷ গাছের তলা থেকে আয়ুসের দেহ বের করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷

জানা গিয়েছে, মঙ্গলবার করে হাট বসে বৌলবাড়িতে ৷ ওই হাটে আয়ুসের মায়ের সবজির দোকান আছে ৷ এদিন মায়ের সঙ্গে দোকানে বসেছিল আয়ুসও ৷ তাকে সেখানে বসিয়ে রেখে কিছুক্ষণের জন্য মাছ কিনতে গিয়েছিলেন মহিলা ৷ সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা ৷ ভেঙে পড়ে গাছটি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ৷ আয়ুসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

আরও পড়ুন : পুরুলিয়ায় ডাইনি অপবাদে প্রাণে মারার হুমকি, গ্রেফতার 1

স্থানীয়রা জানিয়েছেন, বিশাল আকৃতির ওই গাছটি দুর্বল অবস্থাতেই দাঁড়িয়েছিল জাতীয় সড়কের পাশে ৷ এদিন হঠাৎ সেটি ভেঙে পড়ে বাজারের মাঝে ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ বিশাল ওই গাছটিকে সরিয়ে আহতদের উদ্ধার করতে ও রাস্তা পরিষ্কার করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ এই ঘটনায় ক্ষোভেরও সৃষ্টি হয়েছে এলাকায় ৷ এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.