শিলিগুড়ি, 8 সেপ্টেম্বর: "ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নয়, আরএসএসের রাজনীতির জয়।" শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন নিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
এদিনের সাংবাদিক সন্মেলনে তিনি দাবি করেন, গত লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে ভোটের সংখ্যা বেড়েছে । সিপিএম এবং কংগ্রেসের জোট ধীরে ধীরে বাড়ছে বলে দাবি করেছেন তিনি । যদিও হারের বিষয়টি দলীয় নেতা কর্মীদের সঙ্গে পর্যালোচনা করা হবে বলে জানান তিনি । পাশাপাশি তিনি আরও জানান, দলের নীতি ও লক্ষ্য কেন মানুষের কাছে পৌঁছালো না বা মানুষ কেন এই জোটকে সমর্থন করলো না তা খতিয়ে দেখার হবে ৷ এই নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করায় শাসকদল বাড়তি সুবিধা পেয়েছে বলেও উল্লেখ করেন সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম ।
পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এদিন তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করেন তিনি । এই প্রসঙ্গেই তিনি বলেন, "আলাদা করে পশ্চিমবঙ্গ দিবসের কোনও প্রয়োজন ছিল না । এরা আলাদা করতে চাইছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন পশ্চিমবঙ্গ দিবস তিনি সৃষ্টি করেছেন আর বিজেপি চাইছে যাতে তারা দাবি করতে পারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চালু করেছে । এসব স্বৈরতান্ত্রিক দল এরকমই করে ।"
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়িতে 4309 ভোটে জয়ী তৃণমূল, মানুষকে ধন্যবাদ অভিষেকের
এছাড়াও 'ইন্ডিয়া' জোট নিয়ে মহম্মদ সেলিম উল্লেখ করেন, "দেশ চেয়েছিল বিজেপি গেমচেঞ্জার হবে, কিন্তু যা বেরলো তা নেমচেঞ্জার । যখন কিছু করতে পারে না তখন নতুন নাম দেয়। বিরোধীরা এককাট্টা হওয়ায় এখন তারা ইন্ডিয়ার সঙ্গে ভারতকে লড়াচ্ছে । ভয় পেয়ে এসব করছে । ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা । কিন্তু এর জন্য নাম পরিবর্তন করার কোনও দরকার ছিল না ।"
চলতি সপ্তাহের মঙ্গলবার (5 সেপ্টেম্বর) ধূপগুড়িতে উপনির্বাচন ছিল ৷ আজ তার ফল প্রকাশিত হয়েছে ৷ বিজেপি প্রার্থী তাপসী রায়কে 4 হাজার 309 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন শাসকদলের প্রার্থী নির্মলচন্দ্র রায় ।