ETV Bharat / state

Md Manik: সিভিকে নয়, মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক

বিজয়া দশমীর রাতে মালবাজারের মাল নদীতে হড়পা বানে (Malbazar Flash Flood Accident) ভেসে যাচ্ছিলেন অনেকে । জীবনের ঝুঁকি নিয়ে বেশ কয়েকজনের জীবন বাঁচান তেশিমলার বাসিন্দা মহম্মদ মানিক ।

md-manik-asks-for-a-home-guard-job-from-bengal-cm-mamata-banerjee
Md Manik: সিভিকে নয়, মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক
author img

By

Published : Oct 18, 2022, 8:45 PM IST

Updated : Oct 18, 2022, 10:17 PM IST

জলপাইগুড়ি, 18 অক্টোবর: সিভিকে চাকরি নয়, মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক (Md Manik) ।

মালবাজারের মাল নদীতে হড়পা বানে ভেসে যাচ্ছিলেন দর্শনার্থীরা (Malbazar Flash Flood Accident) । জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজনের জীবন বাঁচিয়েছিলেন তেশিমলার বাসিন্দা মহম্মদ মানিক ।

এদিন মালবাজার আদর্শ বিদ্যাভবনে হড়পাবানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । সেখানে নিহতদের পরিবারের সদস্যদের চাকরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি উদ্ধারকারীদের চাকরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী । কে কী কাজ করতে চায়, মুখ্যমন্ত্রী একে একে সকলকেই জিজ্ঞাসা করেন ।

সেখানে কেউ পৌরসভায়, কেউ সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসেবে, কেউ আবার ড্রাইভারের কাজ চান । আবার কেউ যে পেশায় রয়েছেন, সেই পেশা চালিয়ে যেতে চান বলে মুখ্যমন্ত্রীকে জানান । এদিকে মানিককে মুখ্যমন্ত্রী সিভিকের চাকরির প্রস্তাব দিলে মানিক হোমগার্ডে চাকরির আবেদন করেন । এরপর মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, ‘‘সুযোগ পেয়েছো চাকরিটা নিয়ে নাও ।’’

Md Manik asks for a Home Guard job from Bengal Cm Mamata Banerjee
মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহায্য নিচ্ছেন মহম্মদ মানিক

এদিন ইটিভি ভারতের মুখোমুখি হয়ে মানিক জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে (Home Guard) চাকরি চেয়েছেন । মুখ্যমন্ত্রীর সামনে আসতে পেরে আপ্লুত মানিক । জীবনেও ভাবতে পারেননি মুখ্যমন্ত্রীকে এত কাছে পাব বলে ।

মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক

আরও পড়ুন: মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি, উদ্ধারকারীদের 1 লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ি, 18 অক্টোবর: সিভিকে চাকরি নয়, মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক (Md Manik) ।

মালবাজারের মাল নদীতে হড়পা বানে ভেসে যাচ্ছিলেন দর্শনার্থীরা (Malbazar Flash Flood Accident) । জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজনের জীবন বাঁচিয়েছিলেন তেশিমলার বাসিন্দা মহম্মদ মানিক ।

এদিন মালবাজার আদর্শ বিদ্যাভবনে হড়পাবানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । সেখানে নিহতদের পরিবারের সদস্যদের চাকরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি উদ্ধারকারীদের চাকরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী । কে কী কাজ করতে চায়, মুখ্যমন্ত্রী একে একে সকলকেই জিজ্ঞাসা করেন ।

সেখানে কেউ পৌরসভায়, কেউ সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসেবে, কেউ আবার ড্রাইভারের কাজ চান । আবার কেউ যে পেশায় রয়েছেন, সেই পেশা চালিয়ে যেতে চান বলে মুখ্যমন্ত্রীকে জানান । এদিকে মানিককে মুখ্যমন্ত্রী সিভিকের চাকরির প্রস্তাব দিলে মানিক হোমগার্ডে চাকরির আবেদন করেন । এরপর মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, ‘‘সুযোগ পেয়েছো চাকরিটা নিয়ে নাও ।’’

Md Manik asks for a Home Guard job from Bengal Cm Mamata Banerjee
মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহায্য নিচ্ছেন মহম্মদ মানিক

এদিন ইটিভি ভারতের মুখোমুখি হয়ে মানিক জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে (Home Guard) চাকরি চেয়েছেন । মুখ্যমন্ত্রীর সামনে আসতে পেরে আপ্লুত মানিক । জীবনেও ভাবতে পারেননি মুখ্যমন্ত্রীকে এত কাছে পাব বলে ।

মুখ্যমন্ত্রীর কাছে হোমগার্ডে চাকরি চাইলেন মহম্মদ মানিক

আরও পড়ুন: মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি, উদ্ধারকারীদের 1 লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর

Last Updated : Oct 18, 2022, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.