ETV Bharat / state

বিবাহবার্ষিকীতে 100 জন দুস্থকে সাহায্য ময়নাগুড়ির চিকিৎসকের - covid-19 pandemic

নাইট ডিউটি করে বাড়ি ফিরেই এলাকার 100 দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন চিকিৎসক রাজীব বিশাল । বিবাহবার্ষিকী উপলক্ষ্যে এই সাহায্য করেন তিনি ।

বিবাহবার্ষিকীতে 100 জন দুস্থকে সাহায্য ময়নাগুড়ির ডাক্তারের
বিবাহবার্ষিকীতে 100 জন দুস্থকে সাহায্য ময়নাগুড়ির ডাক্তারের
author img

By

Published : Apr 30, 2020, 6:24 PM IST

জলপাইগুড়ি, 30 এপ্রিল: কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে হাসপাতালে দিনরাত ডিউটি করছেন । এর বাইরেও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক রাজীব বিশালের মানবিক মুখ দেখলেন এলাকার বাসিন্দারা । আজ ছিল তাঁর তৃতীয় বিবাহবার্ষিকী । নাইট ডিউটি করে বাড়ি ফিরেই এলাকার 100 জন দুস্থর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি । পাশে ছিলেন স্ত্রী সংগীতা প্রসাদ বিশাল ।

রাজীব বিশাল বলেন, "খুব ইচ্ছে ছিল যে বিবাহবার্ষিকীর দিনটা ধুমধাম করে সেলিব্রেট করব । কিন্তু কোরোনার জন্য সেই পরিকল্পনা ভেস্তে যায় । তাই আমি আর আমার স্ত্রী দুস্থদের সাহায্য করার সিদ্ধান্ত নিই । লকডাউনের ফলে অনেক মানুষ সমস্যায় পড়েছেন । তাঁদের কথা চিন্তা করেই আমরা সাহায্য করলাম । নাইট ডিউটি করে এসেই এই কাজ করলাম । এতে যে কী আনন্দ তা বলে বোঝাতে পারব না ।"

তিনি আরও বলেন, "বিষয়টি আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছিলাম । খাদ্যসামগ্রী বিলির সময় যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে তাই কোয়ার্টারের সামনে আটা দিয়ে গণ্ডি কেটে দিয়েছিলাম । নিয়ম মেনেই 100 জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে ।"

জলপাইগুড়ি, 30 এপ্রিল: কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে হাসপাতালে দিনরাত ডিউটি করছেন । এর বাইরেও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক রাজীব বিশালের মানবিক মুখ দেখলেন এলাকার বাসিন্দারা । আজ ছিল তাঁর তৃতীয় বিবাহবার্ষিকী । নাইট ডিউটি করে বাড়ি ফিরেই এলাকার 100 জন দুস্থর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি । পাশে ছিলেন স্ত্রী সংগীতা প্রসাদ বিশাল ।

রাজীব বিশাল বলেন, "খুব ইচ্ছে ছিল যে বিবাহবার্ষিকীর দিনটা ধুমধাম করে সেলিব্রেট করব । কিন্তু কোরোনার জন্য সেই পরিকল্পনা ভেস্তে যায় । তাই আমি আর আমার স্ত্রী দুস্থদের সাহায্য করার সিদ্ধান্ত নিই । লকডাউনের ফলে অনেক মানুষ সমস্যায় পড়েছেন । তাঁদের কথা চিন্তা করেই আমরা সাহায্য করলাম । নাইট ডিউটি করে এসেই এই কাজ করলাম । এতে যে কী আনন্দ তা বলে বোঝাতে পারব না ।"

তিনি আরও বলেন, "বিষয়টি আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছিলাম । খাদ্যসামগ্রী বিলির সময় যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে তাই কোয়ার্টারের সামনে আটা দিয়ে গণ্ডি কেটে দিয়েছিলাম । নিয়ম মেনেই 100 জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.