ETV Bharat / state

Padma Shri 2023: রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন বঙ্গের দুই কৃতি মঙ্গলাকান্ত ও ধনীরাম - ধনীরাম টোটো পদ্মশ্রী পেলেন

আবারও একবার দেশের মধ্যে উজ্জ্বল হল বঙ্গের মুখ ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান পেলেন জলপাইগুড়ির মঙ্গলাকান্ত ও আলিপুরদুয়ারের ধনীরাম (Padma Shri Award 2023)৷

Etv Bharat
পদ্মশ্রী পেলেন উত্তরবঙ্গের দুই কৃতি মঙ্গলাকান্ত ও ধনীরাম
author img

By

Published : Mar 23, 2023, 7:48 AM IST

Updated : Mar 23, 2023, 8:24 AM IST

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 23 মার্চ: পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন উত্তরবঙ্গের দুই কৃতি সন্তান । জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায় এবং আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের টোটোপাড়ার সাহিত্যিক ধনীরাম টোটো ৷ বুধবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলাকান্ত ও ধনীরামের হাতে পদ্মশ্রী তুলে দেন দ্রৌপদী মুর্মু ।

2017 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গরত্নের সম্মান পেয়েছেন মঙ্গলাকান্ত (Mangala Kanta Roy Received Padma Shri)। এবার তিনি উত্তরবঙ্গের প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা বাদক হিসেবে পদ্মশ্রী সম্মান পেলেন রাষ্ট্রপতির হাত থেকে । স্বাভাবিকভাবেই আপ্লুত তিনি ৷ জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম ধওলাগুড়ি । সেখানেই শিল্পীর বাড়ি । উত্তরবঙ্গের 500 বছরেরও বেশি প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা বাজান এই শিল্পী । সারিন্দা বাদক হিসেবে অনেক নামডাক তাঁর ।

  • President Droupadi Murmu presents Padma Shri to Shri Mangala Kanta Roy for Art. One of the oldest living folk musicians of West Bengal, he is known for producing unique birdcalls through the musical instrument 'Sarinda'. pic.twitter.com/670jeUzYCv

    — President of India (@rashtrapatibhvn) March 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : টোটো জনজাতির সার্বিক উন্নয়নই লক্ষ্য, বললেন ধনীরাম

পদ্মশ্রী পেয়ে শিল্পী মঙ্গলাকান্ত রায় বলেন, "আজ খুব আনন্দের দিন । জীবনের শেষ প্রান্তে এসে বিরাট সম্মান পেলাম ।বলার ভাষা হারিয়ে যাচ্ছে ।" ছেলে উমাকান্ত বলেন,"খুব ভালো লাগছে বাবা পদ্মশ্রী সম্মান পেল । ময়নাগুড়ি বাজার থেকে ব্যান্ডপার্টি বাজিয়ে বাবাকে গ্রামের বাড়িতে নিয়ে আসব ।"

  • President Droupadi Murmu presents Padma Shri to Shri Dhaniram Toto for Literature & Education. He played a great role in preserving an endangered language 'Toto' and making people aware about the importance of their culture and language. pic.twitter.com/VOFNCxEv6I

    — President of India (@rashtrapatibhvn) March 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
অন্যদিকে জেলার ছেলে ধনীরাম টোটো পদ্মশ্রী সম্মানে ভূষিত হবার ফলে খুশির হাওয়া আলিপুরদুয়ারে । এই জেলা থেকে প্রথম কোনও সন্তান পদ্মশ্রী সম্মান পেলেন । পৃথিবীর মধ্যে অতি ক্ষুদ্র এক জনজাতি হল টোটো । এই টোটোদের শিক্ষার প্রসারে অক্ষর তৈরি ও বই লেখার ক্ষেত্রে ধনীরাম টোটোর ভূমিকা অপরিসীম । সেই দিক থেকেই অসামান্য অবদানের জন্য মাদারিহাট বীরপাড়ার টোটোপাড়ার বাসিন্দা ধনীরাম টোটোকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Dhaniram Toto Received Padma Shri)।ধনীরাম জানান, এই সম্মান তাকে আরও কাজ করার গতি আনবে । তিনি গর্বিত যে তাকে সরকার এই সম্মান দিয়েছেন ।

আরও পড়ুন : সারিঞ্জাকে আপন করে 'পদ্মশ্রী' শতায়ু মংলা গোসাইয়ের

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 23 মার্চ: পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন উত্তরবঙ্গের দুই কৃতি সন্তান । জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায় এবং আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের টোটোপাড়ার সাহিত্যিক ধনীরাম টোটো ৷ বুধবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলাকান্ত ও ধনীরামের হাতে পদ্মশ্রী তুলে দেন দ্রৌপদী মুর্মু ।

2017 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গরত্নের সম্মান পেয়েছেন মঙ্গলাকান্ত (Mangala Kanta Roy Received Padma Shri)। এবার তিনি উত্তরবঙ্গের প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা বাদক হিসেবে পদ্মশ্রী সম্মান পেলেন রাষ্ট্রপতির হাত থেকে । স্বাভাবিকভাবেই আপ্লুত তিনি ৷ জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম ধওলাগুড়ি । সেখানেই শিল্পীর বাড়ি । উত্তরবঙ্গের 500 বছরেরও বেশি প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা বাজান এই শিল্পী । সারিন্দা বাদক হিসেবে অনেক নামডাক তাঁর ।

  • President Droupadi Murmu presents Padma Shri to Shri Mangala Kanta Roy for Art. One of the oldest living folk musicians of West Bengal, he is known for producing unique birdcalls through the musical instrument 'Sarinda'. pic.twitter.com/670jeUzYCv

    — President of India (@rashtrapatibhvn) March 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : টোটো জনজাতির সার্বিক উন্নয়নই লক্ষ্য, বললেন ধনীরাম

পদ্মশ্রী পেয়ে শিল্পী মঙ্গলাকান্ত রায় বলেন, "আজ খুব আনন্দের দিন । জীবনের শেষ প্রান্তে এসে বিরাট সম্মান পেলাম ।বলার ভাষা হারিয়ে যাচ্ছে ।" ছেলে উমাকান্ত বলেন,"খুব ভালো লাগছে বাবা পদ্মশ্রী সম্মান পেল । ময়নাগুড়ি বাজার থেকে ব্যান্ডপার্টি বাজিয়ে বাবাকে গ্রামের বাড়িতে নিয়ে আসব ।"

  • President Droupadi Murmu presents Padma Shri to Shri Dhaniram Toto for Literature & Education. He played a great role in preserving an endangered language 'Toto' and making people aware about the importance of their culture and language. pic.twitter.com/VOFNCxEv6I

    — President of India (@rashtrapatibhvn) March 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
অন্যদিকে জেলার ছেলে ধনীরাম টোটো পদ্মশ্রী সম্মানে ভূষিত হবার ফলে খুশির হাওয়া আলিপুরদুয়ারে । এই জেলা থেকে প্রথম কোনও সন্তান পদ্মশ্রী সম্মান পেলেন । পৃথিবীর মধ্যে অতি ক্ষুদ্র এক জনজাতি হল টোটো । এই টোটোদের শিক্ষার প্রসারে অক্ষর তৈরি ও বই লেখার ক্ষেত্রে ধনীরাম টোটোর ভূমিকা অপরিসীম । সেই দিক থেকেই অসামান্য অবদানের জন্য মাদারিহাট বীরপাড়ার টোটোপাড়ার বাসিন্দা ধনীরাম টোটোকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Dhaniram Toto Received Padma Shri)।ধনীরাম জানান, এই সম্মান তাকে আরও কাজ করার গতি আনবে । তিনি গর্বিত যে তাকে সরকার এই সম্মান দিয়েছেন ।

আরও পড়ুন : সারিঞ্জাকে আপন করে 'পদ্মশ্রী' শতায়ু মংলা গোসাইয়ের

Last Updated : Mar 23, 2023, 8:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.