ETV Bharat / state

Man Kills Daughter : রাগের মাথায় মেয়েকে বাটাম দিয়ে মেরে ফেলল বাবা - man kills daughter in dhupguri

ধূপগুড়ির ঠাকুরপাঠের মল্লিকসভা এলাকায় বাটাম দিয়ে নিজের যুবতী মেয়েকে পিটিয়ে মারে বাবা (Father Killed Daughter) ৷ অভিযুক্তের নাম নিরঞ্জন পাল ৷

Father Killed Daughter news
বাবার রাগের শিকার মেয়ে
author img

By

Published : May 26, 2022, 10:51 PM IST

ধূপগুড়ি, 26 মে : বাটাম দিয়ে মেয়েকে পিটিয়ে মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে (Father Killed Daughter) ৷ ঘটনাটি ধূপগুড়ির ঠাকুরপাঠের মল্লিকসভা এলাকায় । ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় ৷ মৃতার নাম ললিতা পাল (19) ৷

বৃহস্পতিবার বিকেলে বাটাম এবং লাঠিসোটা নিয়ে রাগের বশে মেয়েকে মারধর করে নিরঞ্জন পাল নামে ওই ব্যক্তি ৷ মারধরের পর জঙ্গলে গা ঢাকা দেয় অভিযুক্ত । মারধরের পর মুখে রক্ত উঠে আসে ললিতা পালের । এরপর স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : বাবার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা মেয়ে, পৈশাচিক ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

ঘটনার পরবর্তীতে অভিযুক্ত নিরঞ্জন পাল জঙ্গলে লুকিয়ে পড়ে, পরবর্তীতে গ্রামবাসীদের নজরে পড়লে তাকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় । ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে এলাকায় ছুটে আসে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । লিখিত অভিযোগ দায়ের ভিত্তিতে তদন্ত শুরু হবে বলে পুলিশ সূত্রের খবর ।

ধূপগুড়ি, 26 মে : বাটাম দিয়ে মেয়েকে পিটিয়ে মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে (Father Killed Daughter) ৷ ঘটনাটি ধূপগুড়ির ঠাকুরপাঠের মল্লিকসভা এলাকায় । ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় ৷ মৃতার নাম ললিতা পাল (19) ৷

বৃহস্পতিবার বিকেলে বাটাম এবং লাঠিসোটা নিয়ে রাগের বশে মেয়েকে মারধর করে নিরঞ্জন পাল নামে ওই ব্যক্তি ৷ মারধরের পর জঙ্গলে গা ঢাকা দেয় অভিযুক্ত । মারধরের পর মুখে রক্ত উঠে আসে ললিতা পালের । এরপর স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : বাবার লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা মেয়ে, পৈশাচিক ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

ঘটনার পরবর্তীতে অভিযুক্ত নিরঞ্জন পাল জঙ্গলে লুকিয়ে পড়ে, পরবর্তীতে গ্রামবাসীদের নজরে পড়লে তাকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় । ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে এলাকায় ছুটে আসে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । লিখিত অভিযোগ দায়ের ভিত্তিতে তদন্ত শুরু হবে বলে পুলিশ সূত্রের খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.