জলপাইগুড়ি, 31 অগস্ট: ঘুরতে গিয়ে জিনিস হারিয়ে ফেলেন না এইরকম মানুষের সন্ধান পাওয়া বেশ মুশকিলের (Lost Item Recovered From Darjeeling Mail) ৷ আর ঘটনাস্থল যদি ট্রেনের কামরা হয় তাহলে তো সে জিনিস ফেরত পাওয়ার বিশেষ আশা থাকে না ৷ এতদিন পর্যন্ত সামগ্রিকভাবে পর্যটকদের অভিজ্ঞতা ছিল কমবেশি এরকমই । তবে শিলিগুড়ির বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়ালের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম ঘটেছে ৷
শিয়ালদা থেকে দার্জিলিং মেল-এ নিউ জলপাইগুড়ি ষ্টেশনে জিন্সের প্যান্ট আর রুমাল ফেলে নেমে পরেছিলেন শিলিগুড়ির বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল। এক ঘন্টার মধ্যে রেলের ট্যুইটারে অভিযোগ পেয়ে চারজন আরপিএফ কর্মী খোঁজাখুজি করে জিন্সের প্যান্ট আর রুমাল ফিরিয়ে দিল জলপাইগুড়ি টাউন ষ্টেশনের আরপিএফ কর্মীরা।
আরও পড়ুন: স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত পরিষেবা
শিলিগুড়ির 40 নং ওয়ার্ডের প্রনামি মন্দির রোডের সিদ্ধার্থ আগরওয়াল ৷ সোমবার দার্জিলিং মেলে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । সকালে নিউ জলপাইগুড়ি রেলওয়ে ষ্টেশনে নামেন তিনি । এরপরেই, সিদ্ধার্থ বাড়ি ফিরে দেখেন তাঁর জিন্সের প্যান্ট আর রুমাল ট্রেনে ফেলে নেমে পরেছেন । সমস্ত বিষয়টি রেলের নির্দিষ্ট অ্যাপে অভিযোগ জানান। এই অভিযোগের কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ি টাউন ষ্টেশনের আরপিএফ কর্মীরা তাঁকে ফোন করে জানিয়ে দেয় রুমাল ও জিন্সের প্যান্ট পাওয়া গিয়েছে । রেলের তরফে জানাতে আরপিএফ কর্মীরা জিনিসি খুঁজে পেয়ে সিদ্ধার্থ বাবুকে খবর দেন ৷ টাউন ষ্টেশন তাঁর পরিচয় পত্র দেখিয়ে জিন্সের প্যান্ট ও রুমাল নিয়ে যান সংশ্লিষ্ট ব্যক্তি।
এদিন শিলিগুড়ির বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল জানান, ‘‘আমি বাড়ি ফিরে দেখি জিন্সের প্যান্ট ও রুমাল ট্রেনে ফেলে নেমে পরেছি। এরপর রেলের অ্যাপে অভিযোগ করার এক ঘণ্টার মধ্যেই আমার জিনিস ফিরিয়ে দিয়েছে আরপিএফ।’’