ETV Bharat / state

Father Died to Save his Son : ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাবার - unpleasant incident happened in jalpaiguri

ময়ানাগুড়িতে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত বাবা ৷ ছেলের প্রেমিকার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ ৷ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট (Jalpaiguri Death) ৷ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷

Father Died To Rescue his Son
ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাবার
author img

By

Published : Jun 11, 2022, 12:26 PM IST

জলপাইগুড়ি, 11 জুন : দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ৷ সেই প্রেমিকার পরিবারের বিরুদ্ধে উঠল প্রেমিকের বাবাকে খুন ও প্রেমিককে আটকে রেখে মারধরের অভিযোগ ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুডির ময়নাগুড়িতে ৷ ইতিমধ্যেই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এলাকায় বসানো হয়েছ পুলিশ পিকেট (Jalpaiguri Death) ৷

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মন্টু সরকার ৷ বাড়ি ময়নাগুড়ির দক্ষিণ মাধবডাঙ্গায় । তাঁর ছেলে গৌতম সরকার ৷ এই যুবকের সঙ্গে পুঁটিমারীর স্বপ্না রায়ের দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল । বৃহস্পতিবার গৌতম স্বপ্নার সঙ্গে দেখা করতে গেলে তাঁকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ । কোনওরকমে সেখানে থেকে পালিয়ে পাট ক্ষেতে আশ্রয় নিয়েছিল গৌতম । এরপর সে আহত অবস্থায় স্থানীয় এক বিয়েবাড়িতে গিয়ে সব জানায় ৷ তাঁরাই গৌতমের বাড়িতে খবর দেন (man died in jalpaiguri while trying to save his son)।

ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাবার

মৃতের দাদা সন্তোষ সরকারের অভিযোগ, গৌতমকে পুঁটিমারী এলাকায় আটকে রাখা হয়েছে শুনে ছেলেকে উদ্ধার করতে যান বাবা মন্টু সরকার ৷ গৌতমকে খুঁজতে স্থানীয় রাজরহাট এলাকায় গেলে কয়েকজন যুবক তাঁর পথ আটকে বেধড়ক মারধর করে ৷ রক্তাক্ত অবস্থায় বার্নিশ গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ফেলে পালায় ৷ স্থানীয় গ্রাম প্রধান পুলিশকে খবর দিলে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় মন্টু সরকারকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় শিলিগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানোর সময় পথেই মৃত্যু হয় মন্টু সরকারের।
আরও পড়ুন : ফোন করায় বকাবকি, মেয়ের প্রেমিকের বন্ধুর মারে মৃত্যু ব্যক্তির

জলপাইগুড়ি, 11 জুন : দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ৷ সেই প্রেমিকার পরিবারের বিরুদ্ধে উঠল প্রেমিকের বাবাকে খুন ও প্রেমিককে আটকে রেখে মারধরের অভিযোগ ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুডির ময়নাগুড়িতে ৷ ইতিমধ্যেই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এলাকায় বসানো হয়েছ পুলিশ পিকেট (Jalpaiguri Death) ৷

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মন্টু সরকার ৷ বাড়ি ময়নাগুড়ির দক্ষিণ মাধবডাঙ্গায় । তাঁর ছেলে গৌতম সরকার ৷ এই যুবকের সঙ্গে পুঁটিমারীর স্বপ্না রায়ের দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল । বৃহস্পতিবার গৌতম স্বপ্নার সঙ্গে দেখা করতে গেলে তাঁকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ । কোনওরকমে সেখানে থেকে পালিয়ে পাট ক্ষেতে আশ্রয় নিয়েছিল গৌতম । এরপর সে আহত অবস্থায় স্থানীয় এক বিয়েবাড়িতে গিয়ে সব জানায় ৷ তাঁরাই গৌতমের বাড়িতে খবর দেন (man died in jalpaiguri while trying to save his son)।

ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু বাবার

মৃতের দাদা সন্তোষ সরকারের অভিযোগ, গৌতমকে পুঁটিমারী এলাকায় আটকে রাখা হয়েছে শুনে ছেলেকে উদ্ধার করতে যান বাবা মন্টু সরকার ৷ গৌতমকে খুঁজতে স্থানীয় রাজরহাট এলাকায় গেলে কয়েকজন যুবক তাঁর পথ আটকে বেধড়ক মারধর করে ৷ রক্তাক্ত অবস্থায় বার্নিশ গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ফেলে পালায় ৷ স্থানীয় গ্রাম প্রধান পুলিশকে খবর দিলে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় মন্টু সরকারকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় শিলিগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানোর সময় পথেই মৃত্যু হয় মন্টু সরকারের।
আরও পড়ুন : ফোন করায় বকাবকি, মেয়ের প্রেমিকের বন্ধুর মারে মৃত্যু ব্যক্তির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.