জলপাইগুড়ি, 29 অগাস্ট : "দিদিকে বলো"-র নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি । ধৃত দীপেন্দু দত্তর বাড়ি জলপাইগুড়ির পবিত্রপাড়ায় । বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের কাছ থেকেও পাঁচ হাজার টাকা নিয়েছে সে । টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন বনমন্ত্রী ।
উত্তরবঙ্গের একাধিক নেতা, মন্ত্রীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে এই ব্যক্তির বিরুদ্ধে । সে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক পরিচয় দিয়ে প্রতারণা করত । অভিযোগ, বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের কাছ থেকে চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা নিয়েছিল সে । তৃণমূল নেতা নান্টু পালের কাছ থেকে নিয়েছে তিন হাজার টাকা । বিনয়কৃষ্ণ বর্মণ ও নান্টু পাল উভয়ই স্বীকার করেছেন সেকথা ।
সাংবাদিকদের প্রশ্নে দীপেন্দু দত্ত বলে, "চাকরির বিষয়ে আমায় টাকা তোলার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ।" এখানেই শেষ নয় । সে আরও বলে, "আলিপুরদুয়ারের জেলা সভাপতি মৃদুল গোস্বামীকে ওই পদে আমিই বসিয়েছি ।"
জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "অভিযুক্ত দীপেন্দু দত্তর বিরুদ্ধে উত্তরবঙ্গের বিভিন্ন নেতা-মন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রীর নাম করে টাকা তোলার অভিযোগ আসছিল । সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।"