ETV Bharat / state

Mamata Banerjee: মালবাজারে মমতা, দেখা করলেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে

author img

By

Published : Oct 17, 2022, 5:08 PM IST

Updated : Oct 17, 2022, 6:45 PM IST

সোমবার বিকেলে মালবাজারে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী (mamata banerjee reaches malbazar) ৷ তিনি দেখা করেছেন মাল নদীর দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে (CM meets family of Mal River incident) ৷

ETV Bharat
Mamata reaches malbazar

জলপাইগুড়ি, 17 অক্টোবর: উত্তরবঙ্গ সফরে সোমবার জলপাইগুড়ি এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিকেলে হেলিকপ্টারে বড়দিঘি স্কুলের মাঠে নামেন মুখ্যমন্ত্রী । সেখান থেকে সড়কপথে মালবাজারে যান তিনি (Mamata Banerjee reaches Malbazar) ৷ দেখা করেন মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ এদিন প্রথমে হেলিপ্যাড থেকে হড়পা বানে মৃত শুভাশিষ লাহা, তপন অধিকারীদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী ৷ সেখানে মৃতের পরিবারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি ৷ হড়পা বানে মৃত 6 জনের পরিবারের সঙ্গে এদিন দেখা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব-সহ পুলিশের কর্তারা (Mamata banerjee meets family of Mal River incident) ৷

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "এটা মর্মান্তিক ঘটনা । কখনও কখনও কোনও পরিবারে বিপর্যয় দুর্যোগ ঘটে । আট জন এই দুর্ঘটনায় মারা গিয়েছেন । আমি 6 জনের বাড়িতে গিয়ে দেখা করলাম । একজনের পরিবার নেই, তাঁরা গয়ায় গিয়েছে । পরিবারগুলির সঙ্গে কথা বলে গেলাম । সেদিন যারা অনেকের জীবন বাঁচিয়েছিলেন তাঁদের কালকের মিটিংয়ে ডাকা হয়েছে ৷ সবাই মিলে একসঙ্গে কাজ করে সেদিন প্রায় 450 জনকে বাঁচানো গিয়েছে ৷"

চারদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার রাতে তেসিমলায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক দুলাল দাসের ফার্ম হাউজে থাকার কথা তাঁর ৷ মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তেসিমলা থেকে সড়কপথে তিনি মালবাজার আদর্শ বিদ্যাভবনে যাবেন ৷ সেখানে মাল নদীর বিপর্যয়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে আরেক দফায় কথা বলার কথা তাঁর ৷ গত 5 অক্টোবর মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন চলাকালীন হড়পা বানে 8 জনের মৃত্যু হয় । আহত হন 13 জন (Mal River incident)।

মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: শিলিগুড়িতে মমতার বিজয়া সম্মিলনীকে 'বিসর্জন সম্মিলনী' বলে কটাক্ষ বিজেপির

রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50 হাজার টাকা করে সাহায্য করা হয়েছে ৷ মালবাজার পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিহত পরিবারের পক্ষ থেকে কেউ চাকরির জন্য পৌরসভায় আবেদন করলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে । মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের চাকরির প্রস্তাব দিতে পারেন বলে মনে করা হচ্ছে ৷

এরপর মালবাজার বিদ্যাভবনের মাঠে তৈরি হেলিপ্যাড থেকে শিলিগুড়িতে উড়ে যাবেন মুখ্যমন্ত্রী ৷ উত্তরকন্যায় রাত্রিযাপন করবেন তিনি ৷ পরেরদিন উত্তরবঙ্গের বিভিন্ন ক্লাবগুলোকে নিয়ে কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

জলপাইগুড়ি, 17 অক্টোবর: উত্তরবঙ্গ সফরে সোমবার জলপাইগুড়ি এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিকেলে হেলিকপ্টারে বড়দিঘি স্কুলের মাঠে নামেন মুখ্যমন্ত্রী । সেখান থেকে সড়কপথে মালবাজারে যান তিনি (Mamata Banerjee reaches Malbazar) ৷ দেখা করেন মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ এদিন প্রথমে হেলিপ্যাড থেকে হড়পা বানে মৃত শুভাশিষ লাহা, তপন অধিকারীদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী ৷ সেখানে মৃতের পরিবারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি ৷ হড়পা বানে মৃত 6 জনের পরিবারের সঙ্গে এদিন দেখা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব-সহ পুলিশের কর্তারা (Mamata banerjee meets family of Mal River incident) ৷

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "এটা মর্মান্তিক ঘটনা । কখনও কখনও কোনও পরিবারে বিপর্যয় দুর্যোগ ঘটে । আট জন এই দুর্ঘটনায় মারা গিয়েছেন । আমি 6 জনের বাড়িতে গিয়ে দেখা করলাম । একজনের পরিবার নেই, তাঁরা গয়ায় গিয়েছে । পরিবারগুলির সঙ্গে কথা বলে গেলাম । সেদিন যারা অনেকের জীবন বাঁচিয়েছিলেন তাঁদের কালকের মিটিংয়ে ডাকা হয়েছে ৷ সবাই মিলে একসঙ্গে কাজ করে সেদিন প্রায় 450 জনকে বাঁচানো গিয়েছে ৷"

চারদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার রাতে তেসিমলায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক দুলাল দাসের ফার্ম হাউজে থাকার কথা তাঁর ৷ মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তেসিমলা থেকে সড়কপথে তিনি মালবাজার আদর্শ বিদ্যাভবনে যাবেন ৷ সেখানে মাল নদীর বিপর্যয়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে আরেক দফায় কথা বলার কথা তাঁর ৷ গত 5 অক্টোবর মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন চলাকালীন হড়পা বানে 8 জনের মৃত্যু হয় । আহত হন 13 জন (Mal River incident)।

মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: শিলিগুড়িতে মমতার বিজয়া সম্মিলনীকে 'বিসর্জন সম্মিলনী' বলে কটাক্ষ বিজেপির

রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50 হাজার টাকা করে সাহায্য করা হয়েছে ৷ মালবাজার পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিহত পরিবারের পক্ষ থেকে কেউ চাকরির জন্য পৌরসভায় আবেদন করলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে । মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের চাকরির প্রস্তাব দিতে পারেন বলে মনে করা হচ্ছে ৷

এরপর মালবাজার বিদ্যাভবনের মাঠে তৈরি হেলিপ্যাড থেকে শিলিগুড়িতে উড়ে যাবেন মুখ্যমন্ত্রী ৷ উত্তরকন্যায় রাত্রিযাপন করবেন তিনি ৷ পরেরদিন উত্তরবঙ্গের বিভিন্ন ক্লাবগুলোকে নিয়ে কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Oct 17, 2022, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.