সেবক, 27 জুন: জলপাইগুড়ি থেকে ওড়ার পথে খারাপ আবহাওয়ার মুখে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আপদকালীন অবস্থায় সেবক বায়ুসেনাঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় তাঁর হেলিকপ্টার । ভারতীয় সেনার কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "আবহাওয়া খারাপের কারণে সুকনাতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করে । পরে সেখান থেকে তিনি বাগডোগরা বিমানবন্দরে যান ।"
জানা গিয়েছে, জলপাইগুড়ি থেকে যখন মুখ্যমন্ত্রী রওনা দিয়েছিলেন তখন দৃশ্যমানতা বা অন্য কোনও সমস্যা ছিল না । শর্টফ্লাইয়ের কারণে এই উড়ানের অনুমতি হয়েছিল এয়ার ট্র্যাফিক কন্ট্রোল । কিন্তু কপ্টার মাঝ আকাশে পৌঁছতেই ধীরে ধীরে আবহাওয়া খারাপ হয় এবং দৃশ্যমানতা অত্যন্ত কমে যায় । ফলে দ্রুত হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে সেবকের কাছে শালুগাড়া সেনা ছাউনির দিকে করতে হয় । জরুরি অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর কপ্টারকে ৷
জানা গিয়েছে, হেলিকপ্টারের কোনও ক্ষতি হয়নি । নিরাপদে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই মুহূর্তে তিনি সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলছেন ৷ সেখান থেকে বাগডোগরা পর্যন্ত তিনি সড়কপথে সফর করবেন, নাকি অন্য কোনও ব্যবস্থা করা হবে, সে বিষয়ে আলোচনা করা হচ্ছে ৷ আজই বাগডোগরা থেকে কলকাতা ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর ।
আরও পড়ুন: মোদি আজ আছে কাল নেই, বিএসএফ-কে স্বাধীনভাবে কাজ করার বার্তা মমতার
জানা গিয়েছে, পাইলটের দক্ষতাতেই বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সভাসস্থল থেকে কপ্টারটি বাগডোগরার দিকে যাচ্ছিল । এ দিন আগে থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল । জানা গিয়েছে, এ দিন জলপাইগুড়ি থেকে ফেরার পথে হঠাৎই তিন দিকে প্রবল কালো মেঘ দেখে এক রকম হকচকিয়ে যান পাইলট । এর পরেই শুরু হয় প্রবল বৃষ্টি । এই অবস্থায় বাগডোগরা বিমানবন্দরের দিকে এগিয়ে গেলে বিপদ হতে পারে বুঝে, তিনি তড়িঘড়ি হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে দেন ।
একমাত্র দার্জিলিং পাহাড়ের দিকটাই পরিষ্কার ছিল । ফলে সেই দিকেই নিয়ে যেতে বাধ্য হন পাইলট । পরে অবশ্য সেবকের কাছে এয়ারবেসে হেলিকপ্টার অবতরণ করে । যতদূর মনে করা হচ্ছে, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত । আবহাওয়া যেমন তৈরি হয়েছিল তাতে যে কোনও বড় দুর্ঘটনা যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত । সবকিছু ঠিকঠাক থাকলে বাগডোগরা হয়ে আজই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী ।