জলপাইগুড়ি, 27 জুন: 2024 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে হারাতে ইতিমধ্যেই জোট পরিকল্পনা শুরু করেছে দেশের 17টি বিরোধী রাজনৈতিক দল ৷ যার অন্যতম সঙ্গী তৃণমূল কংগ্রেস ৷ এই অবস্থায় দাঁড়িয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল তাৎপর্যপূর্ণ মন্তব্য ৷ এদিন পঞ্চায়েতের ভোট প্রচারে জলপাইগুড়ির ক্রান্তির নির্বাচনী সভা থেকে তিনি বলেন, "বিজেপিকে বলি ওহে নন্দলাল 1200 টাকায় জ্বলছে বিনে পয়সার চাল। কেরোসিনও তো দাও না। সব বন্ধ করে দাও, কিন্তু বিজেপির আয়ু আর মাত্র ছয় মাস । তারপর ধুয়ে যাবে ভারত থেকে । আগামী ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ লোকসভা নির্বাচন রয়েছে ৷ তাতে আমি ভারতবর্ষকে যতটা চিনি বিজেপি ধুয়ে যাবে।"
এদিন ক্রান্তির নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, দেশে অত্যাচার করছে বিজেপি আর বাইরে বাহবা নিচ্ছে । তাঁর কথায়, "বাংলায় থাকলে দিদি আছে, আপনার কোনও নিরাপত্তা কেউ কেড়ে নেবে না । কামতাপুরি, চা বাগানের মজদুরদের জন্য দিদি আছে কেউ কিছু করতে পারবে না । উত্তরবঙ্গে আরও একটা অর্থিক অঞ্চল তৈরি হচ্ছে । অনেক শিল্প হবে, ছেলে মেয়েদের বাইরে যেতে হবে না । টাকা আমরা ছিনিয়ে আনবই । আপনারা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন সব দেব । দিদি আপনাদের পাশে দাঁড়াবে ।" মুখ্যমন্ত্রীর কটাক্ষ, বিনে পয়সায় চাল 1200 টাকার গ্যাসে জ্বলছে । মোদি আসার আগে গ্যাসের দাম 400 টাকা ছিল এখন তা হয়েছে 1200 টাকা ।
তাঁর আমলে রাজ্যের উন্নয়নে কী কী পরিকল্পনা ও পদক্ষেপ করা হয়েছে সেই তথ্যও এদিন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানান, যাঁদের বাড়ি নেই তাঁদের পাকাবাড়ি দেওয়া হচ্ছে ৷ জলপাইগুড়িতে 1100 দেওয়া হয়েছে । চা শ্রমিকদের মজুরি 67 টাকা থেকে বাড়িয়ে 232 টাকা করে দেওয়া হয়েছে ৷ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্পের কথাও বলেন তিনি ৷ মমতার অভিযোগ, কেন্দ্র আমেরিকাকে কত টাকা দিয়ে এসেছে, দেশকে বিক্রি করছে, রাশিয়াকে কত টাকা দিয়ে কিনেছে । কিন্তু বাংলাকে ফসলের দাম, 100 দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা এদিন আরও বলেন, "আজ লবি করে বেড়াচ্ছে । ছবি দেখিয়ে বেড়াচ্ছে, সংখ্যালঘুদের কত ভালোবাসি ৷ আমেরিকায় নাম কুড়চ্ছো আর এখানে এনকাউন্টার করে গুলি করে মারছো । ওখানে গিয়ে বলছো, আমার সঙ্গে সবার ভালো সম্পর্ক । কুস্তিগীররা কত আন্দোলন করল কিছুই করল না ।"
আরও পড়ুন: রাশিয়াকে কত টাকায় কিনেছে, মোদিকে নিশানা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, কোনও কোনও বিজেপি নেতা ভয় দেখাচ্ছে । কিন্তু রাজ্য পুলিশ রাজ্যের হাতে, তারাই আইন-শৃঙ্খলা দেখে । কেউ অত্যাচার করলে পুলিশকে গিয়ে জানাতে হবে । পুলিশের কাজ মানুষকে সাহায্য করা । গ্রামে গ্রামে বার্তা দিতে হবে ভোটে বাইরে থেকে বিজেপি লোক নিয়ে আসতে পারে ৷