জলপাইগুড়ি , 19 জুলাই : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জলপাইগুড়ির পৌর এলাকায় বাড়ল লকডাউনের মেয়াদ ৷ আরও সাতদিনের জন্য লকডাউন বাড়ানো হয়েছে ৷ এর আগে 15 জুলাই বিকেল 5 টা থেকে 19 জুলাই রাত 12 টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে । আজ ফের জেলা শাসক অভিষেককুমার তিওয়ারি 20 তারিখ থেকে আরও সাত দিনের জন্য লকডাউন বাড়ানোর নির্দেশিকা জারি করেন ।
জলপাইগুড়িতে দিন দিন সংক্রমণ বাড়ছে ৷ তাই সংক্রমণ মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে , নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকছে । ওষুধের দোকান , ব্যাঙ্ক , ATM , হোম ডেলিভারি খোলা থাকছে । এছাড়া মুদি দোকান , মাছ , মাংস , দুধ , পাউরুটি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে । সমস্ত সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে ৷ এছাড়া সমস্ত রকম গণপরিবহন যেমন বাস ,ট্যাক্সি ,অটো সব বন্ধ থাকবে ।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয় , কেউ লকডাউন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । IPC 188 ধারায় লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলেও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে । সমস্ত রেশন দোকান খোলা থাকছে । হাসপাতালে যাওয়ার জন্য টোটো , রিক্সায় ছাড় দেওয়া হবে । 20 জুলাই সকাল 6 টা থেকে সাত দিনের জন্য লকডাউন চলবে জলপাইগুড়ির পৌর এলাকায় ।