জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি : এলাকায় মদের দোকান খোলার বিরুদ্ধে রাজ্য সড়ক আটকে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি-হলদিবাড়ি রুটে ধাপগঞ্জের সর্দারপাড়ায়।
গতকাল সকাল ৯টা থেকে পথ অবরোধ করেন সর্দারপাড়ার বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, এতদিন কিছুই জানতেন না। হঠাৎ তিনদিন আগে এলাকার একটি ফ্যাক্টরির সামনে মদের দোকান খোলা হবে এমন পোস্টার লাগানো হয়। স্থানীয় মঞ্জু খাতুন বলেন, "আমরা চাই এই মদের দোকান আজই বন্ধ হোক। ঘরের মধ্যে যে মদের বোতলগুলো আছে সেগুলো এখনই বাইরে বের করে দেওয়া হোক। না হলে ওরা গোপনে ওই বোতলগুলো বিক্রি করতে পারে। আর যদি তা না করা হয় আমাদের পথ অবরোধ চলছে, চলবে। সেক্ষেত্রে জীবন দেব কিন্তু রাস্তা ছাড়ব না। আমরা সর্দারপাড়ার মহিলারা আমাদের স্বামী, সন্তান, ভাইদের নষ্ট হতে দেব না। মদের দোকান খুলতে দেব না।"
খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। আবগারি দপ্তরের ডেপুটি কালেকটর অমিতা লেপচা ঘটনাস্থানে এসে স্থানীয়দের বলেন, "মদের দোকান খোলার লাইসেন্স দিয়েছে সরকার। কিন্তু জনগণ সবার উপরে। আপনারা যদি আপত্তি করেন তাহলে আমাদের বিষয়টি পুনরায় খতিয়ে দেখতে হবে। তবে আপনারা লিখিতভাবে অভিযোগ DM বা ADM অফিসে জানান। আমরা ব্যবস্থা নেব। কিন্তু এইভাবে পথ অবরোধ করবেন না। এতে অনেক মানুষের অসুবিধা হচ্ছে।" তাঁদের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়।