জলপাইগুড়ি, 2 মে : বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু গৃহহীন পরিবারকে থাকতে দেওয়া হয় রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরে । যার জেরে ক্ষুব্ধ স্থানীয়রা । প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সভাধিপতিকে ঘিরে বিক্ষোভ দেখান ফাটাপুকুরের স্থানীয় বাসিন্দারা । জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা ৷
স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু গৃহহীন পরিবারকে নিয়ে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর মার্কেট কমপ্লেক্সে রাখা হয় । খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ ।
ঘটনার পরই রাজগঞ্জের BDO এন সি শেরপা ঘটনাস্থানে আসেন । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা । এরপর জলপাইগুড়ি জেলা সভাধিপতি উত্তরা বর্মন ঘটনাস্থানে এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ । অভিযোগ, কোনওরকম পরীক্ষা-নিরীক্ষা না করেই ঘনবসতিপূর্ণ এলাকায় এইসব গৃহহীন মানুষদের রাখা হয়েছে । শীঘ্রই এদের সরিয়ে নেওয়ার দাবিও তুলেছেন তাঁরা । এরপরই ফাটাপুকুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ।