ETV Bharat / state

liquor recovered from ambulance: অ্যাম্বুলান্সে করে ভুটান থেকে মদ পাচার, জলপাইগুড়িতে গ্রেফতার চালক

অ্যাম্বুলান্সে করে ভুটান থেকে মদ পাচারের অভিযোগ উঠল জলপাইগুড়িতে (Jalpaiguri news)৷ গ্রেফতার করা হয়েছে চালককে (liquor recovered from ambulance)৷

liquor recovered from ambulance at Jalpaiguri, driver arrested
অ্যাম্বুলান্সে করে ভুটান থেকে মদ পাচার, জলপাইগুড়িতে গ্রেফতার চালক
author img

By

Published : May 9, 2022, 1:08 PM IST

আলিপুরদুয়ার, 9 মে: নীলবাতি জ্বালিয়ে হুটার বাজিয়ে যাচ্ছে অ্যাম্বুলান্স (liquor recovered from ambulance)। কিন্তু রোগী নয়, তাতে ভর্তি মদের বোতল । তা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের । অ্যাম্বুলান্সে করে মদ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চালককে । ভুটানের মদ পাচারের অভিযোগে ওই অ্যাম্বুলান্সটিকে বাজেয়াপ্ত করেছে বীরপাড়া থানার পুলিশ (Jalpaiguri news)।

রবিবার রাতে আলিপুরদুয়ার জেলার বীরাপাড়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মদ উদ্ধার করে । বীরপাড়া থানার ওসি প্রেম থামির নেতৃত্বে পুলিশ অ্যাম্বুলান্সের তল্লাশি চালায় । উদ্ধার করা হয় 600 বোতল মদ । অ্যাম্বুলান্স চালককে গ্রেফতার করা হয়েছে । বীরপাড়া রেলগেট এলাকা থেকে অ্যাম্বুলান্সটিকে আটক করা হয়েছে । সেটি ভুটানের দিক থেকে বীরপাড়ার দিকে আসছিল বলে জানা গিয়েছে । এত পরিমাণ ভুটানের মদ কোথা থেকে আনা হল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জীতেন ডোমকে (liquor in ambulance)।

আরও পড়ুন: Mutton-chicken-wine in Holi bumper lottery: 10 টাকায় জোড়া খাসি-মুরগি-বিদেশি মদ, হোলি বাম্পার লটারি শিলিগুড়িতে

liquor recovered from ambulance at Jalpaiguri, driver arrested
মদ উদ্ধার অ্যাম্বুলান্সে

বীরপাড়া থানার ওসি প্রেম থামি জানান, "গতকাল রাতে আমাদের কাছে খবর আসে অ্যাম্বুলান্সে করে মদ পাচার হচ্ছে । সেই খবর পেয়ে আমরা বীরপাড়া রেলগেটের কাছে অ্যাম্বুলান্সটিকে আটকাই । তল্লাশি চালিয়ে দেখা যায় তাতে প্রচুর পরিমাণে ভুটানের মদ রয়েছে । আমরা অ্যাম্বুলান্সের চালককে গ্রেফতার করেছি ।"

ধৃত অ্যাম্বুলান্স চালক বীরপাড়ার হাসপাতালপাড়ার বাসিন্দা । তার নাম জীতেন ডোম । এর আগেও জীতেন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ।

আলিপুরদুয়ার, 9 মে: নীলবাতি জ্বালিয়ে হুটার বাজিয়ে যাচ্ছে অ্যাম্বুলান্স (liquor recovered from ambulance)। কিন্তু রোগী নয়, তাতে ভর্তি মদের বোতল । তা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের । অ্যাম্বুলান্সে করে মদ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চালককে । ভুটানের মদ পাচারের অভিযোগে ওই অ্যাম্বুলান্সটিকে বাজেয়াপ্ত করেছে বীরপাড়া থানার পুলিশ (Jalpaiguri news)।

রবিবার রাতে আলিপুরদুয়ার জেলার বীরাপাড়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মদ উদ্ধার করে । বীরপাড়া থানার ওসি প্রেম থামির নেতৃত্বে পুলিশ অ্যাম্বুলান্সের তল্লাশি চালায় । উদ্ধার করা হয় 600 বোতল মদ । অ্যাম্বুলান্স চালককে গ্রেফতার করা হয়েছে । বীরপাড়া রেলগেট এলাকা থেকে অ্যাম্বুলান্সটিকে আটক করা হয়েছে । সেটি ভুটানের দিক থেকে বীরপাড়ার দিকে আসছিল বলে জানা গিয়েছে । এত পরিমাণ ভুটানের মদ কোথা থেকে আনা হল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জীতেন ডোমকে (liquor in ambulance)।

আরও পড়ুন: Mutton-chicken-wine in Holi bumper lottery: 10 টাকায় জোড়া খাসি-মুরগি-বিদেশি মদ, হোলি বাম্পার লটারি শিলিগুড়িতে

liquor recovered from ambulance at Jalpaiguri, driver arrested
মদ উদ্ধার অ্যাম্বুলান্সে

বীরপাড়া থানার ওসি প্রেম থামি জানান, "গতকাল রাতে আমাদের কাছে খবর আসে অ্যাম্বুলান্সে করে মদ পাচার হচ্ছে । সেই খবর পেয়ে আমরা বীরপাড়া রেলগেটের কাছে অ্যাম্বুলান্সটিকে আটকাই । তল্লাশি চালিয়ে দেখা যায় তাতে প্রচুর পরিমাণে ভুটানের মদ রয়েছে । আমরা অ্যাম্বুলান্সের চালককে গ্রেফতার করেছি ।"

ধৃত অ্যাম্বুলান্স চালক বীরপাড়ার হাসপাতালপাড়ার বাসিন্দা । তার নাম জীতেন ডোম । এর আগেও জীতেন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.