ETV Bharat / state

চা বাগানে পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ - বনদপ্তর

ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভগতপুর চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ৷ বেশ কিছুদিন ধরেই ওই বাগানে চিতাবাঘের আনাগোনা শুরু হয়েছিল৷ তার জেরেই খাঁচা পাতার সিদ্ধান্ত নেয় বন দপ্তর ৷

wb_jal_02_leopard_resque_7203427
চা বাগানে পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ
author img

By

Published : Feb 5, 2021, 7:57 PM IST

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: বন দপ্তরের খাঁচায় বন্দী হল পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভগতপুর চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে প্রাণীটি৷

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই বাগানে চিতাবাঘের আনাগোনা শুরু হয়েছিল ৷ তার জেরেই খাঁচা পাতার সিদ্ধান্ত নেয় বন দপ্তর ৷ শুক্রবার সকালে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খুনিয়া রেঞ্জের বনকর্মীরা৷

আরও পড়ুন: কয়েক ঘণ্টা শৌচালয়ে সঙ্গী চিতাবাঘ, জ্যান্ত উদ্ধার সারমেয়

বন দপ্তর সূত্রে খবর, খাঁচায় বন্দি স্ত্রী চিতাবাঘটিকে গরুমারা বন্যপ্রাণ বিভাগের লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷ চিতাবাঘটির বয়স আনুমানিক ১২ বছর। লাটাগুড়িতে প্রাথমিক চিকিৎসার পর তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: বন দপ্তরের খাঁচায় বন্দী হল পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ভগতপুর চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে প্রাণীটি৷

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই বাগানে চিতাবাঘের আনাগোনা শুরু হয়েছিল ৷ তার জেরেই খাঁচা পাতার সিদ্ধান্ত নেয় বন দপ্তর ৷ শুক্রবার সকালে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খুনিয়া রেঞ্জের বনকর্মীরা৷

আরও পড়ুন: কয়েক ঘণ্টা শৌচালয়ে সঙ্গী চিতাবাঘ, জ্যান্ত উদ্ধার সারমেয়

বন দপ্তর সূত্রে খবর, খাঁচায় বন্দি স্ত্রী চিতাবাঘটিকে গরুমারা বন্যপ্রাণ বিভাগের লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷ চিতাবাঘটির বয়স আনুমানিক ১২ বছর। লাটাগুড়িতে প্রাথমিক চিকিৎসার পর তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.