ETV Bharat / state

গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই চিতা বাঘ - গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র

ডুয়ার্সের বানরহাট এলাকা থেকে উদ্ধার হয় একটি জখম চিতা বাঘ ৷ চিতা বাঘটিকে নিয়ে যাওয়া হয় গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে ৷ উদ্ধার না হওয়া চিতা বাঘটির তল্লাশি জারি রেখেছে বন দপ্তর ৷

উদ্ধার হওয়া চিতাবাঘ
উদ্ধার হওয়া চিতাবাঘ
author img

By

Published : Jan 2, 2021, 12:58 PM IST

Updated : Jan 2, 2021, 1:54 PM IST

জলপাইগুড়ি , 2 জানুয়ারি :গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় দুটি চিতা বাঘ ৷ গতকাল ঘটনাটি ঘটে ডুয়ার্সের বানারহাট এলাকায় ৷ একটি চিতা বাঘকে উদ্ধার করা গেলেও আহত আরও একটি চিতা বাঘের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন বিভাগ ৷

শুক্রবার গভীর রাতে ,বানারহাটের দিকে যাওয়া একটি গাড়ির আঘাতে জখম হয় চিতা বাঘ দুটি ৷ একটি চিতা বাঘকে উদ্ধার করা গেলেও জখম আরও একটি চিতা বাঘকে উদ্ধার করা যায়নি। চিতা বাঘ দুটিকে ধাক্কা মারার পর গাড়িটিও উলটে যায় । এই ঘটনায় গাড়ির 5 জন আহত হন ৷ আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৷ পরে তাদের স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷

উদ্ধার হওয়া চিতা

বিন্নাগুড়ি বন্যপ্রাণী বিভাগের রেঞ্জার শুভাশিস রায় বলেন,' উদ্ধার হওয়া চিতা বাঘটিকে নিয়ে যাওয়া হয়েছে গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে ৷ উদ্ধার না হওয়া চিতা বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বনকর্মীরা ৷

জলপাইগুড়ি , 2 জানুয়ারি :গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় দুটি চিতা বাঘ ৷ গতকাল ঘটনাটি ঘটে ডুয়ার্সের বানারহাট এলাকায় ৷ একটি চিতা বাঘকে উদ্ধার করা গেলেও আহত আরও একটি চিতা বাঘের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন বিভাগ ৷

শুক্রবার গভীর রাতে ,বানারহাটের দিকে যাওয়া একটি গাড়ির আঘাতে জখম হয় চিতা বাঘ দুটি ৷ একটি চিতা বাঘকে উদ্ধার করা গেলেও জখম আরও একটি চিতা বাঘকে উদ্ধার করা যায়নি। চিতা বাঘ দুটিকে ধাক্কা মারার পর গাড়িটিও উলটে যায় । এই ঘটনায় গাড়ির 5 জন আহত হন ৷ আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৷ পরে তাদের স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷

উদ্ধার হওয়া চিতা

বিন্নাগুড়ি বন্যপ্রাণী বিভাগের রেঞ্জার শুভাশিস রায় বলেন,' উদ্ধার হওয়া চিতা বাঘটিকে নিয়ে যাওয়া হয়েছে গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে ৷ উদ্ধার না হওয়া চিতা বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বনকর্মীরা ৷

Last Updated : Jan 2, 2021, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.