জলপাইগুড়ি, 24 নভেম্বর : একাধিক দাবিতে আজ জলপাইগুড়িতে যৌথভাবে আন্দোলনে নামল বামফ্রন্ট ও কংগ্রেস ৷
তাদের দাবি, 200 দিনের কাজ সহ দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে ৷ গরিবদের মাথাপিছু 10 কেজি করে খাদ্যশষ্য দিতে হবে ৷ চা শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের ন্যূনতম মজুরি ও জমির পাট্টা দিতে হবে ৷ সরকারি পরিষেবার ক্ষেত্রে কর্মরতদের চাকরিতে মেয়াদ অবসর নিতে বাধ্য করার আইন বাতিল করতে হবে । কালোবাজারি বন্ধ করতে সহায়ক মূল্যে কৃষকের পণ্য সরকারকে সরাসরি কিনতে হবে ।
জলপাইগুড়ি শহরে মিছিল করে জেলাশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা । বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য সহ কংগ্রেস নেতারা ।