ETV Bharat / state

Jalpaiguri Covid Hospital : জঙ্গল-আগাছায় ভরা জলপাইগুড়ির অস্থায়ী কোভিড হাসপাতাল

জঙ্গলে ভর্তি জলপাইগুড়ির অস্থায়ী কোভিড হাসপাতাল ৷ দীর্ঘদিন পরিষ্কার না করায় এই পরিস্থিতি বলে অভিযোগ (Lack of Cleanliness at Jalpaiguri Covid Hospital) ৷ জলপাইগুড়ির বিশ্ববাংলা স্টেডিয়ামে অস্থায়ীভাবে এই হাসপাতাল তৈরি করেছে স্বাস্থ্য দফতর (Covid Hospital at Jalpaiguri SAI Center) ৷ কিন্তু, বর্তমানে রোগী কম থাকায় সেখানে সাফাই কর্মীও কম ৷ ফলে হাসপাতালের আশপাশে জঙ্গলে ভরে গিয়েছে ৷

Lack of Cleanliness at Jalpaiguri Covid Hospital
জঙ্গলে ভর্তি জলপাইগুড়ির অস্থায়ী কোভিড হাসপাতাল
author img

By

Published : Dec 4, 2021, 12:13 PM IST

জলপাইগুড়ি, 4 ডিসেম্বর : বেহাল দশা জলপাইগুড়ির একমাত্র কোভিড হাসপাতালের (Jalpaiguri Covid Hospital) ৷ অভিযোগ দীর্ঘদিন ধরে হাসপাতালের আশপাশে পরিষ্কার না করায় জঙ্গলে ভরে গিয়েছে ৷ হাসপাতালের জানালা বেয়ে উঠে এসেছে লতাপাতা ৷ আর সেগুলি পরিষ্কার করার কোনও উদ্যোগ প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে (Lack of Cleanliness at Jalpaiguri Covid Hospital) ৷ প্রসঙ্গ, করোনার শুরু দিকে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অস্থায়ী কোভিড হাসপাতাল (Covid Hospital at Jalpaiguri SAI Center) তৈরি করার জন্য রাজ্য সরকার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ, সাই’র থেকে স্টেডিয়ামটি নেয় ৷ তার পর থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধানে সেখানে জেলার একমাত্র কোভিড হাসপাতাল চলছে ৷

কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর থেকে সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা খুবই কম ৷ সেই কারণে গত প্রায় 46 জন অস্থায়ী কর্মীকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কিন্তু, তার পর থেকেই সমস্যা বাড়তে শুরু করেছে ৷ কর্মী না থাকায় অস্থায়ী কোভিড হাসপাতালে পরিষ্কার ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ বিশেষ করে স্টেডিয়ামের আশেপাশে জঙ্গলে ভরে গিয়েছে বলে অভিযোগ ৷ আর সেই জঙ্গল সাফাইয়ের জন্য না আছে সেখানে কোনও লোক ৷ আর প্রশাসনও সেই জঙ্গল পরিষ্কার করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷

আরও পড়ুন : জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা উন্নয়নে প্রস্তাব তিন সামাজিক সংগঠনের

ফলস্বরূপ জঙ্গলে ভরে গিয়েছে স্টেডিয়ামে থাকা হাসপাতালের চারদিক ৷ অস্থায়ী হাসপাতালের জানালা দিয়ে গাছের ডালপালা ভিতরে চলে এসেছে ৷ এমনকি সাপের আস্তানাও তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তবে, অস্থায়ী হাসপাতালের অংশ বাদ দিয়ে সাই সেন্টারের বাকি অংশ প্রায় পরিষ্কার করা হয় ৷ সেখানে আবাসিকদের থাকার জায়গাও নিয়মিত পরিচ্ছন্ন রাখা হয় ৷ বিশেষ করে পাশেই কোভিড হাসপাতাল থাকায় ৷ আর সেটা করে সাই কর্তৃপক্ষ ৷ কিন্তু, অস্থায়ী হাসপাতাল যেহেতু রাজ্য সরকারের অধীনে ৷ আর কোভিড রোগীদের চিকিৎসা সেখানে হয়, তাই সেইদিকে পরিষ্কার করানো হয় না সাই’র তরফে ৷

আরও পড়ুন : Viswa Bangla Stadium : বিশ্ববাংলা স্টেডিয়াম নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অরূপ

এই পরিস্থিতিতে জলপাইগুড়ির ডেপুটি সিএমওএইচ’কে অভিযোগ জানানো হয়েছে ৷ ডেপুটি সিএমওএইচ ডা. জ্যোতিষচন্দ্র দাস জানিয়েছেন, কোভিড হাসপাতাল জঙ্গলে ভরে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলবেন ৷ সেই মতো ব্যবস্থা নিয়ে দ্রুত অস্থায়ী কোভিড হাসপাতাল পরিষ্কার করার আশ্বাস দিয়েছেন সিএমওএইচ ৷ প্রসঙ্গত, এর আগেও সাই কর্তৃপক্ষের তরফে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ৷ যেখানে কোভিড হাসপাতালের মেডিক্যাল বজ্র, পিপিই কিট যত্রতত্র ফেলার অভিযোগ করেন সাই’র আধিকারিকরা ৷

জলপাইগুড়ি, 4 ডিসেম্বর : বেহাল দশা জলপাইগুড়ির একমাত্র কোভিড হাসপাতালের (Jalpaiguri Covid Hospital) ৷ অভিযোগ দীর্ঘদিন ধরে হাসপাতালের আশপাশে পরিষ্কার না করায় জঙ্গলে ভরে গিয়েছে ৷ হাসপাতালের জানালা বেয়ে উঠে এসেছে লতাপাতা ৷ আর সেগুলি পরিষ্কার করার কোনও উদ্যোগ প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে (Lack of Cleanliness at Jalpaiguri Covid Hospital) ৷ প্রসঙ্গ, করোনার শুরু দিকে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অস্থায়ী কোভিড হাসপাতাল (Covid Hospital at Jalpaiguri SAI Center) তৈরি করার জন্য রাজ্য সরকার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ, সাই’র থেকে স্টেডিয়ামটি নেয় ৷ তার পর থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধানে সেখানে জেলার একমাত্র কোভিড হাসপাতাল চলছে ৷

কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর থেকে সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা খুবই কম ৷ সেই কারণে গত প্রায় 46 জন অস্থায়ী কর্মীকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কিন্তু, তার পর থেকেই সমস্যা বাড়তে শুরু করেছে ৷ কর্মী না থাকায় অস্থায়ী কোভিড হাসপাতালে পরিষ্কার ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ বিশেষ করে স্টেডিয়ামের আশেপাশে জঙ্গলে ভরে গিয়েছে বলে অভিযোগ ৷ আর সেই জঙ্গল সাফাইয়ের জন্য না আছে সেখানে কোনও লোক ৷ আর প্রশাসনও সেই জঙ্গল পরিষ্কার করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷

আরও পড়ুন : জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা উন্নয়নে প্রস্তাব তিন সামাজিক সংগঠনের

ফলস্বরূপ জঙ্গলে ভরে গিয়েছে স্টেডিয়ামে থাকা হাসপাতালের চারদিক ৷ অস্থায়ী হাসপাতালের জানালা দিয়ে গাছের ডালপালা ভিতরে চলে এসেছে ৷ এমনকি সাপের আস্তানাও তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তবে, অস্থায়ী হাসপাতালের অংশ বাদ দিয়ে সাই সেন্টারের বাকি অংশ প্রায় পরিষ্কার করা হয় ৷ সেখানে আবাসিকদের থাকার জায়গাও নিয়মিত পরিচ্ছন্ন রাখা হয় ৷ বিশেষ করে পাশেই কোভিড হাসপাতাল থাকায় ৷ আর সেটা করে সাই কর্তৃপক্ষ ৷ কিন্তু, অস্থায়ী হাসপাতাল যেহেতু রাজ্য সরকারের অধীনে ৷ আর কোভিড রোগীদের চিকিৎসা সেখানে হয়, তাই সেইদিকে পরিষ্কার করানো হয় না সাই’র তরফে ৷

আরও পড়ুন : Viswa Bangla Stadium : বিশ্ববাংলা স্টেডিয়াম নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অরূপ

এই পরিস্থিতিতে জলপাইগুড়ির ডেপুটি সিএমওএইচ’কে অভিযোগ জানানো হয়েছে ৷ ডেপুটি সিএমওএইচ ডা. জ্যোতিষচন্দ্র দাস জানিয়েছেন, কোভিড হাসপাতাল জঙ্গলে ভরে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলবেন ৷ সেই মতো ব্যবস্থা নিয়ে দ্রুত অস্থায়ী কোভিড হাসপাতাল পরিষ্কার করার আশ্বাস দিয়েছেন সিএমওএইচ ৷ প্রসঙ্গত, এর আগেও সাই কর্তৃপক্ষের তরফে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ৷ যেখানে কোভিড হাসপাতালের মেডিক্যাল বজ্র, পিপিই কিট যত্রতত্র ফেলার অভিযোগ করেন সাই’র আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.