ETV Bharat / state

Schools in Kamatpuri Language : উত্তরবঙ্গে কামতপুরী ভাষায় 100টি স্কুল স্থাপনের দাবি - কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি

কামতাপুরী ভাষায় 100টি স্কুল স্থাপন এবং কামতাপুর সম্প্রদায়ের মধ্য থেকেই যাতে এই স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হয় তার দাবিতে জলপাইগুড়ির জেলাশাসকের কাছে দাবিপত্র জমা দিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (Kamtapur Progressive Party-KPP) । এদিন শহরে মিছিল করে তাঁরা এই দাবিপত্র জমা দেন ৷

উত্তরবঙ্গে কামতপুরী ভাষায় 100টি স্কুল স্থাপনের দাবি
উত্তরবঙ্গে কামতপুরী ভাষায় 100টি স্কুল স্থাপনের দাবি
author img

By

Published : Aug 11, 2021, 5:23 PM IST

জলপাইগুড়ি, 11 অগস্ট : কামতাপুরী ভাষায় পঠন-পাঠনের জন্য উত্তরবঙ্গে 100টি স্কুল স্থাপনের দাবি উঠল । কামতাপুর ভাষার সঙ্গে যাঁরা জড়িতে এই সম্প্রদায়ের থেকেই শিক্ষক নিয়োগের দাবি করা হয়েছে রাজ্য সরকারের কাছে। কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো স্কুল খোলার দাবিতে আন্দোলনে নেমেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (Kamtapur Progressive Party-KPP) । ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কয়েক দফা দাবিও পেশ করেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটি ।

জেলাশাসকের কাছে দাবিপত্র পেশ করার আগে এদিন সংগঠনের তরফে শহরে মিছিল করা হয় ৷ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিংহ বলেন, "অবিলম্বে উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে কামতাপুরি ভাষায় পঠন-পাঠন চালু করার দাবি আমরা করছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে 100টি কামতাপুরী ভাষায় পঠন-পাঠনের জন্য স্কুল খোলার আশ্বাস দিয়েছিলেন । সেই মোতাবেক যাতে দ্রুত স্কুল খোলা হয় তার দাবি জানাচ্ছি আমরা ৷ পাশাপাশি কামতাপুরি ভাষাকে অষ্টম তফশিলি ভুক্ত করার দাবি জানাচ্ছি । আমরা চাই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 100টি স্কুলেই কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করা হোক । রাজ্য সরকার বাজেট অধিবেশনে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালুর কথা উল্লেখ করেছেন । 100টির পরিবর্তে মাত্র একটি স্কুল চালু করা হচ্ছে । আমরা চাই 100টি স্কুলই চালু হোক ৷ ময়নাগুড়িতে দু'টো স্কুল হচ্ছে বলে জানতাম । কিন্তু এখন জানতে পারছি একটি স্কুল হচ্ছে । আমরা চাই আমাদের সম্প্রদায়ের মধ্য থেকেই যাতে শিক্ষক নিয়োগ হয় ।"

কামতাপুরী ভাষায় 100টি স্কুল স্থাপনের দাবিতে জলপাইগুড়িতে জেলাশাসকের কাছে দাবিপত্র জমা দিল কেপিপি ৷

চন্দন আরও বলেন, "ময়নাগুড়ি ব্লকে রাজারহাট ও পানবাড়িতে দু'টো স্কুলের খোলার বিষয়ে সবুজ সংকেত থাকলেও ময়নাগুড়িতে একটি স্কুলই খোলা হচ্ছে ৷ যেখানে কামতাপুরী ভাষার মানুষজন রয়েছেন আছে সেখানে বেশি করে স্কুল খোলার দাবি জানাচ্ছি আমরা । এছাড়াও রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, স্কুলে পড়ানোর জন্য খুব তাড়াতাড়ি কামতাপুরী ভাষার শিক্ষক নিয়োগ করা হোক । যেসব বিশিষ্টরা কামতাপুরি ভাষার চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদেরকেই আমরা নিয়োগ করতে বলছি । প্রয়োজনে আপাতত পার্শ্বশিক্ষকের মাধ্যমে কামতাপুরী ভাষার স্কুলে পড়ানো হোক ৷"

আরও পড়ুন : TMC Tripura : গ্রেফতার আরও 5 তৃণমূল কর্মী, পাশে দাঁড়াতে ত্রিপুরায় মলয় ঘটক

জলপাইগুড়ি, 11 অগস্ট : কামতাপুরী ভাষায় পঠন-পাঠনের জন্য উত্তরবঙ্গে 100টি স্কুল স্থাপনের দাবি উঠল । কামতাপুর ভাষার সঙ্গে যাঁরা জড়িতে এই সম্প্রদায়ের থেকেই শিক্ষক নিয়োগের দাবি করা হয়েছে রাজ্য সরকারের কাছে। কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো স্কুল খোলার দাবিতে আন্দোলনে নেমেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (Kamtapur Progressive Party-KPP) । ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কয়েক দফা দাবিও পেশ করেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটি ।

জেলাশাসকের কাছে দাবিপত্র পেশ করার আগে এদিন সংগঠনের তরফে শহরে মিছিল করা হয় ৷ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিংহ বলেন, "অবিলম্বে উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে কামতাপুরি ভাষায় পঠন-পাঠন চালু করার দাবি আমরা করছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে 100টি কামতাপুরী ভাষায় পঠন-পাঠনের জন্য স্কুল খোলার আশ্বাস দিয়েছিলেন । সেই মোতাবেক যাতে দ্রুত স্কুল খোলা হয় তার দাবি জানাচ্ছি আমরা ৷ পাশাপাশি কামতাপুরি ভাষাকে অষ্টম তফশিলি ভুক্ত করার দাবি জানাচ্ছি । আমরা চাই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 100টি স্কুলেই কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করা হোক । রাজ্য সরকার বাজেট অধিবেশনে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালুর কথা উল্লেখ করেছেন । 100টির পরিবর্তে মাত্র একটি স্কুল চালু করা হচ্ছে । আমরা চাই 100টি স্কুলই চালু হোক ৷ ময়নাগুড়িতে দু'টো স্কুল হচ্ছে বলে জানতাম । কিন্তু এখন জানতে পারছি একটি স্কুল হচ্ছে । আমরা চাই আমাদের সম্প্রদায়ের মধ্য থেকেই যাতে শিক্ষক নিয়োগ হয় ।"

কামতাপুরী ভাষায় 100টি স্কুল স্থাপনের দাবিতে জলপাইগুড়িতে জেলাশাসকের কাছে দাবিপত্র জমা দিল কেপিপি ৷

চন্দন আরও বলেন, "ময়নাগুড়ি ব্লকে রাজারহাট ও পানবাড়িতে দু'টো স্কুলের খোলার বিষয়ে সবুজ সংকেত থাকলেও ময়নাগুড়িতে একটি স্কুলই খোলা হচ্ছে ৷ যেখানে কামতাপুরী ভাষার মানুষজন রয়েছেন আছে সেখানে বেশি করে স্কুল খোলার দাবি জানাচ্ছি আমরা । এছাড়াও রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, স্কুলে পড়ানোর জন্য খুব তাড়াতাড়ি কামতাপুরী ভাষার শিক্ষক নিয়োগ করা হোক । যেসব বিশিষ্টরা কামতাপুরি ভাষার চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদেরকেই আমরা নিয়োগ করতে বলছি । প্রয়োজনে আপাতত পার্শ্বশিক্ষকের মাধ্যমে কামতাপুরী ভাষার স্কুলে পড়ানো হোক ৷"

আরও পড়ুন : TMC Tripura : গ্রেফতার আরও 5 তৃণমূল কর্মী, পাশে দাঁড়াতে ত্রিপুরায় মলয় ঘটক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.