জলপাইগুড়ি, 11 অগস্ট : কামতাপুরী ভাষায় পঠন-পাঠনের জন্য উত্তরবঙ্গে 100টি স্কুল স্থাপনের দাবি উঠল । কামতাপুর ভাষার সঙ্গে যাঁরা জড়িতে এই সম্প্রদায়ের থেকেই শিক্ষক নিয়োগের দাবি করা হয়েছে রাজ্য সরকারের কাছে। কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো স্কুল খোলার দাবিতে আন্দোলনে নেমেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (Kamtapur Progressive Party-KPP) । ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কয়েক দফা দাবিও পেশ করেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটি ।
জেলাশাসকের কাছে দাবিপত্র পেশ করার আগে এদিন সংগঠনের তরফে শহরে মিছিল করা হয় ৷ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিংহ বলেন, "অবিলম্বে উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে কামতাপুরি ভাষায় পঠন-পাঠন চালু করার দাবি আমরা করছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে 100টি কামতাপুরী ভাষায় পঠন-পাঠনের জন্য স্কুল খোলার আশ্বাস দিয়েছিলেন । সেই মোতাবেক যাতে দ্রুত স্কুল খোলা হয় তার দাবি জানাচ্ছি আমরা ৷ পাশাপাশি কামতাপুরি ভাষাকে অষ্টম তফশিলি ভুক্ত করার দাবি জানাচ্ছি । আমরা চাই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 100টি স্কুলেই কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করা হোক । রাজ্য সরকার বাজেট অধিবেশনে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালুর কথা উল্লেখ করেছেন । 100টির পরিবর্তে মাত্র একটি স্কুল চালু করা হচ্ছে । আমরা চাই 100টি স্কুলই চালু হোক ৷ ময়নাগুড়িতে দু'টো স্কুল হচ্ছে বলে জানতাম । কিন্তু এখন জানতে পারছি একটি স্কুল হচ্ছে । আমরা চাই আমাদের সম্প্রদায়ের মধ্য থেকেই যাতে শিক্ষক নিয়োগ হয় ।"
চন্দন আরও বলেন, "ময়নাগুড়ি ব্লকে রাজারহাট ও পানবাড়িতে দু'টো স্কুলের খোলার বিষয়ে সবুজ সংকেত থাকলেও ময়নাগুড়িতে একটি স্কুলই খোলা হচ্ছে ৷ যেখানে কামতাপুরী ভাষার মানুষজন রয়েছেন আছে সেখানে বেশি করে স্কুল খোলার দাবি জানাচ্ছি আমরা । এছাড়াও রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, স্কুলে পড়ানোর জন্য খুব তাড়াতাড়ি কামতাপুরী ভাষার শিক্ষক নিয়োগ করা হোক । যেসব বিশিষ্টরা কামতাপুরি ভাষার চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদেরকেই আমরা নিয়োগ করতে বলছি । প্রয়োজনে আপাতত পার্শ্বশিক্ষকের মাধ্যমে কামতাপুরী ভাষার স্কুলে পড়ানো হোক ৷"
আরও পড়ুন : TMC Tripura : গ্রেফতার আরও 5 তৃণমূল কর্মী, পাশে দাঁড়াতে ত্রিপুরায় মলয় ঘটক