ETV Bharat / state

KLO militant Jibon Singh : জীবনও সমাজের মূলস্রোতে ফিরুন, চাইছেন প্রাক্তন সঙ্গীরা - KLO

স্বাভাবিক জীবনে দেখা যেতে পারে তাঁকে, যদি সরকার তাঁর সব দাবি পূরণ করে (KLO militant Jibon Singh to return normal life) ৷ আর যে সব কেএলও জঙ্গিরা এই সংগঠন ছেড়ে সমাজে ফিরেছেন, তাঁরা এখনও কাজ পাননি, তাই জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন প্রাক্তন কেএলও জঙ্গি আর লিঙ্কম্যানরা ৷

কেএলও লিঙ্কম্যানদের বিক্ষোভ
কেএলও লিঙ্কম্যানদের বিক্ষোভ
author img

By

Published : Dec 7, 2021, 8:32 AM IST

Updated : Dec 7, 2021, 11:07 AM IST

জলপাইগুড়ি, 7 ডিসেম্বর : কেএলও সুপ্রিমো জীবন সিং সমাজের মূলস্রোতে ফিরে এলে স্বাগত, জানালেন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা (KLO militant Jibon Singh to return normal life) । জীবন সিং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে এই খবর প্রচারিত হচ্ছে ৷ সরকার আলোচনায় বসে জীবন সিংয়ের দাবি মেনে নিক (Government to fulfill KLO militant Jibon Singh demands) । "সমাজের মূলস্রোতে ফিরে আসুন বিপ্লবী জীবন সিং", বললেন প্রাক্তন কেএলও জঙ্গি জ্যোৎস্না রায় ।

উত্তরবঙ্গে কামতাপুরী ভাষা ও রাজ্যের দাবিতে এক সময় জীবন সিংয়ের নেতৃত্বে হাতিয়ার তুলে নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছিল কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন (Kamtapur Liberation Organisation, KLO) । 2003-এ ভুটান ও ভারতীয় সেনা জওয়ানদের অপারেশন ফ্ল্যাশ আউটে (Operation Flush Out) ভুটানে কেএলও জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছিল । সেই থেকে পলাতক জীবন সিং ।

সোমবার প্রাক্তন কেএলও লিঙ্কম্যান জোৎস্না রায় বলেন, "সরকার যদি জীবন সিংয়ের দাবি পূরণ করে, তিনি যদি সমাজের মূলস্রোতে ফিরে আসেন, তাহলে আমাদের কোনও আপত্তি নেই । একজন বিপ্লবী যদি সমাজের স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে কেন আপত্তি থাকবে ? তিনি ফিরে এলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা ।" তিনি জানান, 442 জন কেএলও লিঙ্কম্যান কামতাপুরী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন । তাঁরা কেএলও ছেড়ে সমাজে ফিরে এসেছেন ৷ এখনও চাকরি দেওয়া হয়নি । জ্যোৎস্না রায় বলেন, "আমরা কর্মসংস্থান চাই । আমাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা-সহ একাধিক মামলা রয়েছে ৷ তাতে আমরা জর্জরিত । এছাড়া কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছি ।" তিনি জানান, এর আগেও তাঁরা জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ।

জলপাইগুড়িতে চাকরির দাবিতে মিছিল প্রাক্তন কেএলও লিঙ্কম্যানদের

আরও পড়ুন : KLO to Join Peace Process : অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরছে কেএলও

এদিন পিডব্লিউডি মোড় থেকে মিছিল করে কেএলও-র প্রাক্তন জঙ্গি ও লিঙ্কম্যানরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন । তাঁদের পুলিশ সুপারের দফতরের সামনে আটকে দেওয়া হয় । সেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল । মিছিল থামিয়ে প্রতিনিধিত্বমূলক কয়েকজনের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার ৷

কেএলও লিঙ্কম্যান পবিত্র রায়, তপন অধিকারী বললেন, "আমরা কর্মসংস্থান চাই । জীবন সিং যদি ফিরে আসেন, তাহলে ভালই হয় । সরকার জীবন সিংয়ের দাবি মেনে নিলে, তিনি ফিরে আসার পর আলোচনা হতে পারে ।"

পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা তাঁদের চাকরির দাবি জানিয়েছে । তিনি বলেন, "আমরা তদন্ত করে দেখছি কারা কারা লিঙ্কম্যান ছিলেন । রাজ্য সরকারের নির্দেশমতো আমরা কাজ করছি । এর আগেও চাকরি দেওয়া হয়েছে । আজ তাঁরা যে দাবি জানিয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি ।" তবে, জীবন সিং নিয়ে কিছু বলার নেই, জানালেন পুলিশ সুপার ।

জলপাইগুড়ি, 7 ডিসেম্বর : কেএলও সুপ্রিমো জীবন সিং সমাজের মূলস্রোতে ফিরে এলে স্বাগত, জানালেন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা (KLO militant Jibon Singh to return normal life) । জীবন সিং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে এই খবর প্রচারিত হচ্ছে ৷ সরকার আলোচনায় বসে জীবন সিংয়ের দাবি মেনে নিক (Government to fulfill KLO militant Jibon Singh demands) । "সমাজের মূলস্রোতে ফিরে আসুন বিপ্লবী জীবন সিং", বললেন প্রাক্তন কেএলও জঙ্গি জ্যোৎস্না রায় ।

উত্তরবঙ্গে কামতাপুরী ভাষা ও রাজ্যের দাবিতে এক সময় জীবন সিংয়ের নেতৃত্বে হাতিয়ার তুলে নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছিল কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন (Kamtapur Liberation Organisation, KLO) । 2003-এ ভুটান ও ভারতীয় সেনা জওয়ানদের অপারেশন ফ্ল্যাশ আউটে (Operation Flush Out) ভুটানে কেএলও জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছিল । সেই থেকে পলাতক জীবন সিং ।

সোমবার প্রাক্তন কেএলও লিঙ্কম্যান জোৎস্না রায় বলেন, "সরকার যদি জীবন সিংয়ের দাবি পূরণ করে, তিনি যদি সমাজের মূলস্রোতে ফিরে আসেন, তাহলে আমাদের কোনও আপত্তি নেই । একজন বিপ্লবী যদি সমাজের স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে কেন আপত্তি থাকবে ? তিনি ফিরে এলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা ।" তিনি জানান, 442 জন কেএলও লিঙ্কম্যান কামতাপুরী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন । তাঁরা কেএলও ছেড়ে সমাজে ফিরে এসেছেন ৷ এখনও চাকরি দেওয়া হয়নি । জ্যোৎস্না রায় বলেন, "আমরা কর্মসংস্থান চাই । আমাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা-সহ একাধিক মামলা রয়েছে ৷ তাতে আমরা জর্জরিত । এছাড়া কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছি ।" তিনি জানান, এর আগেও তাঁরা জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ।

জলপাইগুড়িতে চাকরির দাবিতে মিছিল প্রাক্তন কেএলও লিঙ্কম্যানদের

আরও পড়ুন : KLO to Join Peace Process : অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরছে কেএলও

এদিন পিডব্লিউডি মোড় থেকে মিছিল করে কেএলও-র প্রাক্তন জঙ্গি ও লিঙ্কম্যানরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন । তাঁদের পুলিশ সুপারের দফতরের সামনে আটকে দেওয়া হয় । সেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল । মিছিল থামিয়ে প্রতিনিধিত্বমূলক কয়েকজনের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার ৷

কেএলও লিঙ্কম্যান পবিত্র রায়, তপন অধিকারী বললেন, "আমরা কর্মসংস্থান চাই । জীবন সিং যদি ফিরে আসেন, তাহলে ভালই হয় । সরকার জীবন সিংয়ের দাবি মেনে নিলে, তিনি ফিরে আসার পর আলোচনা হতে পারে ।"

পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা তাঁদের চাকরির দাবি জানিয়েছে । তিনি বলেন, "আমরা তদন্ত করে দেখছি কারা কারা লিঙ্কম্যান ছিলেন । রাজ্য সরকারের নির্দেশমতো আমরা কাজ করছি । এর আগেও চাকরি দেওয়া হয়েছে । আজ তাঁরা যে দাবি জানিয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি ।" তবে, জীবন সিং নিয়ে কিছু বলার নেই, জানালেন পুলিশ সুপার ।

Last Updated : Dec 7, 2021, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.