ETV Bharat / state

DRM Inspection In Jalpaiguri: জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে কাটিহারের ডিআরএম - জলপাইগুড়ি টাউন ষ্টেশন পরিদর্শন করলেন কাটিহারের ডিআরএম

মঙ্গলবার জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন করলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী (DRM Inspection In Jalpaiguri)। সেখানে এসে তিনি স্থানীয় বাসিন্দা এবং জলপাইগুড়ি চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

DRM Inspection In Jalpaiguri
DRM Inspection In Jalpaiguri
author img

By

Published : Feb 1, 2022, 5:29 PM IST

জলপাইগুড়ি, 1 ফেব্রুয়ারি: কিষাণ রেল নিয়ে চিন্তিত রেল। জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে কিষাণ এক্সপ্রেস চললেও সব বগিতে কৃষিজ দ্রব্য যাচ্ছে না। ফলে, ভবিষ্যতে এই কিষাণ এক্সপ্রেস টাউন স্টেশন থেকে চলবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। মঙ্গলবার জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী (DRM Inspection In Jalpaiguri)। এদিন সেলুন কারে চেপে জলপাইগুড়ি টাউন স্টেশনে আসেন তিনি।

ডিআরএমকে জলপাইগুড়ি চেম্বার অব কমার্স ও জলপাইগুড়ির বাসিন্দারা টাউন স্টেশনের পুকুরের সৌন্দর্যায়ন-সহ কিষাণ রেলে লোডিংয়ের সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, প্লাটফর্ম বাড়ানোর মত বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। 3নং গুমটিতে রেলওয়ে ওভারব্রিজ করার দাবিও করা হয়। ব্যবসায়ী অভ্র বসু জানান, আমরা কিষাণ রেল নিয়ে আশাবাদী। আগামিদিনে কিষাণ রেলে সব বগি ভর্তি করা হবে। কারণ, প্রথমদিকে প্রচারের অভাব ছিল, তাই কৃষকরা তাঁদের পণ্য পাঠাতে পারেনি।

আরও পড়ুন: কর্মসংস্থানের নামে লাট্টুর মত ঘুরিয়েছেন দিদি, আন্দোলনের হুমকি প্রাক্তন কেএলও নেত্রীর

শুভেন্দুকুমার চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "জলপাইগুড়ি টাউন স্টেশন আমাদের মডেল স্টেশন। এই স্টেশনের পরিকাঠামো আমরা আরও উন্নত করব। কিষাণ এক্সপ্রেস এই স্টেশন থেকে আগরতলা যাচ্ছে। কিন্তু, আমাদের আক্ষেপ 18টি বগির মধ্যে কেবলমাত্র 12টি বগি আলু আগরতলা গিয়েছে। আমরা চাই কৃষকরা এই রেলের সুবিধা ভোগ করুন। জলপাইগুড়ি থেকে মাসে চারদিন কৃষিজ পণ্য আগরতলা যাবে।" যদি কৃষিজ পণ্য ট্রেনে পুরো ভর্তি না হয়, তাহলে ভবিষ্যতে এই ট্রেন টাউন স্টেশন থেকে চলবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন কৃষকরা।

জলপাইগুড়ি, 1 ফেব্রুয়ারি: কিষাণ রেল নিয়ে চিন্তিত রেল। জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে কিষাণ এক্সপ্রেস চললেও সব বগিতে কৃষিজ দ্রব্য যাচ্ছে না। ফলে, ভবিষ্যতে এই কিষাণ এক্সপ্রেস টাউন স্টেশন থেকে চলবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। মঙ্গলবার জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী (DRM Inspection In Jalpaiguri)। এদিন সেলুন কারে চেপে জলপাইগুড়ি টাউন স্টেশনে আসেন তিনি।

ডিআরএমকে জলপাইগুড়ি চেম্বার অব কমার্স ও জলপাইগুড়ির বাসিন্দারা টাউন স্টেশনের পুকুরের সৌন্দর্যায়ন-সহ কিষাণ রেলে লোডিংয়ের সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, প্লাটফর্ম বাড়ানোর মত বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। 3নং গুমটিতে রেলওয়ে ওভারব্রিজ করার দাবিও করা হয়। ব্যবসায়ী অভ্র বসু জানান, আমরা কিষাণ রেল নিয়ে আশাবাদী। আগামিদিনে কিষাণ রেলে সব বগি ভর্তি করা হবে। কারণ, প্রথমদিকে প্রচারের অভাব ছিল, তাই কৃষকরা তাঁদের পণ্য পাঠাতে পারেনি।

আরও পড়ুন: কর্মসংস্থানের নামে লাট্টুর মত ঘুরিয়েছেন দিদি, আন্দোলনের হুমকি প্রাক্তন কেএলও নেত্রীর

শুভেন্দুকুমার চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "জলপাইগুড়ি টাউন স্টেশন আমাদের মডেল স্টেশন। এই স্টেশনের পরিকাঠামো আমরা আরও উন্নত করব। কিষাণ এক্সপ্রেস এই স্টেশন থেকে আগরতলা যাচ্ছে। কিন্তু, আমাদের আক্ষেপ 18টি বগির মধ্যে কেবলমাত্র 12টি বগি আলু আগরতলা গিয়েছে। আমরা চাই কৃষকরা এই রেলের সুবিধা ভোগ করুন। জলপাইগুড়ি থেকে মাসে চারদিন কৃষিজ পণ্য আগরতলা যাবে।" যদি কৃষিজ পণ্য ট্রেনে পুরো ভর্তি না হয়, তাহলে ভবিষ্যতে এই ট্রেন টাউন স্টেশন থেকে চলবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন কৃষকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.