ETV Bharat / state

Kamtapuri School : রাজবংশী সম্প্রদায়ের আশাপূরণ, জলপাইগুড়িতে শুরু হচ্ছে কামতাপুরী ভাষার স্কুল - Kamatapuri

কামতাপুরী ভাষার স্কুল চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে নেমেছিলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষরা ৷ এবার সেই আন্দোলন সফল হওয়ার পথে ৷ জলপাইগুড়ি জেলায় চালু হচ্ছে কামতাপুরী ভাষার স্কুল ৷

Kamtapuri School
Kamtapuri School
author img

By

Published : Aug 30, 2021, 2:37 PM IST

জলপাইগুড়ি, 30 অগস্ট : দীর্ঘদিন ধরে চলা আন্দোলন অবশেষে সাফল্যের মুখ দেখতে চলেছে ৷ রাজবংশী সম্প্রদায়ের মানুষের দাবি মিটতে চলেছে ৷ সব ঠিকঠাক থাকলে জলপাইগুড়ি জেলাতেই প্রথম কামতাপুরি ভাষার স্কুলের উদ্বোধন হবে বলে জানালেন কামতাপুরি ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বজলে রহমান ।

কামতাপুরী স্কুল চালু হবে
এই প্রাথমিক স্কুলের বিল্ডিংয়ে আপাতত কামতাপুরী স্কুল চালু হবে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন কামতাপুরি ভাষায় পঠন পাঠনের জন্য উত্তরবঙ্গে 100টি স্কুল খোলা হবে । তবে নতুন স্কুল এখনই তৈরি সম্ভব নয় বলে দু‘টো প্রাথমিক স্কুলে আপাতত ক্লাস শুরু করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর ৷ সেই স্কুলের শিক্ষকদের দিয়েই এখন ক্লাস চলবে ৷ পরবর্তীতে নতুন শিক্ষক নিয়োগ করা হবে ৷
কামতাপুরী ভাষার ক্লাস
মোরামত করে এই স্কুলেই প্রাথমিকভাবে শুরু হবে কামতাপুরী ভাষার ক্লাস
তবে কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে এই ভাষায় যাঁরা কথা বলেন অর্থাৎ এই রাজবংশী সম্প্রদায়ের থেকেই শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের কাছে । দু‘টি নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 100টি কামতাপুরী স্কুল খোলা ও সেখানে পার্শ্বশিক্ষক নিয়োগের দাবিতে এখনও আন্দোলন চালাচ্ছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি ।

আরও পড়ুন : Sports Authority of India : ক্রীড়ায় উত্তরবঙ্গের সাফল্যের লক্ষ্যে জলপাইগুড়ির সাই সেন্টারের পরিকাঠামোগত উন্নয়ন

ইতিমধ্যেই জলপাইগুড়ির জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কয়েক দফা দাবিও পেশ করেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটি । এই বিষয়ে ময়নাগুড়ি কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির নেতা বিমল বর্মন জানান, আমরা চাই ভালভাবেই 100টি কামতাপুরি ভাষার স্কুল চালুর পাশাপাশি পার্শ্বশিক্ষক নিয়োগ হোক ।

জলপাইগুড়িতে শুরু হচ্ছে কামতাপুরী ভাষার স্কুল

এই বিষয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিংহ জানান, অবিলম্বে উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে কামতাপুরি ভাষায় পঠন পাঠন চালু করার দাবি জানিয়েছি আমরা ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন 100টা স্কুল হবে ৷ কিন্তু তার পরিবর্তে মাত্র দু‘টি স্কুল চালু হচ্ছে । আমরা চাই 100টা স্কুলই চালু হোক । আমাদের মধ্য়ে যেহেতু কামতাপুরী ভাষায় বেশিরভাগ মানুষ কথা বলেন, তাই আমরা চাই আমাদের সম্প্রদায়ের মধ্য থেকেই শিক্ষক নিয়োগ করা হোক ৷ কামতাপুরী ভাষার মানুষ যে এলাকায় বেশি আছে, সেখানে বেশি করে স্কুল খোলার দাবি করছি আমরা ।

কামতাপুরী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বজলে রহমানের কথায়, "জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ির পানবাড়ির সাতভেন্ডি স্কুল ও রাজারহাটে পেচাভিটা মৌজার গুরুচরণ বিদ্যাপীঠে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন শুরু হবে । সরকারি বিল্ডিং করতে একটু সময় লাগার জন্য আপাতত স্থানীয় এই দুই প্রাথমিক স্কুলের দু‘টো ঘরে উদ্বোধনী অনুষ্ঠান হবে । ওই স্কুলের শিক্ষকরাই এখন পড়াবেন ৷ নতুন নিয়োগ এখনই হচ্ছে না ৷’’

আরও পড়ুন : Jalpaiguri : তিস্তার উপর নতুন সেতু, চালু ডবল লাইন ; গতি বাড়ল যোগাযোগের

জলপাইগুড়ি, 30 অগস্ট : দীর্ঘদিন ধরে চলা আন্দোলন অবশেষে সাফল্যের মুখ দেখতে চলেছে ৷ রাজবংশী সম্প্রদায়ের মানুষের দাবি মিটতে চলেছে ৷ সব ঠিকঠাক থাকলে জলপাইগুড়ি জেলাতেই প্রথম কামতাপুরি ভাষার স্কুলের উদ্বোধন হবে বলে জানালেন কামতাপুরি ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বজলে রহমান ।

কামতাপুরী স্কুল চালু হবে
এই প্রাথমিক স্কুলের বিল্ডিংয়ে আপাতত কামতাপুরী স্কুল চালু হবে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন কামতাপুরি ভাষায় পঠন পাঠনের জন্য উত্তরবঙ্গে 100টি স্কুল খোলা হবে । তবে নতুন স্কুল এখনই তৈরি সম্ভব নয় বলে দু‘টো প্রাথমিক স্কুলে আপাতত ক্লাস শুরু করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর ৷ সেই স্কুলের শিক্ষকদের দিয়েই এখন ক্লাস চলবে ৷ পরবর্তীতে নতুন শিক্ষক নিয়োগ করা হবে ৷
কামতাপুরী ভাষার ক্লাস
মোরামত করে এই স্কুলেই প্রাথমিকভাবে শুরু হবে কামতাপুরী ভাষার ক্লাস
তবে কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে এই ভাষায় যাঁরা কথা বলেন অর্থাৎ এই রাজবংশী সম্প্রদায়ের থেকেই শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের কাছে । দু‘টি নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 100টি কামতাপুরী স্কুল খোলা ও সেখানে পার্শ্বশিক্ষক নিয়োগের দাবিতে এখনও আন্দোলন চালাচ্ছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি ।

আরও পড়ুন : Sports Authority of India : ক্রীড়ায় উত্তরবঙ্গের সাফল্যের লক্ষ্যে জলপাইগুড়ির সাই সেন্টারের পরিকাঠামোগত উন্নয়ন

ইতিমধ্যেই জলপাইগুড়ির জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কয়েক দফা দাবিও পেশ করেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটি । এই বিষয়ে ময়নাগুড়ি কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির নেতা বিমল বর্মন জানান, আমরা চাই ভালভাবেই 100টি কামতাপুরি ভাষার স্কুল চালুর পাশাপাশি পার্শ্বশিক্ষক নিয়োগ হোক ।

জলপাইগুড়িতে শুরু হচ্ছে কামতাপুরী ভাষার স্কুল

এই বিষয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিংহ জানান, অবিলম্বে উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে কামতাপুরি ভাষায় পঠন পাঠন চালু করার দাবি জানিয়েছি আমরা ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন 100টা স্কুল হবে ৷ কিন্তু তার পরিবর্তে মাত্র দু‘টি স্কুল চালু হচ্ছে । আমরা চাই 100টা স্কুলই চালু হোক । আমাদের মধ্য়ে যেহেতু কামতাপুরী ভাষায় বেশিরভাগ মানুষ কথা বলেন, তাই আমরা চাই আমাদের সম্প্রদায়ের মধ্য থেকেই শিক্ষক নিয়োগ করা হোক ৷ কামতাপুরী ভাষার মানুষ যে এলাকায় বেশি আছে, সেখানে বেশি করে স্কুল খোলার দাবি করছি আমরা ।

কামতাপুরী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বজলে রহমানের কথায়, "জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ির পানবাড়ির সাতভেন্ডি স্কুল ও রাজারহাটে পেচাভিটা মৌজার গুরুচরণ বিদ্যাপীঠে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন শুরু হবে । সরকারি বিল্ডিং করতে একটু সময় লাগার জন্য আপাতত স্থানীয় এই দুই প্রাথমিক স্কুলের দু‘টো ঘরে উদ্বোধনী অনুষ্ঠান হবে । ওই স্কুলের শিক্ষকরাই এখন পড়াবেন ৷ নতুন নিয়োগ এখনই হচ্ছে না ৷’’

আরও পড়ুন : Jalpaiguri : তিস্তার উপর নতুন সেতু, চালু ডবল লাইন ; গতি বাড়ল যোগাযোগের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.