ধূপগুড়ি, 24 এপ্রিল: চাকরি দেওয়ার নাম করে জয়েন্ট বিডিওর নাম ভাঙিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানদের ভুয়ো ফোনে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি ব্লকে (Dhupguri Job Fraud)। ধূপগুড়ি ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের মধ্যে অনেকের কাছেই একটি নম্বর থেকে ফোন আসে । সেই ফোনের উল্টো দিক থেকে পরিচয় দেওয়া হয় ধূপগুড়ি ব্লকের জয়েন্ট বিডিও হিসেবে । চাকরি দেওয়ার কথা বলে টাকা চাওয়ার দাবি করা হয় বলে অভিযোগ ।
জয়েন্ট বিডিওর নাম নিয়ে ফোন আসতেই সন্দেহ দানা বাঁধে ৷ পঞ্চায়েত প্রধানরা বিষয়টি জানান ধূপগুড়ি ব্লক আধিকারিক শঙ্খদীপ দাস এবং বর্তমান জয়েন্ট বিডিও পবিত্র বর্মনকে । এরপর ধূপগুড়ি ব্লক অফিসের পক্ষ থেকে এই নম্বরটিতে যোগাযোগ করার চেষ্টা করা হয় । প্রশাসনের আধিকারিকের পরিচয় দিয়ে ফোন করে চাকরির টোপ দেওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য শুরু হয় । বিষয়টি ব্লক অফিসের পক্ষ থেকে ধূপগুড়ি থানায় জানানো হয় । লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় ব্লক উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে ।
আরও পড়ুন : Fraud Arrested : আইপ্যাকে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, নামখানায় পুলিশের জালে অভিযুক্ত
জানা গিয়েছে, ওই ফোনে জানানো হয় কৃষি দফতরে দু'জনকে মোটা অঙ্কের বেতনের চাকরি দেওয়া হবে এবং তার বিনিময়ে ওই দু'জনকে 37 হাজার টাকা ড্রাফট করতে হবে । পঞ্চায়েত প্রধানদের ওই নম্বর এবং কথার ধরন এবং চাকরির বিষয় আঁচ করে সন্দেহ হওয়ায় তাঁরা নাম জিজ্ঞেস করতেই ফোন কেটে দেওয়া হয় । এরপর তাঁরা জয়েন্ট বিডিও এবং বিডিওকে ফোন করে বিষয়টি জানিয়ে দেন ।
ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক শঙ্খদীপ দাস বলেন, "সরকারি আধিকারিকের নাম নিয়ে কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে বদনাম করার চেষ্টা করছে । বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে এবং পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ।"
ধূপগুড়ি ঝাড়আলতা 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা রায় জানান, সকালে 11 টা নাগাদ ফোন আসে একটি অচেনা নম্বর থেকে । তাতে বলা হয় কৃষি দফতরে দু'জনকে মোটা অঙ্কের বেতনের চাকরি দেওয়া হবে এবং 37,500 হাজার টাকা জমা করতে বলা হয় । আমাদের সন্দেহ হওয়ায় আমরা বিডিওকে জানাই ।