ETV Bharat / state

জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচলের হুঁশিয়ারি শিক্ষক সমিতির - বিপ্লব ঝা

জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রাপ্য পেনশন দিতে হবে । তা না হলে আগামী মার্চ মাস থেকে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ।

jalpiguri branch of all bengal teacher associations protest over pension issue
জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচল করে দেওয়া হবে বলে হুমকি দিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি
author img

By

Published : Feb 6, 2020, 11:46 PM IST

জলপাইগুড়ি, 6ফেব্রুয়ারি : জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । মার্চ মাস থেকে বর্ধিত হারে পেনশন অবসরপ্রাপ্ত শিক্ষকরা না পেলে এমনই করবে বলে জানায় তারা ৷


রাজ্য সরকার পে কমিশনের কথা ঘোষণা করেছিল । কিন্তু যে পে কমিশন প্রকাশিত হয়েছে তাতে শিক্ষক শিক্ষিকা থেকে কর্মচারী তাদের প্রাপ্য অধিকার থেকে শুধু বঞ্চিত হচ্ছেন । এমনকী যেখানে যেমন সিনিয়র শিক্ষকদের থেকে জুনিয়র শিক্ষকদের বেতন বেড়েছে তেমনই অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে । আজ অবধি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পে কমিশনের সুযোগ দেওয়ার বিষয়ে অপশন চাওয়া হল না । জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি হল কিন্তু অবসর প্রাপ্ত শিক্ষকরা বর্ধিত বেতন পায়নি বলে অভিযোগ করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি । আজ এই প্রতিবাদে সরব হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখা ।


আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি শিক্ষা সংসদে সভাপতি তথা সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয় । সংগঠনের সভাপতি বিপ্লব ঝা অভিযোগ করেন, বেতন পরিকাঠামো নিয়ে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে । এই বৈষম্য অতিদ্রুত অবসান করতে হবে । দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রাপ্য পেনশন দিতে হবে । তা না হলে আগামী মার্চ মাস থেকে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে । এবং DPSC অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ।


আজ জলপাইগুড়ি DI মানবেন্দ্র ঘোষ জানান তিনি এই স্মারকলিপি পেয়েছেন শিক্ষকদের দাবিগুলো তিনি শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবেন । স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝাঁ সহ সীতেশ চক্রবর্তী, পরিমল মোদক,ননীগোপাল মুখুটি সহ অন্যরা ।

জলপাইগুড়ি, 6ফেব্রুয়ারি : জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । মার্চ মাস থেকে বর্ধিত হারে পেনশন অবসরপ্রাপ্ত শিক্ষকরা না পেলে এমনই করবে বলে জানায় তারা ৷


রাজ্য সরকার পে কমিশনের কথা ঘোষণা করেছিল । কিন্তু যে পে কমিশন প্রকাশিত হয়েছে তাতে শিক্ষক শিক্ষিকা থেকে কর্মচারী তাদের প্রাপ্য অধিকার থেকে শুধু বঞ্চিত হচ্ছেন । এমনকী যেখানে যেমন সিনিয়র শিক্ষকদের থেকে জুনিয়র শিক্ষকদের বেতন বেড়েছে তেমনই অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে । আজ অবধি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পে কমিশনের সুযোগ দেওয়ার বিষয়ে অপশন চাওয়া হল না । জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি হল কিন্তু অবসর প্রাপ্ত শিক্ষকরা বর্ধিত বেতন পায়নি বলে অভিযোগ করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি । আজ এই প্রতিবাদে সরব হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখা ।


আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি শিক্ষা সংসদে সভাপতি তথা সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয় । সংগঠনের সভাপতি বিপ্লব ঝা অভিযোগ করেন, বেতন পরিকাঠামো নিয়ে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে । এই বৈষম্য অতিদ্রুত অবসান করতে হবে । দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রাপ্য পেনশন দিতে হবে । তা না হলে আগামী মার্চ মাস থেকে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে । এবং DPSC অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ।


আজ জলপাইগুড়ি DI মানবেন্দ্র ঘোষ জানান তিনি এই স্মারকলিপি পেয়েছেন শিক্ষকদের দাবিগুলো তিনি শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবেন । স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝাঁ সহ সীতেশ চক্রবর্তী, পরিমল মোদক,ননীগোপাল মুখুটি সহ অন্যরা ।

Intro:জলপাইগুড়িঃঃ মার্চ মাস থেকে বর্ধিত হারে পেনশন অবসরপ্রাপ্ত শিক্ষকরা না পেলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অচল করে দেওয়া হবে বলে হুমকি দিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।
Body:রাজ্য সরকার পে কমিশনের কথা ঘোষণা করেছিল।কিন্তু যে পে কমিশন প্রকাশিত হয়েছে তাতে শিক্ষক শিক্ষিকা থেকে কর্মচারী তাদের প্রাপ্য অধিকার থেকে শুধু বঞ্চিত হচ্ছেন।এমনকি যেখানে যেমন সিনিয়র শিক্ষকদের থেকে জুনিয়র শিক্ষকদের বেতন বেড়েছে তেমনি অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজ অবধি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পে কমিশনের সুযোগ দেওয়ার বিষয়ে অপশন চাওয়া হল না। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি হল কিন্তু অবসর প্রাপ্ত শিক্ষকরা বর্ধিত বেতন পায়নি বলে অভিযোগ করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। আজ এই প্রতিবাদে সরব হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখা।Conclusion:আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পখ থেকে জলপাইগুড়ি শিক্ষা সংসদে সভাপতি তথা সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি বিপ্লব ঝা অভিযোগ করেন বেতন পরিকাঠামো নিয়ে একটা বৈশম্য সৃষ্টি হয়েছে।এই বৈষম্য অতিদ্রুত অবসান করতে হবে । দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রাপ্য পেনশন দিতে হবে ।তা না হলে আগামী মার্চ মাস থেকে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এবং DPSC অচল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ।

এদিন জলপাইগুড়ি ডি আই মানবেন্দ্র ঘোষ জানান তিনি এই স্মারকলিপি পেয়েছেন শিক্ষকদের দাবিদাবা গুলো তিনি শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবেন। এদিন স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝাঁ সহ সীতেশ চক্রবর্তী, পরিমল মোদক ,ননীগোপাল মুখূটি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.