জলপাইগুড়ি, 18 জুলাই : কোরোনায় আক্রান্ত জলপাইগুড়ির এক DSP । এদিকে ময়নাগুড়িতে নতুন করে সাতজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ নতুন করে আরও 8 জন কোরোনায় আক্রান্ত জলপাইগুড়ি শহরে ।
ময়নাগুড়িতে নতুন সংক্রমিতদের মধ্যে একজন নামকরা আইনজীবী রয়েছেন বলে জানা গেছে । এদিকে জলপাইগুড়ি শহরের দিনবাজারের এক ব্যবসায়ী কোরোনায় আক্রান্ত হওয়ার পর আজ থেকে সেখানে আগামী কয়েকদিন সমস্ত দোকান বন্ধ রাখার জন্য জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাইকিং করা হয় । অন্যদিকে, জেলায় কোরোনায় আক্রান্ত এক ব্যক্তি স্বাস্থ্য বিভাগের গাড়ির অপেক্ষা না করে সাইকেল নিয়ে নিজেই কোরোনা হাসপাতালে পৌঁছে গেলেন৷
জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে সংক্রমিত এলাকাগুলি স্যানিটাইজ় করা হচ্ছে । পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় বলেন, “কোথাও কোরোনা পজ়িটিভ ধরা পড়লেই বাঁশ দিয়ে ঘিরে এলাকাকে কনটেনমেন্ট জ়োন করে দেওয়া হচ্ছে। তবে কনটেনমেন্ট জ়োনে অনেকে খাবার পাচ্ছেন না বলে অভিযোগ করছেন । বিষয়টি খতিয়ে দেখছি ।”