জলপাইগুড়ি, 28 মে : করোনার টিকাকরণ নিয়ে অনেক অভাব-অভিযোগ থাকলেও টিকা দেওয়ার সংখ্য়ার নিরিখে ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য জেলাকে ছাপিয়ে গেল জলপাইগুড়ি ৷ করোনার টিকা দানে 2 লাখের গণ্ডি পার করল জেলা স্বাস্থ্য দফতর ৷
প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের সবক’টি জেলায় করোনার টিকা দেওয়ার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছল জলপাইগুড়ি জেলা ৷ কিন্তু এখনও অনেক টিকা দেওয়া বাকি ৷ জলপাইগুড়ি জেলার মোট জনসংখ্য়া প্রায় 25 লাখ ৷ সেই হিসাবে করোনার টিকা পেয়েছেন মাত্র 10 শতাংশ মানুষ ৷
জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের (করোনার টিকা সংক্রান্ত বিভাগ) নোডাল অফিসার তথা জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শঙ্করলাল ঘোষ জানান, জলপাইগুড়ি জেলায় গত 16 জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু করা হয় ৷ প্রথম দিকে টিকার জোগান বেশি থাকলেও টিকা নিতে অধিকাংশ মানুষই আগ্রহ প্রকাশ করেননি ৷ এরপর এপ্রিল মাস থেকে করোনা আবার মাথা চাড়া দিতে শুরু করে ৷ আর তারপরই করোনার টিকা নিতে হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে ৷ প্রয়োজনের তুলনায় টিকার জোগান কম থাকলেও টিকাকরণ প্রক্রিয়া চলতে থাকে ৷ প্রথম দিকে স্বাস্থ্যকর্মী ও তারপর ভোটকর্মীদের শিবির করে টিকা দেওয়া হয় ৷
আরও পড়ুন : ব্যবসায়ীদের টিকাকরণে চরম বিশৃঙ্খলা বালুরঘাটে
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত 2 লাখ 34 হাজার মানুষ টিকা পেয়েছেন ৷ জলপাইগুড়ি জেলায় উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শঙ্করলাল ঘোষ জানান, প্রথম ডোজের টিকা পেয়েছেন 1 লাখ 70 হাজার মানুষ ৷ প্রথম এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন 64 হাজার মানুষ ৷ জলপাইগুড়ি জেলার 15টি কেন্দ্র থেকে করোনার এই প্রতিষেধক দেওয়া হচ্ছে।