জলপাইগুড়ি , 29 মার্চ : জলপাইগুড়ির খেলাধূলার মুকুটে নতুন পালক লাগতে চলেছে। আগামি 1 এপ্রিল থেকে জলপাইগুড়ি স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার(Jalpaiguri Sports Authority Of India) জলপাইগুড়ি সেন্টারে জিমন্যাস্টিক প্রশিক্ষণ চালু হতে চলেছে। এতে এলাকার ক্রীড়াবিদদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷
জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের অবস্থিত সাই সেন্টারে বর্তমানে তিরন্দাজি, অ্যাথলেটিক্স ও ফুটবল এই তিনটি ইভেন্টে আবাসিকরা প্রশিক্ষণ নিচ্ছেন। এবার যুক্ত হচ্ছে জিমন্যাস্টিক ৷ এই চারটি ইভেন্টে আরও 10 জন করে ছাত্রছাত্রী যাতে নেওয়া যায় তার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান জলপাইগুড়ি সাই সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ। বর্তমানে জলপাইগুড়ি সাই সেন্টারে 90 জন আবাসিক রয়েছেন, তা বেড়ে 105 জন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও পড়ুন : বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের হাসপাতালে ভরতি কোরোনা আক্রান্ত, ফের স্যানিটাইজ়েশন পৌরসভার
জলপাইগুড়ি সাই সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেন,"কোভিডের পর গত বছত 13 ডিসেম্বর থেকে আমরা ফের আবাসিকদের নিয়ে প্রশিক্ষণ চালু করেছি। ফুটবল,তীরন্দাজি ও অ্যাথলেটিক্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবার নতুন করে জিমন্যাস্টিক চালু হবে 1এপ্রিল থেকে। 2022-23 সালের নতুন করে আবাসিকরা আসবেন। সম্পা সাইনি, রঞ্জিতকুমার দাস, রাজা রায় তিন কোচ এসেছেন। তিরন্দাজির জন্য রাহুল কুমার নামে নতুন কোচ এসেছেন।’’ জলপাইগুড়ি সাই সেন্টারটিকে সাজিয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই তিনটি গেটেই সিকিউরিটি পোস্ট তৈরি করা হয়েছে । সেন্টারে খুব তাড়াতাড়ি ট্র্যাক তৈরির কাজ শুরু হবার বিষয়ে আশাবাদী সাই কর্তৃপক্ষ।