জলপাইগুড়ি, 18 অক্টোবর : নামাবলি গায়ে দিয়ে তৃণমূলের পতাকা তুলে নিলেন পুরোহিতদের একাংশ । জলপাইগুড়ি পুরোহিত কল্যাণ সমিতির 187 জন সদস্য আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন । তাঁদের হাতে পতাকা তুলে দেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় । রাজবাড়ি পাড়া থেকে তাঁরা মিছিল করে জলপাইগুড়ি থানা মোড়ে আসেন ।
জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে জলপাইগুড়ির পুরোহিত জনকল্যাণ সমিতির 245 জন সদস্যের মধ্যে 187 জন তৃণমুলে যোগ দিলেন । BJP-RSS-এর কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না । এই পুরোহিতরাই আমাদের হিন্দুত্বের পথ প্রদর্শক ৷ আমাদের গুজরাত থেকে হিন্দুত্ব শিখতে হবে না । রামকে নির্বাচনের এজেন্ট করে আমাদের ভোটে লড়তে হয় না ৷"
পুরোহিত কল্যাণ সমিতির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এতদিন আমাদের কাছে খবর ছিল না আমরা ভাতা পাচ্ছি । পুরোহিতদের ভাতা দিচ্ছেন এটা ভালো জিনিস ৷ আমাদের আগে কেউ ডাকেওনি, দেখেওনি । আমাদের জন্য মুখ্যমন্ত্রী ভেবেছেন । তাই আমরা আজ তৃণমূলের পতাকা তুলে নিলাম । আমরা চাই আমাদের দাবিগুলো সরকার দেখুক । আমাদের অনেক দাবি রয়েছে তা সৈকত চট্টোপাধ্যায়কে জানাব । আমরা RSS মিথ্যা হিন্দুত্ববাদ থেকে মুক্তি নিয়ে তৃণমূলে যোগ দিলাম ।"
আর এক পুরোহিত সঞ্জীব রায় বলেন, "আজ তৃণমুল কংগ্রেসে যোগ দিলাম আমরা ৷ আমাদের দিকে কেউ তাকায় না । আজ পর্যন্ত কোনও সরকারি সুযোগ সুবিধা পায়নি ৷ মুখ্যমন্ত্রী আমাদের কথা ভেবেছেন তাই সবাই একত্রিত হয়ে তার কাছে এলাম । আমাদের কথা কেউ ভাবেনি । তাই আমরা তৃণমূলে যোগ দিলাম ।"
এবিষয়ে জলপাইগুড়ি জেলা BJP-র সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেন, "ভোটের গিমিক এটা । পুরোহিতরা যজমানি করে সংসার চালায় । তাঁরা ভিক্ষা করেন না । রাজ্য সরকার তাঁদের ভিক্ষা দিচ্ছে । এই টাকা দিয়ে পুরোহিতদের সংসার চলবে না । পুরোহিতরা কোনও রাজনৈতিক সংগঠনে যুক্ত ছিল না । কিন্তু ভাতার জন্য ঝান্ডা তুলে নিল । কোভিড পরিস্থিতিতে পুরোহিতরা সমস্যায় পড়েছেন । তাঁদের বলা হচ্ছে যদি আপনারা তৃণমূলে যোগ দেন তাহলে ভাতা তাঁরা তাড়াতাড়ি পাবেন ।"