ETV Bharat / state

বাজেয়াপ্ত শব্দবাজি, গ্রেপ্তার ব্য়বসায়ী - কলকাতা হাইকোর্ট

রবিবার আতশবাজির বিরুদ্ধে অভিযানে নামে জলপাইগুড়ির পুলিশ ৷ সেই মতো মার্চেন্ট রোড, দিন বাজার, রায়কত পাড়া সহ বিভিন্ন জায়গায় চলে তল্লাশি ৷ সেই অভিযানেই বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার হয়েছে ৷ সুমিত আগরওয়াল নামে এক ব্য়বসায়ীকে শব্দবাজি সহ গ্রেপ্তার করেছে পুলিশ ৷

jalpaiguri_police_arrest_a_person_with_fire_craker
জলপাইগুড়িতে শব্দবাজি সহ গ্রেপ্তার 1 বাজি ব্য়বসায়ী
author img

By

Published : Nov 8, 2020, 9:26 PM IST

জলপাইগুড়ি, 8 নভেম্বর : শব্দবাজি দূর, কোরোনা সংক্রমণ রুখতে এ বছর সব ধরনের আতশবাজিতেই নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট ৷ সেই মত রবিবার জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় অভিযানে নেমে শব্দবাজি সহ 1 ব্য়ক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তার কাছ থেকে বিপুল পরিমাণ আতশবাজিও উদ্ধার করা হয়েছে ৷

রবিবার আতশবাজির বিরুদ্ধে অভিযানে নামে জলপাইগুড়ির পুলিশ ৷ সেই মতো মার্চেন্ট রোড, দিন বাজার, রায়কত পাড়া সহ বিভিন্ন জায়গায় চলে তল্লাশি ৷ সেই অভিযানেই বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার হয়েছে ৷ সুমিত আগরওয়াল নামে এক ব্য়বসায়ীকে শব্দবাজি সহ গ্রেপ্তার করেছে পুলিশ ৷ রায়কত পাড়ায় তার বাড়ি ৷ নিষিদ্ধ বাজি রাখায় এবং আদালতের আদেশ না মানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ বাজি বিক্রি না করার জন্য় হাইকোর্টের নির্দেশ মত, সতর্কও করে দেওয়া হয়েছিল পুলিশের তরফে ৷ তবে, সেই সতর্ক বার্তা যে অনেকেই হালকাভাবে নিয়েছিল এদিনের অভিযানের পর তা স্পষ্ট ৷

এদিন লক্ষাধিক টাকার বাজি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই অভিযান চলবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল ৷ কালীপুজোর দিন এবং তার আগে ও পরেও প্রয়োজন মতো পুলিশি অভিযান চালানো হতে পারে ৷

জলপাইগুড়ি, 8 নভেম্বর : শব্দবাজি দূর, কোরোনা সংক্রমণ রুখতে এ বছর সব ধরনের আতশবাজিতেই নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট ৷ সেই মত রবিবার জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় অভিযানে নেমে শব্দবাজি সহ 1 ব্য়ক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তার কাছ থেকে বিপুল পরিমাণ আতশবাজিও উদ্ধার করা হয়েছে ৷

রবিবার আতশবাজির বিরুদ্ধে অভিযানে নামে জলপাইগুড়ির পুলিশ ৷ সেই মতো মার্চেন্ট রোড, দিন বাজার, রায়কত পাড়া সহ বিভিন্ন জায়গায় চলে তল্লাশি ৷ সেই অভিযানেই বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার হয়েছে ৷ সুমিত আগরওয়াল নামে এক ব্য়বসায়ীকে শব্দবাজি সহ গ্রেপ্তার করেছে পুলিশ ৷ রায়কত পাড়ায় তার বাড়ি ৷ নিষিদ্ধ বাজি রাখায় এবং আদালতের আদেশ না মানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ বাজি বিক্রি না করার জন্য় হাইকোর্টের নির্দেশ মত, সতর্কও করে দেওয়া হয়েছিল পুলিশের তরফে ৷ তবে, সেই সতর্ক বার্তা যে অনেকেই হালকাভাবে নিয়েছিল এদিনের অভিযানের পর তা স্পষ্ট ৷

এদিন লক্ষাধিক টাকার বাজি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই অভিযান চলবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল ৷ কালীপুজোর দিন এবং তার আগে ও পরেও প্রয়োজন মতো পুলিশি অভিযান চালানো হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.