ETV Bharat / state

বায়োাপিকে অভিনয়ের কথা ছিল, ইরফানের প্রয়াণে শোকাহত অ্যাম্বুলেন্স দাদা - পদ্মশ্রী করিমূল হকের বায়োপিক

বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে করিমুল সাহেবের চরিত্রে অভিনয়ের কথাবার্তা এগোচ্ছিল । যার মধ্যে প্রথম নামটাই ছিল ইরফান খানের । চরিত্রটি নিয়ে করিমুল সাহেবের সঙ্গে কথাও হয়েছিল "লাঞ্চবক্স" অভিনেতার ।

ইরফান খানের মৃত্যুতে শোকাহত করিমূল হক
ইরফান খানের মৃত্যুতে শোকাহত করিমূল হক
author img

By

Published : Apr 29, 2020, 6:33 PM IST

জলপাইগুড়ি, 29 এপ্রিল: পদ্মশ্রী করিমুল হকের চরিত্রে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেতা ইরফান খানের । কিন্তু অভিনেতার অকাল প্রয়াণে সেটা আর সম্ভব হল না । ইরফানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকে বিহ্বল জলপাইগুড়ির অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমুল সাহেব ।

বাইকে করে মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দিয়ে সকলের চোখে করিমুল হক হয়ে উঠেছিলেন অ্যাম্বুলেন্স দাদা । অসামান্য কাজের জন্য পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন । অত্যন্ত সাদামাটা মানুষটির সেই অসামান্য কাহিনী ছবির পর্দায় তুলে ধরার তোড়জোড় করছিলেন পরিচালক বিনয় মুদগল । বিগ বাজেটের এই ছবিটির প্রযোজনা করছে রাজা হিন্দুস্থানি, চেন্নাই এক্সপ্রেস খ্যাত প্রয়োজক সংস্থা সিনেযুগ । বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে করিমুল সাহেবের চরিত্রে অভিনয়ের কথাবার্তা এগোচ্ছিল । যার মধ্যে প্রথম নামটাই ছিল ইরফান খানের । চরিত্রটি নিয়ে করিমুল সাহেবের সঙ্গে কথাও হয়েছিল "লাঞ্চবক্স" অভিনেতার । কিন্তু তারপরই ইরফান খানে ক্যানসার ধরা পড়ায় কাজ শুরু করা যায়নি । ঠিক ছিল অভিনেতা সুস্থ হয়ে উঠলে ছবির কাজ শুরু হবে । কিন্তু বুধবার দুপুরের একটি খবরেই সব ওলট পালট হয়ে গেল ।

অভিনেতার মৃত্যুতে শোকাহত করিমূল হক
অভিনেতার মৃত্যুতে শোকাহত করিমুল হক

ইরফানের মৃত্যুতে শোকাহত করিমুল হক বলেন, "খুব খারাপ লাগছে । এমন অভিনেতা হয় না । আমার সঙ্গে ওর মুখের নাকি খুব মিল ছিল । তাই ইরফান খানের কথা ভেবেছিলেন পরিচালক । উনি হিন্দি সিনেমা জগতের একজন ব্যতিক্রমী অভিনেতা ।"

তিনি আরও বলেন, "লকডাউনের পরে ইরফান খানের সঙ্গে দেখা করার কথা ছিল । কিন্তু হয়ে উঠল না। অনেক ক্ষতি হয়ে গেল । আমার সঙ্গে এর আগেও চরিত্র নিয়ে কথা হয়েছে । কথাবার্তা হওয়ার পরপরই তাঁর ক্যানসার ধরা পড়ে । সুস্থ হয়ে উঠলে ছবি শুরু করার কথা ছিল । কিন্তু হল না ।" ইচ্ছে ছিল নিজের জীবনের উপর নির্মিত ছবি থেকে প্রাপ্য অর্থ চেল নদীর সেতু নির্মাণের জন্য সরকারের হাতে তুলে দেবেন । কিন্তু ইরফান খানের মৃত্যুতে করিমুল সাহেবের বায়োপিকের কাজ এখন অনিশ্চিত হয়ে পড়ল ।

জলপাইগুড়ি, 29 এপ্রিল: পদ্মশ্রী করিমুল হকের চরিত্রে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেতা ইরফান খানের । কিন্তু অভিনেতার অকাল প্রয়াণে সেটা আর সম্ভব হল না । ইরফানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকে বিহ্বল জলপাইগুড়ির অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমুল সাহেব ।

বাইকে করে মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দিয়ে সকলের চোখে করিমুল হক হয়ে উঠেছিলেন অ্যাম্বুলেন্স দাদা । অসামান্য কাজের জন্য পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন । অত্যন্ত সাদামাটা মানুষটির সেই অসামান্য কাহিনী ছবির পর্দায় তুলে ধরার তোড়জোড় করছিলেন পরিচালক বিনয় মুদগল । বিগ বাজেটের এই ছবিটির প্রযোজনা করছে রাজা হিন্দুস্থানি, চেন্নাই এক্সপ্রেস খ্যাত প্রয়োজক সংস্থা সিনেযুগ । বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে করিমুল সাহেবের চরিত্রে অভিনয়ের কথাবার্তা এগোচ্ছিল । যার মধ্যে প্রথম নামটাই ছিল ইরফান খানের । চরিত্রটি নিয়ে করিমুল সাহেবের সঙ্গে কথাও হয়েছিল "লাঞ্চবক্স" অভিনেতার । কিন্তু তারপরই ইরফান খানে ক্যানসার ধরা পড়ায় কাজ শুরু করা যায়নি । ঠিক ছিল অভিনেতা সুস্থ হয়ে উঠলে ছবির কাজ শুরু হবে । কিন্তু বুধবার দুপুরের একটি খবরেই সব ওলট পালট হয়ে গেল ।

অভিনেতার মৃত্যুতে শোকাহত করিমূল হক
অভিনেতার মৃত্যুতে শোকাহত করিমুল হক

ইরফানের মৃত্যুতে শোকাহত করিমুল হক বলেন, "খুব খারাপ লাগছে । এমন অভিনেতা হয় না । আমার সঙ্গে ওর মুখের নাকি খুব মিল ছিল । তাই ইরফান খানের কথা ভেবেছিলেন পরিচালক । উনি হিন্দি সিনেমা জগতের একজন ব্যতিক্রমী অভিনেতা ।"

তিনি আরও বলেন, "লকডাউনের পরে ইরফান খানের সঙ্গে দেখা করার কথা ছিল । কিন্তু হয়ে উঠল না। অনেক ক্ষতি হয়ে গেল । আমার সঙ্গে এর আগেও চরিত্র নিয়ে কথা হয়েছে । কথাবার্তা হওয়ার পরপরই তাঁর ক্যানসার ধরা পড়ে । সুস্থ হয়ে উঠলে ছবি শুরু করার কথা ছিল । কিন্তু হল না ।" ইচ্ছে ছিল নিজের জীবনের উপর নির্মিত ছবি থেকে প্রাপ্য অর্থ চেল নদীর সেতু নির্মাণের জন্য সরকারের হাতে তুলে দেবেন । কিন্তু ইরফান খানের মৃত্যুতে করিমুল সাহেবের বায়োপিকের কাজ এখন অনিশ্চিত হয়ে পড়ল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.